বিকল্প ব্যাংকিং

বিকল্প ব্যাংকিং ভাবনা

করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাস বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী আকারে ছড়িয়ে পরেছে। ইতোমধ্যে এই রোগে কয়েক শত জন মৃত্যুবরণ করেছে ও লক্ষাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩২ জন ব্যাংক কর্মকর্তাও রয়েছে। সরকার এ রোগের বিস্তার রোধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে৷

টাকার হাতবদলের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এ জন্য নগদ টাকার বিকল্প মোবাইল ব্যাংকিং, ই-ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেনের পরামর্শ দিচ্ছে বিভিন্ন ব্যাংক। তাই বর্তমান সংকট মোকাবেলায় নিম্নোক্ত পদক্ষেপ নেয়া যেতে পারে-

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

০১. কোন ব্যাংকের ATM কার্ড দিয়ে যেকোনো ব্যাংকের ATM থেকে বিনা চার্জে টাকা তোলার ব্যবস্হা করা।
০২. মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোকে সকল ব্যাংকের সাথে লেনদেন করার ব্যবস্হা করা।
০৩. আগামী ০১ মাস সকল মেয়াদি জমা গ্রহন বন্ধ রেখে পরবর্তী সময়ে এর প্রোডাক্ট হিসাব করে ক্ষতি পূরণ করে দেয়া।
০৩. বিনিয়োগ/ লোনের কিস্তি সমুহ ০১ মাস আদায় স্থগিত রাখা। CIB তে রিপোর্টে অব্যাহতি দেয়া।
০৪. খাদ্য, ঔষধ ও খুবই গুরুত্বপূর্ণ আইটেম ছাড়া অন্য এলসি ১ মাস বন্ধ রাখা।

০৫. জনগুরুত্বপূর্ণ ছাড়া সকল এলসির পেমেন্ট বন্ধ রাখা। পরে কুটনৈতিক ও ব্যাংকিং চ্যানেলে আলোচনা করে delay interest waive করা।
০৬. জেলা ও মহানগরীতে প্রতিটি ব্যাংকের ১/২টি, গুরুত্বপূর্ণ উপজেলায় ১টি খোলা রাখা যেতে পারে।
০৭. একান্ত জরুরী কাজ ছাড়া কাউকে ব্যাংকে ঢুকতে দেয়া যাবেনা। এ ক্ষেত্রে পুলিশ মোতায়েন করতে হবে। অপ্রয়োজনে কেউ ব্যাংকে আসলে লাঠি চার্জ/ আটক করার ব্যবস্হা করা এবং এ ঘোষণা মিডিয়ায় বারবার দেয়া।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

০৮. শুধু মাত্র প্রয়োজনীয় কয়েকজন অফিসারকে ব্যাংক কর্তৃপক্ষ নিজস্ব পরিবহনের মাধ্যমে PPE দিয়ে আনবেন ও পৌছাবেন। বাসা থেকে বের করার সময় জীবাণুনাশক স্প্রে, অফিসে ঢোকা ও বের হবার সময় এবং বাসায় ফিরে এসে স্প্রে করা।
০৯. ব্যাংক কতৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুততম সময়ে আলাদা হাসপাতালের অথবা কোনো আবাসিক বিল্ডিং ভাড়া নিয়ে অসুস্থদের জন্য Isolation এর ব্যবস্হা করা। এগুলো CSR থেকে করা যেতে পারে।
১০. ব্যাংকারদের মনোবল বৃদ্ধির জন্য Special Incentive, Risk Allowance ঘোষণা করতে পারে।

মনে রাখবেন, এটা জীবনের প্রশ্ন। টাকাই সব নয়। আমি জানি আপনাদের আরও বিকল্প আছে। প্রয়োজনীয় মনে হলে Share করবেন।

লেখকঃ মোহাম্মদ আবু বকর ছিদ্দীক, ব্যাংকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button