ব্যাংকার

যে ঈমান কথা বলে (ব্যাংকার)

দুই হাজার সাত বা আটের দিকের কথা, যতদূর মনে পড়ে। আমি তখন ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এবং ইভিপি। একদিন এক যুবক আমার সাথে দেখা করার জন্য এলেন। মুখ ভরা চাপ দাড়ি, প্রশান্ত মুখচ্ছবি এবং একটি চমৎকার উজ্জ্বলতা তার চেহারায়। তিনি একটি ইসলামী ব্যাংকে চাকুরী করেন এবং তখন তার পদমর্যাদা সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার।

আমরা তখন কিছু অভিজ্ঞ প্রিন্সিপ্যাল অফিসার রিক্রুট করছি। সে আমার সাথে কথা বলতে এসেছে যে, সে একজন আবেদনকারী। বললাম, আমরা এসপিও নিচ্ছি না। তার জবাব, আমি প্রিন্সিপ্যাল অফিসার হিসেবেই আবেদন করেছি। আমি কিছুটা বিস্মিত, বললাম সেটা কি করে হয়? Already You are a Senior Principal Officer. সে বললো তা হোক স্যার, আমি জেনে শুনেই আবেদন করেছি। যুবকের দৃঢ়তা দেখে তার সাথে সময় নিয়ে কথা বললাম। তার বক্তব্যের সারমর্ম ছিল, যে ব্যাংকে সে জব করে সেটি নামে ইসলামী ব্যাংক হলেও সেখানে শরীয়াহ পরিপালনের কোনো উদ্যোগ নেই।

কাজেই শুধু পদের জন্য সেখানে থাকলে সে আল্লাহর কাছে জবাবদিহি কি ভাবে করবে? বললাম, শরীয়াহ পরিপালনে তো এ ব্যাংকেও ভুল ত্রুটি হয়, শরীয়াহ violation তো এখানেও আছে। তার জবাব, সেটি বিচ্ছিন্ন ঘটনা যতদূর আমি জানতে পেরেছি। পলিসি লেভেলে এখানে শরীয়াহ পরিপালনের জন্য যথেষ্ট তাকিদ আছে। কিন্তু আমি যেখানে আছি, সেখানে পলিসি লেভেলেই শরীয়াহ পরিপালনে উদাসীনতা আছে। শুধুমাত্র প্রফিটই সেখানে মূখ্য।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

যুবকের কথা শুনে, তার দৃঢ় প্রত্যয় দেখে, তার ঈমানের গভীরতা উপলব্ধি করলাম। তারপরেও বললাম, আরও ভেবে দেখেন। আপনি কিন্তু পরে frustration এ ভুগবেন। আপনি পরিস্কার ছয় বছর পিছিয়ে যাচ্ছেন ক্যারিয়ারে। কিন্তু তার কথা একটাই, ‘স্যার! আল্লাহর কাছে আমি মুক্তি চাই। ক্যারিয়ারের মালিক তিনিই।’ তার চমৎকার Academic background দেখে রিক্রুটমেন্ট কমিটি তাকে নিয়োগ দিলেন। সেখানেও তদানিন্তন প্রধান নির্বাহী আবদুর রকীব সাহেব আমাকে বার বার বলছিলেন, ‘সে তো পরে হতাশ হবে, খলিফা সাহেব।’ বললাম, আমি তাকে যথেষ্ট বুঝিয়েছি, কিন্তু তার চোখ মুখে অন্য একটি দীপ্তি আছে। বোধ হয় হতাশ হবে না। আর হলেও আমরা কি করতে পারি?’

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

সে যুবক এখনও ইসলামী ব্যাংকে কর্মরত আছে। বিভিন্ন সময়ে তার সাথে কথা হয়েছে, কখনও একত্রে কাজ করেছি। সবসময়ই তাকে ইসলামী বিধি বিধানের ব্যাপারে ভীষন আন্তরিক পেয়েছি। ক্যারিয়ারের বিষয়ে তাকে কখনও আফসোস করতে শুনিনি। আমি তাকে অন্তর থেকে ভালবাসি, শ্রদ্ধা করি। যেখানে ক্যারিয়ার গড়ার জন্য আমরা অনেকেই দুই যোগ দুই সমান পাঁচ, ছয় কিংবা সাত যে কোনো সংখ্যা বানাতে দ্বিধা করি না; সেখানে সে অনেক বড় ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র পরকালের জবাবদিহির ভয়ে। আল্লাহ তার পুরস্কার নি:সন্দেহে সংরক্ষন করবেন।

মনে পড়ছিল আমার নিজের ইন্টারভিউয়ের সময়ের কথা। বোর্ড রূমে আমাকে জিজ্ঞেস করা হলো, কোন পদ চান এবং কত বেতন দিতে হবে? বললাম, আমি একটা রাষ্ট্রায়াত্ব ব্যাংকে জব করছি। এটার সাথে সঙ্গতি রেখে যে পদ আপনারা ভাল মনে করেন এবং যে বেতন আপনারা নির্ধারন করেন সেটিই আমার জন্য যথেষ্ট। আমার শুধু আকাঙ্খা ইসলামী ব্যাংকে কাজ করা। বেতন বা পদের বিষয়ে আমার কোনো আলাদা চাহিদা নেই। জয়েন করার পরে কোনো কোনো সহকর্মী বললেন, আপনি তদবীর করতে পারলে আর এক গ্রেড উপরে জয়েন করতে পারতেন।

অবশ্য আল্লাহ তায়ালা ক্যারিয়ারে আমাকে যথেষ্ট উন্নতি দিয়েছেন। যারা আমাকে খানিকটা বেওকুফ মনে করেছিলেন, তারা কিন্তু অনেক পিছনে ছিলেন। নিবন্ধটি আপনি পড়ছেন ব্যাংকিং নিউজ বিডি ডটকম-এ। মনে মনে ভাবলাম এই যুবক তো দেখি আমাকেও ছাড়িয়ে গেল! আল্লাহ তার সার্বিক কল্যাণ করুন! দুনিয়া আখেরাতে তার মর্যাদা বাড়িয়ে দিন! তার জন্য এটাই আমার অন্তর থেকে দোয়া।

লেখকঃ নূরুল ইসলাম খলিফা, সাবেক ডিএমডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সাবেক প্রিন্সিপাল, ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, আলআরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button