ব্যাংকার

সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক এনে দিতে পারে সাফল্য

আমাদের জীবনে বাড়ির পর সব থেকে বেশি সময় যেখানে কাটাই সেটার নাম অফিস। তাই অনেকসময় আমাদের দ্বিতীয় বাড়ি বলি অফিসকে। বাড়িতে পরিবারের লোকজনদের সাথে যেমন মন কষাকষি হয় তেমনি অফিসেও হয় কিন্তু অফিসের লোকদের সাথে জন্মগত সম্পর্ক থাকে না প্রথম থেকে তাদের সাথে মানিয়ে নেওয়াতে সমস্যা হয় অনেক সময়ই। কিন্তু ওরা আমাদের দ্বিতীয় পরিবার তাই ওদের সাথে সুসম্পর্ক রাখাটাও আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অফিসের লোকদের সাথে পারিবারিক বন্ধন তৈরি হয়ে যায় সময়ের সাথে সাথে এবং তা আপনার জন্যই লাভজনক। এই কয়েকটি উপায়ে আপনি আপনার সহকর্মীর সাথে সম্পর্ক আরও মজবুত করে তুলতে পারবে।

প্রথমে নিজেকে জানুনঃ
কর্মক্ষেত্রে কাজ করতে যেতে হলে নিজেকে ভালো করে জানাটা খুব জরুরি। আপনি লোকের সাথে অল্পে মিশে যান নাকি অনেকটা সময় লাগে কিছু বলতে সেটা দেখা খুব দরকার। অফিসে সহকর্মীদের বুঝতে আপনার নিজেরই সুবিধা হবে এতে। কোনো ছোটো কারণে আপনি অযথা সমস্যায় জড়িয়ে পড়বেননা। কাজের জায়গাতে সুসম্পর্ক কাজের মানকে অনেকটাই বাড়াতে সাহায্য করে। কারণ কলিকদের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করাও একটা দক্ষতা।

দ্বিতীয়ত সম্পর্কের গন্ডিঃ
অফিসের প্রত্যেকর সাথে সম্পর্কগুলোর আলাদা সূত্র থাকে। পুরুষ বা মহিলা যেই হোক না কেন একটা গন্ডি সবারই থাকে। গভীর সম্পর্কও হতে পারে কিন্তু আপনাকে নজর রাখতে হবে যাতে ঐ সম্পর্কটাকে কেউ অন্য ভাবে উপস্থাপন না করে। সহকর্মীরাও যাতে ব্যাপারটাকে ভালো চোখে দেখে সেটা মাথায় রেখেই চলাফেরা করবেন। আর সবার সাথে সম্পর্কটা ধরে রাখাও চাকুরী ক্ষেত্রে নিজের যোগ্যতা বহন করে।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

তৃতীয়ত প্রতিযোগিতাঃ
নিজের যোগ্যতা প্রমাণে প্রতিযোগিতা যেকোনো ক্ষেত্রে অবশ্যই জরুরি। তবে তারও একটা অন্য দিক অবশ্যই বর্তমান, সেটা সবসময় খেয়াল রেখে সামনের দিকে এগোতে হবে। কলিগদের মধ্যে প্রতিযোগিতা চলবেই, তার মানে এই নয় যে সম্পর্কটাই নষ্ট করে দেবেন রেষারেষি করতে গিয়ে। চ্যালেঞ্জ করতে পারেন সরাসরি কাউকে, এর মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়ে সমগ্র কলিগদের মধ্যে। সেক্ষেত্রে আপনি আগের থেকে অনেক বেশি পরিশ্রম করা শুরু করবেন যেটা আপনার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তার থেকে উচ্চ স্থানে পৌঁছে দেবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

চতুর্থতম হলো অন্যকে সহযোগিতা করুনঃ
অফিসের একটা অংশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সহকর্মীদের সাহায্য সব থেকে বেশি জরুরি। তাই এরা কোনো ছোটো বিপদে পড়লে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিপদ সবারই হয় তাই নিজেকে অন্যের কাজে লাগাতে পারাটা আপনার নিজেরেই ভবিষ্যতকে কিছুটা সুরক্ষিত করা। কারোর হয়তো ফাইলের অনেক চাপ আছে কিন্তু তাকে সেদিন তাড়াতাড়ি বের হতে হবে তাকে একটু সাহায্য করে দিন। এতে অফিসে আপনার রেপুটেশনটা ভালো হবে।

পঞ্চমত ষড়যন্ত্র ভুলে যানঃ
যেকোনো অফিসে পরচর্চা পরনিন্দা করে ঐ অফিসেরই একটা অংশ। সহকর্মীদের সম্মান করাটা জরুরি যাতে তাদের সম্পর্কে ভুল বলার আগে একবার ভাবতে হয় আপনাকে। একটা অফিসে আপনার উন্নতি সহকর্মীদের ওপর নির্ভর করে থাকে তাই বিনয়ী হোন ওদের প্রতি।

কার্টেসিঃ সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button