মোবাইল ব্যাংকিংসাউথইস্ট ব্যাংক পিএলসি

সাউথইস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং টেলিক্যাশ

টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই। একটি সাউথইস্ট ব্যাংক সেবা। বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২৮ অক্টোবর, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিক্যাশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর অনুমোদন লাভ করে। ২৯ জানুয়ারি, ২০১৫ থেকে সম্মানিত গ্রাহকদেরকে টেলিক্যাশ মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নামে মােবাইল ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। টেলিক্যাশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমােদিত মােবাইল ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই তাঁদের সুবিধামতাে সময়ে সাধারণ ব্যাংকিং সেবাসমূহ উপভােগ করতে পারছেন।

সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশ সেবা
সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর টেলিক্যাশ এর সেবাসমূহ নিম্নরূপ-
টাকা জমা ও উত্তোলন (ক্যাশ ইন ও ক্যাশ আউট);
ডিজিটাল অর্থ স্থানান্তর (P2P ফান্ড ট্রান্সফার);
ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর;
এনপিএসবি এর মাধ্যমে অর্থ স্থানান্তর;
মার্চেন্ট পেমেন্ট (P2B);
মােবাইল ফোনের টক-টাইম টপ-আপ
– গ্রামীনফোন
– রবি
– এয়ারটেল
– বাংলালিংক;

ডিজিটাল পদ্ধতিতে ইউটিলিটি (বিদ্যুৎ, পানি ও গ্যাস) বিল পরিশােধ সেবা। যেমন- বিদ্যুৎ (ডেসকো ও ডিপিডিসি), পানি (ঢাকা ওয়াসা) ও গ্যাস (বাখরাবাদ ও কর্ণফুলি) বিল পরিশােধ করা যায়;
টিউশন ফি (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতনসমূহ) পরিশােধ সেবা
– নটরডেম কলেজ
– গ্রিনভিউ স্কুল, চাঁপাইনবাবগঞ্জ
– কাউনিয়া কলেজ, কাউনিয়া, রংপুর
– রংপুর সরকারী কলেজ, রংপুর
– কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ, কুড়িগ্রাম
– কুড়িগ্রাম সরকারী কলেজ, কুড়িগ্রাম
– দিনাজপুর সরকারী কলেজ, দিনাজপুর
– সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর
– গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাভার
– সাভার কলেজ, সাভার
– টঙ্গী সরকার কলেজ, টঙ্গী
– একাডেমিয়া, ঢাকা; ঢাকা কেন্দ্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা
– এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা;
তারল্য ব্যবস্থাপনা সেবা (ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস)
– হবিগঞ্জ এগ্রো লিমিটেড (প্রান গ্রুপ)
– ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
– মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
– জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড;
ক্ষুদ্রঋণ বিতরণ ও পরিশােধ সেবা;
বীমা প্রিমিয়াম পরিশােধ সেবা;
সাউথইস্ট ব্যাংকের মাসিক সঞ্চয়ের (DPS) কিস্তি জমা করার সুবিধা;
রেমিটেন্স সেবা। এক্ষেত্রে ব্যাংকে কোনো একাউন্ট থাকার দরকার নেই। বিদেশ থেকে সরাসরি টেলিক্যাশ নম্বরে টাকা পাঠানাে যাবে। যে কোনাে অনুমােদিত এজেন্টের কাছ থেকে প্রয়ােজনমত আংশিক অথবা পুরো টাকাই তােলা যায়;
পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের জন্য মার্চেন্ট পেমেন্টের সুবিধা;
বেতন/ ভাতা প্রদানের সুবিধা;
ব্যালেন্স অনুসন্ধান;
ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ;
কেবল টিভি সেট টপ বক্স রিচার্জ
– পাবনা কেবল ভিশন, পাবনা
– নাটোর সিটি কেবল, নাটোর
– ডিজিটাল গ্রুপ ১ কেবল নেটওয়ার্ক, নওগাঁ
– যশোর সিটি কেবল প্রাইভেট লিমিটেড, যশোর;
ক্ষুদে হিসাব বিবৃতি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
টেলিক্যাশ এর লেনদেন সীমা
লেনদেনর ধরণলেনদেন সীমা
ক্যাশইন. দিনে সর্বোচ্চ মােট ৩০,০০০/- টাকা অনধিক বারে
. মাসে সর্বোচ্চ মােট ,০০,০০০/- টাকা অনধিক ২ বারে
ক্যাশআউট. দিনে সর্বোচ্চ মােট ২৫,০০০/- টাকা অনধিক বারে
. মাসে সর্বোচ্চ মােট ,৫০,০০০/- টাকা অনধিক ০ বারে
. একটি মােবাইল হিসাবে ক্যাশইন হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে ঐ হিসাব থেকে সর্বোচ্চ ৫,০০০/- টাকার বেশী নগদ উত্তোলন (ক্যাশআউট) করা যাবে না।
P2P অর্থ স্থানান্তরপূর্ব নির্ধারিত সীমা, অর্থাৎ, প্রতিদিন সর্বোচ্চ টাকা ২৫,০০০/- এবং মাসিক ভিত্তিতে সর্বমােট টাকা ,০০০/- বলবৎ থাকবে।

ক্যাশ আউটের ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলি
ক্যাশ আউটের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট যারা করবেন তাদের ছবি, নাম ও ঠিকানা, জাতীয় পরিচয় পত্র, ফোন নম্বর গ্রহণ করে প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

টেলিক্যাশ এর ফি ও চার্জ
S/NService TypeServicesService Charges TeleCash SEBL
1Cash-In1.1.Cash-In to the Customers’ mWallet A/C0.00
1.2.Salary Disbursement (B2P)0.00
1.3.Disbursement of Inward Foreign Remittance (B2P)0.00
1.4.Disbursement of Microcredit among the members of MFIs (B2P)0.00
1.5.Government payment under the Social Safety Net (G2P)0.00
2Cash-Out2.1.Cash-Out by the Customer through USSD Channel1.80%
2.2.Cash-Out by the Customer through Mobile App1.75%
2.3.Cash-Out by the Customer through ATM Network of Mother Bank0.00
2.4.Cash-Out by the Customer through Agent Banking Point0.50%
3Fund Transfer (P2P)3.1.Through USSD5.00
3.2.Through Mobile App0.00
4Bills Payment4.1.Electricity Bills Payment0.00
4.2.WASA Bills payment0.00
4.3.GAS Bills Payment0.00
4.4.Tuition Fees Payment5.00 / 10.00
4.5.Land Phone Bill Payment0.00
4.6.Cable TV Set-Top Box Recharge0.00
4.7.Credit Card Bill Payment0.00
5P2B Services5.1.Merchant Payment (Retail)0.00
5.2.Repayment of Microcredit0.00
5.3.Premium Payment0.00
5.4.Talk-time Recharge0.00
5.5.e-Commerce Payment0.00
6B2B Services6.1.Cash Management Service in favour of Corporate ClientsAs per agreement
7Add Money7.1.Add Money from Mother Bank Account0.00
7.2.Add Money from Credit Cards0.00
8Banking Services8.1.Fund Transfer to Mother Bank Account0.00
8.2.Fund Transfer to other Bank Account through NPSB0.00
9Information Services9.1.Balance Inquiry0.00
9.2.Mini Statement0.00

টেলিক্যাশ একাউন্ট খুলতে যা প্রয়ােজন
আপনার নিবন্ধিত মােবাইল নম্বরটি;
আপনার জাতীয় পরিচয় পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপাের্টের ফটোকপি;
আপনার সদ্য তােলা এক কপি রঙিন ছবি।
টেলিক্যাশ এজেন্ট লোকেশন জানতে ক্লিক করুন এখানে
টেলিক্যাশ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

মোবাইল ব্যাংকিং এ প্রতারিত হলে কী করবেন?
১. মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে কেউ প্রতারিত হয়ে থাকলে প্রতারণাকারী ব্যক্তির বিরুদ্ধে সরাসরি থানায় অভিযােগ দায়ের করতে পারেন।
২. সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের চালু হওয়া Hello CT এ্যাপস্ এ গিয়ে সাইবার ক্রাইম অথবা আন্তঃদেশীয় অপরাধ/ জালিয়াতি অপশনে ঢুকে আপনার অভিযােগটি সরাসরি লিখে পাঠিয়ে দিন। পুলিশ অভিযােগটি আমলে নিয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নিবে।
৩. সরাসরি ইমেইল পাঠাতে পারেন [email protected] এই ঠিকানায়। মোবাইল ব্যাংকিং এ প্রতারণী ঠেকাতে আপনার একটুখানি সচেতনতাই যথেষ্ঠ।

❏ বিস্তারিত জানতে
সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইউনূস ট্রেড সেন্টার ৫২-৫৩, দিলকুশা, সি/এ, ঢাকা – ১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ (+৮৮-০২) ৯৫৭১১১৫, ৭১৬০৮৬৬, ৯৫৫৫৪৬৬, ৭১৭৩৭৯৩ নম্বরে কল করুন
✆ কল সেন্টারঃ ১৬২০৬ অথবা ০৯ ৬১৩১ ১৬২০৬ (দেশ)/ +৮৮ ০৯ ৬১৩১ ১৬২০৬ (বিদেশ) এ কল করুন
টেলেক্সঃ 632425 SBANK BJ
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৫০০৯৩
সুইফট কোডঃ SEBDBDDH
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ https://www.southeastbank.com.bd/telecash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button