সীমান্ত ব্যাংক লিমিটেড বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালনা করছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘টেলার (অ্যাসিস্ট্যান্ট অফিসার-অফিসার) ফর আরবান/ সাব ব্রাঞ্চ‘ পদে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে ১৮ জানুয়ারি, ২০২১ এর মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নামঃ টেলার (অ্যাসিস্ট্যান্ট অফিসার-অফিসার) ফর আরবান/ সাব ব্রাঞ্চ
✓ পদ সংখ্যাঃ নির্ধারিত নয়৷
✓ জব গ্রেডঃ অ্যাসিস্ট্যান্ট অফিসার-অফিসার।
✓ চাকরির ধরণঃ ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মক্ষেত্র: অফিস।
✓ কর্মস্থলঃ বাংলাদেশের যে কোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শাখায় ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ব্যাংকিং এ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ বয়স ২৫ থেকে ৩০ বছর।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ জটিল পরিস্থিতিতে প্রার্থীদের বিচারের ক্ষমতা থাকতে হবে।
✓ ঢাকার গুলশান, উত্তরা, মোহাম্মদপুর, চট্টগ্রামের জিইসি মোড়, ময়মনসিংহ টাউন, রংপুর সদর, কুমিল্লা টাউন, যশোর টাউন, হিলি, উপ শহর সিলেট, সরাইল বি বাড়িয়ায় ব্যাংকিংয়ের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে একটি ছবি দিতে হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৮ জানুয়ারি, ২০২১।
সোর্সঃ বিডি জবস