ব্যাংক জব সার্কুলারসীমান্ত ব্যাংক জব সার্কুলার

কাস্টমার সার্ভিস ম্যানেজার পদে নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক

সীমান্ত ব্যাংক লিমিটেড (Shimanto Bank Limited) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালনা করছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “কাস্টমার সার্ভিস ম্যানেজার” পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে।

পদের নামঃ কাস্টমার সার্ভিস ম্যানেজার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ জব গ্রেড: অফিসার – প্রিন্সিপাল অফিসার।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শাখায় ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স ২৩ থেকে ৩৫ বছর।
✓ নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
✓ ৩ বছরের শাখা ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ বর্তমানে চাকরির অবস্থান ঢাকা, চট্টগ্রাম, খুলনা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় স্থানান্তরযোগ্য।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে একটি ছবি দিতে হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ৮ অক্টোবর, ২০২২।

সোর্সঃ বিডি জবস

About Shimanto Bank:
Shimanto Bank is a schedule commercial bank in Bangladesh. As the slogan goes “Shimahin Astha”, Shimanto Bank Limited aims to be the leading financial institution to serve with utmost trust.

The bank was established on 21 July 2016 through an act of parliament and planned by Prime Minister Sheikh Hasina. Major General Aziz Ahmed was the founder chairman, Brig. Gen. Taufiqul Hasan Siddiquee was the project director, and Moklesur Rahman appointed as the first managing director and CEO of the bank.

The bank was designed to provided financial services to the marginalized population of the country as well as active and retired personals of Border Guards Bangladesh. As of November 2021, Shimanto Bank Limited has 19 branches, 2 sub-branches and 19 ATM booths.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button