ব্যাংক জব সার্কুলারশাহ্জালাল ইসলামী ব্যাংক জব সার্কুলার

শাহজালাল ব্যাংকে অফিসার- সফটওয়্যার ম্যানেজমেন্ট পদে নিয়োগ

বাংলাদেশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক হিসেবে অন্যতম একটি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (Shahjalal Islami Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “অফিসার- সফটওয়্যার ম্যানেজমেন্ট” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৩ অক্টোবর, ২০২১ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

পদের নামঃ অফিসার- সফটওয়্যার ম্যানেজমেন্ট
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন পাবলিক, প্রাইভেট বা ফরেন ইউনিভার্সিটি থেকে সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আইসিই (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) অথবা ইসিই (ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এ ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ সংশ্লিষ্ট বিষয়ে ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ লজিক্যাল রিজনিং, প্রোগ্রামিং লজিক, গণিত এবং অ্যালগরিদমে শক্তিশালী জ্ঞান থাকতে হবে।
✓ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা থাকতে হবে।
✓ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
✓ ওপেন সোর্স সল্যুশন কাস্টমাইজ করার অভিজ্ঞতা এবং C/C ++ এর মৌলিক জ্ঞান থাকতে হবে।
✓ আরডিবিএমএসে বাস্তব অভিজ্ঞতা যেমন- ওরাকল, মাইএসকিউএল, এমএসএসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, মারিয়া ডিবি ইত্যাদি থাকতে হবে।
✓ JAVA, ASP.NET Core, Laravel, nodeJS, AngularJS ইত্যাদিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ এপিআই ইন্টিগ্রেশন, ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার, জব শিডিউলিং সিস্টেম ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
✓ অত্যন্ত অনুপ্রাণিত এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
✓ লিনাক্স প্ল্যাটফর্মে ভালো জ্ঞান থাকতে হবে।
✓ নতুন প্রযুক্তি গ্রহণে ইচ্ছুক হতে হবে।
✓ ২৩ অক্টোবর, ২০২১ হিসাবে বয়স ৩৫ বছরের বেশি না হওয়া।

বেতন ও ভাতাদিঃ
✓ আকর্ষণীয় বেতন ও ভাতা প্যাকেজ দেওয়া হবে।
✓ প্রার্থীর অভিজ্ঞতা অনুযায়ী বেতন ও ভাতা নির্ধারিত হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীরা সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করুন।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে

এছাড়া সিভি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারেন-
মানব সম্পদ বিভাগ
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
কর্পোরেট প্রধান কার্যালয়
শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১,
প্লট # 4, ব্লক # সিডব্লিউএন (সি) গুলশান অ্যাভিনিউ ঢাকা ১২১২

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৩ অক্টোবর, ২০২১।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা
 ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
 প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
 এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

সূত্র: বিডি জবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button