বাংলাদেশ ব্যাংক সার্কুলার

ISS-এ তথ্য দাখিল সংক্রান্ত সার্কুলার জারি

Integrated Supervision System (ISS)-এ তথ্য দাখিল সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ মে, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (আইএসএমডি সার্কুলার লেটার নং-১) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে, ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে জারীকৃত আইএসএমডি সার্কুলার নং-১ এর প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

উক্ত সার্কুলারের অনুচ্ছেদ নং-১.১ এ তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহ কর্তৃক মাসিক ভিত্তিতে ISS Form 1 & 2 এ নির্ভুলভাবে তথ্যসমূহ সন্নিবেশকরত ফরমসমূহ পরবর্তী মাসের ২৫ তারিখের মধ্যে (২৫ তারিখ সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পূর্ববর্তী কর্মদিবসে) বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে (https://ereturns.bb.org.bd) আপলোড করে এ বিভাগকে অবহিত করার নির্দেশনা রয়েছে। অপরদিকে, অনুচ্ছেদ নং-১.৮ এ আইএসএস-এ দাখিলকৃত (শাখা এবং প্রধান কার্যালয়ের) তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণে সংযোজনী-১ এ বর্ণিত নমুনা মোতাবেক সংশ্লিষ্ট মাসের প্রত্যয়নপত্র পরবর্তী মাসের ৩০ তারিখের মধ্যে এ বিভাগে দাখিল করার নির্দেশনা রয়েছে।

এক্ষণে, অনুচ্ছেদ নং-১.১ এবং ১.৮ এর নির্দেশনাসমূহ নিম্নরূপভাবে প্রতিস্থাপিত হবেঃ
অনুচ্ছেদ নং-১.১ঃ “তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহ কর্তৃক মাসিক ভিত্তিতে ISS Form 1 & 2 এ নির্ভুলভাবে তথ্যসমূহ সনিড়ববেশকরত ফরমসমূহ পরবর্তী মাসের শেষ দিবসের (শেষ দিবস ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে) মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে (https://ereturns.bb.org.bd) আপলোড করে এ বিভাগকে অবহিত করতে হবে।”

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অনুচ্ছেদ নং-১.৮ঃ “আইএসএস-এ দাখিলকৃত (শাখা এবং প্রধান কার্যালয়ের) তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণে সংযোজনী-১ এ বর্ণিত নমুনা মোতাবেক সংশ্লিষ্ট মাসের প্রত্যয়নপত্র তথ্য দাখিলের পরবর্তী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে এ বিভাগে প্রেরণ করতে হবে।”

আরও দেখুন:
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার

উক্ত সার্কুলারে আরো বলা হয়েছে, আইএসএমডি সার্কুলার নং-১/২০২০ এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button