বাংলাদেশ ব্যাংক সার্কুলার

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত সার্কুলার

ঋণ/ লিজ/ অগ্রিমের বিপরীতে মার্চ, ২০২১ পর্যন্ত প্রদেয় কিস্তি আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে পরিশােধ করা হলে উক্ত সময়ে ঋণ/ লিজ/ অগ্রিমসমূহ বিরূপমানে শ্রেণীকরণ করা যাবে না। এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (০৫ জুলাই, ২০২১) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিএফআইএম সার্কুলার লেটার নং-১৯) জারি করে বাংলাদেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে ২০ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিএফআইএম সাকুলার নং -০৩ এর প্রতি আর্থিক প্রতিষ্ঠান গুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, উক্ত সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে করােনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ/ লিজ/ অগ্রিম শ্রেণীকরণের শর্তাবলী শিথিলকরত এই মর্মে নিদের্শনা প্রদান করা হয় যে, ঋণ/ লিজ/ অগ্রিমের বিপরীতে মার্চ ২০২১ পর্যন্ত প্রদেয় কিস্তি আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে পরিশােধ করা হলে উক্ত সময়ে ঋণ/ লিজ/ অগ্রিমসমূহ বিরূপমানে শ্রেণীকরণ করা যাবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এমতাবস্থায়, কোভিড ১৯-এর সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় চলমান অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা বাণিজ্যের উপর এর নেতিবাচক প্রভাব লাঘবের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিম্নোক্ত নিদের্শনাসমূহ অনুসরণের জন্য পরামর্শ দিয়েছে-

ঋণ/ লিজ/ অগ্রিমের বিপরীতে জুন, ২০২১ পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ৫০% (পঞ্চাশ শতাংশ) আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩১ আগস্ট, ২০২১ তারিখের মধ্যে পরিশােধ করা হলে উক্ত সময়ে ঋণ/ লিজ/ অগ্রিমসমূহ বিরূপমানে শ্রেণীকরণ করা যাবে না। এক্ষেত্রে জুন, ২০২১ পর্যন্ত প্রদেয় কিস্তির অবশিষ্টাংশ পরবর্তী কিস্তির সাথে প্রদেয় হবে।

উক্ত ঋণ/ লিজ/ অগ্রিম হিসাবসমূহের সুদ/ মুনাফা শুধুমাত্র প্রকৃত আদায় সাপেক্ষে আয়খাতে স্থানান্তর করা যাবে।

ঋণ/ লিজ/ অগ্রিমের উপর সুদ/ মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে এতদ্‌সংক্রান্ত বিদ্যমান অন্যান্য নীতিমালা বলবৎ থাকবে এবং এ সময়ে কোন দণ্ড সুদ বা অতিরিক্ত ফি/ চার্জ/ কমিশন (যে নামেই অভিহিত করা হােক না কেন) আরােপ করা যাবে না।

এছাড়া উক্ত সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

আরও পড়ুন:
◾ ৫ জুলাই থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
◾ ঋণ শ্রেণিকরণের নতুন সার্কুলার
◾ সিডিউল অফ চার্জ সংক্রান্ত মাস্টার সার্কুলার
◾ মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নের শর্ত শিথিল
◾ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনা সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button