ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বিদায়ী বছর ২০১৮ তে ব্যাংকিং খাতের পরিচালন মুনাফায় সরকারি–বেসরকারি ব্যাংক সমূহের পরিচালন মুনাফা বেড়েছে। ভালো পরিচালন মুনাফা পেয়েছে সমালোচনার মুখে থাকা নতুন প্রজন্মের ব্যাংকগুলোও। বরাবরের মতো এবারো পরিচালন মুনাফায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক।
যদিও এটি প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর প্রদান করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।
তবে এই মুনাফা কতটা টিকবে সেটা একটা বিষয়। কারণ ব্যাংকিং খাতে প্রচুর পরিমাণে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ এবং আয়কর প্রদান-পরবর্তী নিট মুনাফা অনেক কমে যাবে। বেসরকারি খাতের বেশির ভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ সাল শেষে ব্যাংকগুলোর মুনাফা (টাকা কোটিতে) তুলে ধরা হলোঃ
নং | ব্যাংকের নাম | ২০১৮ | ২০১৭ |
১ | ইসলামী ব্যাংক | ২৭৭০ | ২৪২০ |
২ | ন্যাশনাল ব্যাংক | ১২৩০ | ১২১৮ |
৩ | সোনালী ব্যাংক | ২০৫৮ | ১১৩১ |
৪ | জনতা ব্যাংক | ১০০০ | ১০০০ |
৫ | অগ্রণী ব্যাংক | ৯০০ | ৯৬২ |
৬ | পূবালী ব্যাংক | ১০২৫ | ৯১৫ |
৭ | সাইথইস্ট ব্যাংক | ১০০২ | ৯০১ |
৮ | আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক | ৭২১ | ৮০৯ |
৯ | ইস্টার্ন ব্যাংক | ৭৮০ | ৭৫০ |
১০ | ডাচ্–বাংলা ব্যাংক | ৯২২ | ৭৫০ |
১১ | মার্কেন্টাইল ব্যাংক | ৬৬৮ | ৭১১ |
১২ | এক্সিম ব্যাংক | ৭১০ | ৭১১ |
১৩ | ব্যাংক এশিয়া | ৮১১ | ৬৯৫ |
১৪ | দ্য সিটি ব্যাংক | ৬৮১ | ৬৯০ |
১৫ | সোশ্যাল ইসলামী ব্যাংক | ৭০০ | ৬৬০ |
১৬ | ট্রাস্ট ব্যাংক | ৬৬০ | ৬৩০ |
১৭ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ৫৬০ | |
১৮ | ওয়ান ব্যাংক | ৫৬০ | ৫৫০ |
১৯ | এনসিসি ব্যাংক | ৬৫৫ | ৫৩৫ |
২০ | রূপালী ব্যাংক | ৩৫০ | ৫১১ |
২১ | আইএফআইসি ব্যাংক | ৫০৪ | |
২২ | যমুনা ব্যাংক | ৬২০ | ৪৮৫ |
২৩ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | ৫২৫ | ৪৭৫ |
২৪ | প্রিমিয়ার ব্যাংক | ৬১০ | ৪৫০ |
২৫ | মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক | ৫১৫ | ৪১৭ |
২৬ | শাহজালাল ব্যাংক | ৫০০ | ৩৬০ |
২৭ | স্ট্যান্ডার্ড ব্যাংক | ৩৮০ | ৩৬০ |
২৮ | ইউনিয়ন ব্যাংক | ২৫১ | ২৩০ |
২৯ | এনআরবি কমার্শিয়াল ব্যাংক | ২০৩ | ২০১ |
৩০ | সাউথ বাংলা কমার্স ব্যাংক | ২০৫ | ১৮২ |
৩১ | এনআরবি ব্যাংক | ৯১ | ৮৫ |
৩২ | মধুমতি ব্যাংক | ২০০ | ১৫১ |
৩৩ | মিডল্যান্ড ব্যাংক | ১২৫ | ১২০ |
৩৪ | মেঘনা ব্যাংক | ৯৩ | ১১০ |
৩৫ | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক | ১১৬ | ১০০ |
৩৬ | বেসিক ব্যাংক | (১০০) | ৫০ |
৩৭ | ফারমার্স ব্যাংক | লস | ১০ |
৩৮ | ঢাকা ব্যাংক | ৬৫০ | ৫৪৬ |
৩৯ | এনআরবি গ্লোবাল ব্যাংক | ১১০ | ১৬১ |