একাধিক পদে নিয়োগ দেবে এনআরবি ব্যাংক
একাধিক পদে নিয়োগ দেবে এনআরবি ব্যাংক- বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি ব্যাংক লিমিটেড (NRB Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “একাধিক” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ
১. Head of Legal & Recovery (VP-SVP)
২. Head of Islamic Banking Division (VP-SVP)
৩. Head of Credit Administration Department (VP-SVP)
৪. Head of SME Banking Division (VP-EVP)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
✓ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৪০ থেকে ৫০ বছর।
✓ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিভিন্ন বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং নির্দেশাবলী সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
✓ ব্যাংকিং ব্যবসায়ের সাথে সম্পর্কিত আইন ও বিধি-বিধান সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
✓ বিশ্লেষণাত্মক, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে হবে।
✓ Word, Excel, Outlook, PowerPoint ইত্যাদি বিষয়ে চমৎকার জ্ঞান থাকতে হবে।
✓ ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ এছাড়াও পদের ধরণ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধা।
✓ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন-
১. Head of Legal & Recovery (VP-SVP)
২. Head of Islamic Banking Division (VP-SVP)
৩. Head of Credit Administration Department (VP-SVP)
৪. Head of SME Banking Division (VP-EVP)
আবেদনের শেষ তারিখঃ
✓ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪।
সোর্সঃ বিডি জবস
NRB Bank Limited:
NRB Bank is an innovative fourth generation bank in Bangladesh which commenced banking operations on 04 August, 2013, with a vision to be the leading dedicated financial institution for Non-Resident Bangladeshis (NRBs) to invest in Bangladesh and for Bangladeshi individuals and corporates to access international markets.
Since the 1990s, the massive diaspora of migrant Bangladeshis had been demanding a platform to invest in their home economy in a better, smarter way. NRB Bank became a pioneer in fulfilling that need by innovating the Migrants’ Sponsored Banking (MSB), a newly invented banking structure. The concept of this structure was birthed to reduce dependency on international financial institutions in the long term.
Since our inception, we have brought innovations to the banking system and lived up to our motto of being “Not Just Another Bank”. With a goal to create customer loyalty, shareholder value and employee satisfaction, and always keeping the core tenets of sustainable banking close to our heart, we have launched a wide variety of products and services under different categories such as Retail Banking, SME Banking, NRB Banking, Corporate Banking and E-Banking.
NRB Bank reaches the customers through numerous delivery channels, including Branch Banking, Agent Banking, Real-time Online Banking, Internet Banking, SMS/Alert, VISA Debit/Credit Card with Global Access and Shared Network across the Country. As of 2020, we have 47 branches, 46 ATM booths outlets and 320 agent outlets across the country.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |