এনসিসি ব্যাংকে ট্রেড ফাইন্যান্স অফিসার (অফিসার-এসইও) পদে নিয়োগ
বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের একটি অন্যতম ব্যাংক হলো ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড [National Credit and Commerce (NCC) Bank Limited]। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনসিসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ট্রেড ফাইন্যান্স অফিসার (ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ট্রেড ফাইন্যান্স অফিসার (ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট)
✓ ব্যাংকের নাম: ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে
জব কন্টেক্সটঃ
✓ পদ: অফিসার/ সিনিয়র অফিসার/ এক্সিকিউটিভ অফিসার/ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।
✓ প্রার্থীদের অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যেকোন বিষয়ে এমবিএ/ এমবিএম/ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
✓ বাণিজ্য বিভাগে ডিগ্রী ধারীরা অগ্রাধিকার পাবেন।
✓ একাডেমিক রেকর্ডে ৩য় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
✓ ট্রেড অপারেশন্স সংক্রান্ত যেকোন প্রত্যয়িত কোর্স অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে।
✓ কমপক্ষে ৩-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয়তাঃ
✓ বয়স সর্বোচ্চ ৪০ বছর।
✓ যে কোন স্বনামধন্য ব্যাংকের ট্রেড অপারেশন্স এর ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
✓ UCPDC, ISBP, URR, URC এবং INCOTERMS ইত্যাদি অনুযায়ী দেশের বিধি ও প্রবিধানের পাশাপাশি ক্রস বর্ডার লেনদেন মেনে চলা।
✓ বিদেশী বাণিজ্য (আমদানি/রপ্তানি) ব্যবসায়িক ক্রিয়াকলাপ, স্থানীয় বাণিজ্য এবং আন্তর্জাতিক প্রবিধানের সাথে ডকুমেন্টেশনে ব্যাপক জ্ঞান থাকা।
বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
✓ এছাড়া যোগ্যতার ভিত্তিতে উভয় পদেই নির্বাচিত যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় প্যাকেজ সরবরাহ করা হবে।
আবেদনের পদ্ধতিঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
✓ অনলাইনে আবেদন করতে হবে।
✓ সার্কুলারটি দেখতে ও অনলাইনে আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ জুলাই, ২০২২।
সোর্সঃ বিডি জবস
About NCC Bank:
NCC Bank has set up a new standard in financing in the Industrial, Trade and Foreign exchange business. Its various deposit & credit products have also attracted the clients-both corporate and individuals who feel comfort in doing business with the Bank.
National Credit and Commerce Bank Ltd. bears a unique history of its own. The organization started its journey in the financial sector of the country as an investment company back in 1985. The aim of the company was to mobilize resources from within and invest them in such way so as to develop country’s Industrial and Trade Sector and playing a catalyst role in the formation of capital market as well.
Its membership with the browse helped the company to a great extent in these regard. The company operated upto 1992 with 16 branches and thereafter with the permission of the Central Bank converted into a full fledged private commercial Bank in 1993 with paid up capital of Tk. 39.00 crore to serve the nation from a broader platform.
Since its inception NCC Bank Ltd. has acquired commendable reputation by providing sincere personalized service to its customers in a technology based environment. The Bank has set up a new standard in financing in the Industrial, Trade and Foreign exchange business. Its various deposit & credit products have also attracted the clients-both corporate and individuals who feel comfort in doing business with the Bank.