এনসিসি ব্যাংক জব সার্কুলারব্যাংক ক্যারিয়ারব্যাংক জব সার্কুলার

এনসিসি ব্যাংকে ‘ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের একটি অন্যতম ব্যাংক হলো ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনসিসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স (আইসিসি) অফিসার
✓ ব্যাংকের নামঃ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি)।
✓ পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
✓ চাকরির ধরনঃ ফুল টাইম।
✓ কর্মস্থলঃ বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ আবেদনের শেষ তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২০।

জব কন্টেক্সট
✓ পদ: জুনিয়র অফিসার/ সিনিয়র অফিসার/ এক্সিকিউটিভ অফিসার।
✓ প্রার্থীদের অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া হবে।

জবের দায়-দায়িত্ব
✓ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিকল্পনা, নীতি ও কৌশল অনুযায়ী নিয়মিত ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষণ সম্পাদন করা।
✓ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোর রিস্ক, ম্যানেজমেন্টের নির্দেশিকা মেনে ঝুঁকি, আইনী এবং অন্যান্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যাবলী সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা।
✓ ব্যাংকের আইটি নীতিমালা অনুযায়ী আইটি নিরীক্ষা সহ শাখা/ বিভাগগুলোর ঝুঁকি ভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা পরিচালনা করা।
✓ সময়ে সময়ে প্রয়োজন হতে পারে উপযুক্ত কর্তৃপক্ষের এমন অন্যান্য দায়িত্ব পালন করা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
✓ যে কোন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
যে কোন বিভাগে কমপক্ষে এমবিএ/ এমবিএম/ মাস্টার্স ডিগ্রি থাকা এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে সিএ (সিসি)/ সিএ থাকা।
✓ একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় শ্রেণি গ্রহনযোগ্য নয়।
✓ ব্যাংকিং এ কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত প্রয়োজনীয়তা
✓ বয়স সর্বোচ্চ ৪০ বছর।
✓ আবেদনের সময় বয়স সর্বোচ্চ ৪০ বছর।
✓ যে কোন স্বনামধন্য ব্যাংকের ক্রেডিট এডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ২-৭ বছরের ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
✓ সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন/ বিভাগে কর্মরত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
✓ ঋণগ্রহীতাদের ঋণের অনুমোদন, সম্ভাব্য গ্রাহকদের ঋণযোগ্যতার মূল্যায়ন এবং বিদ্যমান ঋণগ্রহীতাদের ঋণ পর্যালোচনা সহ পুরো ঋণ প্রক্রিয়া জানা ও বোঝা।
✓ অনুমোদিত ঋণের কার্যকারিতা নিরীক্ষণের জন্য ক্রেডিট পরিচালনা এবং বর্তমান নিয়ন্ত্রণকারী নিয়ামক সংস্থার আইনগুলোর সাথে আপ টু ডেট থাকা।

বেতন ও সুযোগ-সুবিধা
✓ আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
✓ এছাড়া যোগ্যতার ভিত্তিতে উভয় পদেই নির্বাচিত যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় প্যাকেজ সরবরাহ করা হবে।

আবেদনের পদ্ধতি
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
✓ আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।
✓ অনলাইনে আবেদন করতে হবে।
✓ অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে

সোর্সঃ বিডি জবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button