ন্যাশনাল ব্যাংক মাসিক আর্নিং স্কিম
মাসে মাসে আয়, দিন নির্ভাবনায় যায় এই শ্লোগানকে সামনে রেখে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক, তিন বা পাঁচ বছর মেয়াদে একটি বিশেষ আমানত স্কিম মাসিক আর্নিং স্কিম।
‘মাসিক আর্নিং স্কিম’ প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ
নিম্নে ‘মাসিক আর্নিং স্কিম’ প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো-
✔ আকর্ষণীয় মুনাফায় এক, তিন বা পাঁচ বছর মেয়াদে সুদ পাওয়া যায়।
✔ সুদের হার ৮.৪০% পি.এ।
✔ এক সঙ্গে জমা দিয়ে প্রতি মাসে লাখ প্রতি ৭০০/- টাকা মুনাফা পাওয়ার এক আকর্ষণীয় সুযােগ।
✔ মেয়াদান্তে সয়ংক্রীয়ভাবে হিসাব নবায়নযােগ্য।
✔ সুদের জন্য সংযুক্ত হিসাব ন্যাশনাল ব্যাংকের যেকোন শাখায় করা যায়।
✔ সর্বনিম্ন ১,০০,০০০/- টাকা অথবা এর গুণিতক যে কোন অংকের টাকা জমা রাখা যায়।
✔ সঞ্চয়ের বিপরীতে ৮০% পর্যন্ত ঋণ সুবিধা।
✔ একই ব্যক্তি একাধিক হিসাব খুলতে পারেন।
✔ অভিভাবকের সাথে ১৮ বছরের কম বয়সীরাও হিসাব খুলতে পারে।
✔ ব্যাংক নিজস্ব কোনও চার্জ আরোপ করে না। অ্যাকাউন্ট থেকে কেবলমাত্র সরকারী চার্জ কেটে নেওয়া হবে।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
‘মাসিক আর্নিং স্কিম’ হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্র
নিম্নে “মাসিক আর্নিং স্কিম” হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্র সমূহের তালিকা সমূহ তুলে ধরা হলো-
✔ একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) এর ০২ কপি সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি।
✔ নমিনির সাম্প্রতিক সময়ে তোলা রঙ্গিন ০১ কপি ছবি একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) কর্তৃক সত্যায়িত।
✔ একাউন্ট হোল্ডার (হিসাব পরিচালনাকারী গ্রাহক) এর ছবি ও স্বাক্ষর সম্বলিত পরিচয় পত্র (জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) এর ফটোকপি (মুল পরিচয় পত্র দেখাতে হবে)।
✔ নমিনীর ছবি ও স্বাক্ষর সম্বলিত পরিচয় পত্র (জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) এর ফটোকপি (মুল পরিচয় পত্র দেখাতে হবে)।
✔ হালনাগাদ ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)। ও
✔ ন্যাশনাল ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকলে তার নম্বর লাগবে।
বিশেষ দ্রষ্টব্যঃ টিন সার্টিফিকেট না দিলে প্রাপ্ত সুদ বা মুনাফার উপর ১৫% হারে আয়কর কাটা যাবে আর জমা দিলে ১০% হারে কাটা যাবে।
১ বছর, ৩ বছর এবং ৫ বছর মেয়াদে মাসিক আর্নিং স্কিম এর জমা ও মুনাফার হার নিম্নরূপ হবে- | |||
এককালীন জমা | মাসিক মুনাফা | ১০% ট্যাক্স বাদে | ১৫% ট্যাক্স বাদে |
১,০০,০০০ | ৭০০ | ৬৩০ | ৫৯৫ |
৫,০০,০০০ | ৩,৫০০ | ৩,১৫০ | ২,৯৭৫ |
১০,০০,০০০ | ৭,০০০ | ৬,৩০০ | ৫,৯৫০ |
১৫,০০,০০০ | ১০,৫০০ | ৯,৪৫০ | ৮,৯২৫ |
২০,০০,০০০ | ১৪,০০০ | ১২,৬০০ | ১১,৯০০ |
৩০,০০,০০০ | ২১,০০০ | ১৮,৯০০ | ১৭,৮৫০ |
৫০,০০,০০০ | ৩৫,০০০ | ৩১,৫০০ | ২৯,৭৫০ |
১০০,০০,০০০ | ৭০,০০০ | ৬৩,০০০ | ৫৯,৫০০ |
❏ বিস্তারিত জানতে
✔ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ১৮, দিলকুশা বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন
✔ ✆টেলিফোনঃ ৮৮-০২-৯৫৬৩০৮১-৫, ৮৮-০২-৯৫৮৭৪৬৪-৫, ৮৮-০২-৯৫৮৭৪৬৭, ৮৮-০২-৯৫৫০৫২৩-৫
✔ ✆মোবাইলঃ ০১৭০১২১৫২৬৪, ০১৭৭৮২৯৭৭২২
✔ ফ্যাক্সঃ ৮৮-০২-৯৫৬৯৪০৪, ৮৮-০২-৯৫৬৩৯৫৩, ৮৮-০২-৯৫৫৪৩১৪, ৮৮-০২-৯৫৬৩২৬৮
✔ সুইফট কোডঃ NBLBBDDH
✔ ইমেইলঃ ho@nblbd.com
✔ ওয়েবসাইটঃ www.nblbd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |