ন্যাশনাল ব্যাংক জবব্যাংক জব সার্কুলার

ন্যাশনাল ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (National Bank Limited) বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ব্যাংকটিতে “জুনিয়র অফিসার (জেনারেল/ ক্যাশ)” পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৭ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ জুনিয়র অফিসার (জেনারেল/ ক্যাশ)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয়  থেকে ৪ বছর মেয়াদি অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
✓ এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে এবং সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ২.২৫ থাকতে হবে।
✓ শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়।
✓ শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স– ৩০ নভেম্বর, ২০২১ তারিখ হিসেবে সর্বোচ্চ ৩০ বছর।
✓ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ১ বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকবেন৷
✓ তিন বছরের জন্য বন্ড স্বাক্ষর করতে হবে৷

বেতন ও ভাতাঃ
✓ প্রবেশন কালীন সময়ে মাসিক বেতন ১৭,৩০০ টাকা এবং প্রবেশন সময়কাল শেষে মাসিক বেতন হবে ২৯,৯০০ টাকা৷
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৭ ডিসেম্বর, ২০২১।

সোর্সঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেড

About National Bank Limited:
National Bank Limited has its prosperous past, glorious present, prospective future and under processing projects and activities. Established as the first private sector bank fully owned by Bangladeshi entrepreneurs, NBL has been flourishing as the largest private sector Bank with the passage of time after facing many stress and strain. The members of the board of directors are creative businessmen and leading industrialists of the country. To keep pace with time and in harmony with national and international economic activities and for rendering all modern services, NBL, as a financial institution, automated all its branches with computer networks in accordance with the competitive commercial demand of time.

Moreover, considering its forth-coming future, the infrastructure of the Bank has been rearranging. The expectation of all class businessmen, entrepreneurs, and the general public is much more to NBL. At present, we have 219 branches and 33 sub branches. In addition, our effective and diversified approach to seize the market opportunities is going on a continuous process to accommodate new customers by developing and expanding rural, SME financing and offshore banking facilities.

The emergence of National Bank Limited in the private sector was an important event in the Banking arena of Bangladesh. When the nation was in the grip of severe recession, the government took the farsighted decision to allow the private sector to revive the economy of the country. Several dynamic entrepreneurs came forward for establishing a bank with a motto to revitalize the economy of the country.

National Bank Limited was born as the first hundred percent Bangladeshi owned Bank in the private sector. From the very inception, it was the firm determination of National Bank Limited playing a vital role in the national economy. We are determined to bring back the long forgotten taste of banking services and flavors. We want to serve each one promptly and with a sense of dedication and dignity.

The then President of the People’s Republic of Bangladesh Justice Ahsanuddin Chowdhury inaugurated the bank formally on March 28, 1983, but the first branch at 48, Dilkusha Commercial Area, Dhaka started commercial operation on March 23, 1983. The 2nd Branch was opened on 11th May 1983 at Khatungonj, Chittagong.

NBL was also the first among domestic banks to introduce international Master Card in Bangladesh. In the meantime, NBL has also introduced the Visa Card and Power Card. The Bank has in its use the latest information technology services of SWIFT and REUTERS. NBL has been continuing its small credit program for disbursement of collateral free agricultural loans among the poor farmers of Barindra area in Rajshahi district for improving their livelihood.

National Bank, has now acquired strength and expertise to support the banking needs of the foreign investors. NBL stepped into a new arena of business and opened its Off Shore Banking Unit at Mohakhali to serve the wage earners and the foreign investors better than before.

The Transparency and accountability of a financial institution are reflected in its Annual Report containing its Balance Sheet and Profit & Loss Account. In recognition of this, NBL was awarded Crest in 1999 and 2000, and Certificate of Appreciation in 2001 by the Institute of Chartered Accountants of Bangladesh.

The bank has a strong team of highly qualified and experienced professionals, together with an efficient Board of Directors who play a vital role in formulating and implementing policies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button