1. bankingnewsbd@gmail.com : ব্যাংকিং নিউজ : ব্যাংকিং নিউজ
  2. mosharafnbl@yahoo.com : মোশারফ হোসেন : মোশারফ হোসেন
  3. msakanda@yahoo.com : ইবনে নুর : ইবনে নুর
  4. shafiqueshams@gmail.com : Shamsuddin Akanda : Shamsuddin Akanda
  5. surjoopathik@ymail.com : শরিফুল ইসলাম : শরিফুল ইসলাম
  6. tasniapopy@gmail.com : তাসনিয়া তাবাসসুম : তাসনিয়া তাবাসসুমমধুমতি ব্যাংকে ‘ইনভেস্টমেন্ট ম্যানেজার (ইও-পিও)’ পদে নিয়োগ

  • প্রকাশিত: বুধবার, ১৪ জুলাই, ২০২১

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক লিমিটেড (Modhumoti Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “ইনভেস্টমেন্ট/ পোর্টফোলিও ম্যানেজার – ট্রেজারি ফ্রন্ট অফিস (ইও-পিও)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৯ জুলাই, ২০২১ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ইনভেস্টমেন্ট/ পোর্টফোলিও ম্যানেজার – ট্রেজারি ফ্রন্ট অফিস (ইও-পিও)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ জব গ্রেড: এক্সিকিউটিভ অফিসার – প্রিন্সিপাল অফিসার।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: হেড অফিস।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যেকোন ইউনিভার্সিটি থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
✓ শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (A Platform for Bankers Community) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিন এবং ফেসবুক গ্রুপ ব্যাংকিং ফর অল এ জয়েন করে আমাদের সাথেই থাকুন।

চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাংকে কমপক্ষে ৪ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ইক্যুইটি ভ্যালুয়েশন মেথড (ডিসিএফ মেথড, রেসিডুয়াল ইনকাম মেথড, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, কম্পারেটিভ ভ্যালুয়েশন ইত্যাদি) সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে।
✓ প্রযুক্তিগত বিশ্লেষণ এর উপর জ্ঞান অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
✓ CFA (Level 1 & 2) সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
✓ সেকেন্ডারি মার্কেটে সিকিওরিটিজ ট্রেডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ MS Word, Excel, Power Point এ দক্ষ হতে হবে।
✓ প্রফেশনাল সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ নিবেদিত এবং ক্যারিয়ার ফোকাস ধারী হতে হবে।
✓ ফ্রেশ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
✓ ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৯ জুলাই, ২০২১।

সোর্সঃ মধুমতি ব্যাংক

আরও দেখুন:
◾ বেছে নিন ব্যাংকিং পেশা
◾ ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
◾ প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
◾ এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে

Leave a Replyলেখাটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন:

এই বিভাগের অন্যান্য লেখা

ইমেইল সাবস্ক্রাইব করুন

আমাদের নতুন নতুন পোষ্ট গুলো ই-মেইল এর মাধ্যমে পেতে রেজিষ্ট্রেশন করুন।
আর্কাইভবিভাগ সমূহ