মেঘনা ব্যাংক পিএলসি

মেঘনা ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট

এবার নিজের স্বপ্ন দেখার পালা। নিজের স্বারগুলাে পূরণ করতে এখন আর মাইনে পাবার দিনের আশায় থাকতে হবে না আপনার। মেঘনা ব্যাংক কর্পোরেট বা স্যালারি অ্যাকাউন্ট নিয়ে হয়ে যান একটু বেশি নিশ্চিন্ত, একটু বেশি স্বাধীন, কারণ এতে শুধু Cash management service-ই নয়, পাবেন 360 ডিগ্রি Banking service! অ্যাপ্লাই করুন মেঘনা ব্যাংক কর্পারেট বা স্যালারি অ্যাকাউন্ট-এর জন্য আর শুরু করে দিন স্বপ্ন দেখা নিজের জন্য।

মেঘনা ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট যা মাঝারি ও বৃহত্তর কর্পোরেট প্রতিষ্ঠানের স্যালারি হোল্ডার গ্রাহকদের দৈনন্দিন লেনদেন করতে সহায়তা করে থাকে। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। এই হিসাবের বিপরীতে জমাকৃত অর্থের উপর আমানতকারী সুদ লাভ করে থাকেন। আপনার দৈনন্দিন প্রয়ােজনে আজই মেঘনা ব্যাংক-এ মেঘনা ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট (Salary Account) খুলুন। চলে আসুন আপনার নিকটবর্তী মেঘনা ব্যাংকের শাখায় অথবা মেঘনা ব্যাংক ডিজিটাল পাের্টাল-এ। এই হিসাবের বিপরীতে কার্ড ও চেক ইস্যু করা হয়ে থাকে।

মেঘনা ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট যা স্যালারি হোল্ডার গ্রাহকদের দৈনন্দিন লেনদেন করতে সহায়তা করে থাকে। এই হিসাবের বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ মাঝারি ও বৃহত্তর কর্পোরেট প্রতিষ্ঠানের সর্বনিম্ন ২৫ জন কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের বেতনভুক্ত ব্যক্তিদের সুবিধাযুক্ত হিসাব;
✓ ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোন বাংলাদেশী পুরুষ ও নারী একক বা যৌথ নামে এই হিসাব খুলতে পারবেন;
✓ সর্বনিম্ন প্রাথমিক আমানত;
✓ যে কোন শাখা ব্যাংকিং (নগদ জমা এবং উত্তোলন) সুবিধা।

সুদের হার
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আনুষঙ্গিক সেবা
✓ চেক বই সুবিধা;
✓ মেঘনা ব্যাংক ছাড়াও অন্যান্য এটিএম নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস সুবিধা;
✓ ডেবিট কার্ড সুবিধা;
✓ মোবাইল/ ফোন ব্যাংকিং সুবিধা;
✓ এসএমএস ব্যাংকিং সুবিধা;
✓ বিভিন্ন ব্যাংক সার্টিফিকেট সুবিধা (ফ্রি);
✓ স্থায়ী নির্দেশাবলী এবং অর্থ স্থানান্তর সুবিধা;
✓ কোন অর্ধ-বার্ষিক লেজার ফি নেই;
✓ বিভিন্ন খুচরা ঋণ পণ্যে হ্রাসকৃত সুদের হার;
✓ কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে ক্যাশ উত্তোলনের সতর্কতা বার্তা (Alert message)।

হিসাব খোলার নিয়মাবলী
নিম্নে এই হিসাব খোলার নিয়মাবলী তুলে ধরা হলো-
১. হিসাব খোলার আবেদন পত্র যা আবেদনকারী/আবেদনকারীগণকে পূরণ ও স্বাক্ষর করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
২. টিপি (TP) ও কেওয়াইসি (KYC) ফরম পূরণ করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
৩. পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত আবেদনকারী/আবেদনকারীগণের সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
৫. ব্যাংকের যে কোন চলতি/সঞ্চয়ী হিসাবধারী কর্তৃক পরিচিতি প্রদান [পরিচয়দানকারীর হিসাবটি নিয়মিত হবে এবং কমপক্ষে ৬ মাস ধরে হিসাব পরিচালনা করতে হবে]।
৬. নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৭. হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
৮. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।
৯. হালনাগাদ টিআইএন (TIN) সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।

মাসিক ই-স্টেটমেন্ট
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।

সহজ অ্যাক্সেস
ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।

ফি এবং চার্জ
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: [email protected]
ওয়েবসাইটঃ www.meghnabank.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button