ইসলামী ব্যাংকের যে কোন শাখায় mCash হিসাব খোলা হয়
ইসলামী ব্যাংকের mCash এর মাধ্যমে বহুমাত্রিক সেবা গ্রহণ করা যায়। নিম্নে ইসলামী ব্যাংকের এমক্যাশ হিসাবের সুবিধা ও হিসাব খুলতে কি কি কাগজাদি প্রয়োজন হয় তা তুলে ধরা হলো-
ইসলামী ব্যাংক mCash হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজাদি
নিম্নে mCash হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজাদির তালিকা উল্লেখ করা হলো-
✔ কেওয়াইসি ফরম পূরণ;
✔ এক কপি পাসপোর্ট সাইজের ছবি; ও
✔ জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম সনদ (এক্ষেত্রে ছবিযুক্ত আইডি সংগ্রহ করতে হবে) এর ফটোকপি।
ইসলামী ব্যাংক mCash হিসাবের সুবিধা
নিম্নে ইসলামী ব্যাংক mCash হিসাবের সুবিধাসমুহ তুলে ধরা হলো-
✔ এমক্যাশ একাউন্টে জমার উপর ইসলামী শরিয়াহ মোতাবেক মুনাফা প্রদান;
✔ ক্যাশ ইন;
✔ ক্যাশ আউট;
✔ মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো বা গ্রহণ (ফান্ড ট্রান্সফার);
✔ মোবাইল ফোন থেকে মুদারাবা স্পেশাল সেভিংস একাউন্ট এর কিস্তি জমা প্রদান;
✔ বিদেশ থেকে আসা রেমিটেন্স সরাসরি এমক্যাশ হিসাবে গ্রহণ;
✔ এটিএম বুথ থেকে টাকা উত্তোলন;
✔ মোবাইল রিচার্জ (দিন রাত ২৪ ঘন্টা যেকোন অপারেটরে);
✔ আইবিবিএল অ্যাকাউন্ট থেকে এমক্যাশ একাউন্টে সরাসরি ব্যালেন্স ট্রান্সফার;
✔ স্কুল/কলেজের ফিস প্রদান;
✔ বিভিন্ন কেনাকাটায় সুবিধা; ও
✔ মোবাইল ফোনের মাধ্যমে বেতন প্রদান ও গ্রহণ।
আজই আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে একটি এমক্যাশ একাউন্ট খুলুন, আর আপনার মোবাইলের মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টাই লেনদেন করুন যখন যেভাবে প্রয়োজন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন
❏ জিপিও বক্স নম্বরঃ ২৩৩
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ মোবাইলঃ ৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল