বাংলাদেশ ব্যাংক সার্কুলার

আইএসএস-এ তথ্য দাখিল সংক্রান্ত মাস্টার সার্কুলার

ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (আইএসএস)-এ তথ্য দাখিল সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর, ২০২২) বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (আইএসএমডি সার্কুলার লেটার নং-৩) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে জারীকৃত আইএসএমডি সার্কুলার নং-১ এর অনুচ্ছেদ নং-৫.২ এর প্রতি ব্যাংকগুলোকে দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

উক্ত অনুচ্ছেদ-এ বর্ণিত নির্দেশনা অনুসারে এ সার্কুলারের সাথে সংযুক্ত “Guidelines for In-house Training on ISS Reporting” মোতাবেক তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহের কর্মকর্তাদের জন্য ইনহাউজ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং প্রতি বছরের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যের হার্ডকপি (সংযোজনী-৩ মোতাবেক) ও সফ্টকপি ইমেইলের মাধ্যমে ([email protected]) পরবর্তী বছরের ২০ জানুয়ারী তারিখের মধ্যে এ বিভাগে দাখিল করতে হবে।

আরও দেখুন:
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এছাড়া উক্ত সার্কুলারে বলা হয়েছে, প্রতি বছরের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যের হার্ডকপি ও সফ্টকপি এ বিভাগে দাখিলের আবশ্যকতা নেই। তবে, এ সার্কুলারের সাথে সংযুক্ত “Guidelines for In-house Training on ISS Reporting” মোতাবেক তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহের কর্মকর্তাদের জন্য ইন-হাউজ প্রশিক্ষণ কার্যক্রম ব্যাংকগুলোর স্বীয় ব্যবস্থাপনায় অব্যাহত রাখতে হবে।

সূত্রঃ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক
✓ আইএসএমডি সার্কুলার লেটার নং-৩, তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২২
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button