গল্প ও কবিতাব্যাংকার

লেট সিটিং অফিসে (ব্যাংকারদের জন্য)

লেট সিটিং অফিসে
বসবাবু কর্তা
লেট সিটিং করে তিনি
করেন আলু ভর্তা |

দশটা টু ছয়টা নয়
হয় রাত নয়টা
কর্মীরা দেখে যায়
বসবাবুর জয়টা |

কেউ যদি যেতে চায়
ঠিক রাত আটটায়
প্যাঁচ খুলে যায় যেন
বসবাবুর নাটটায় |

এখনই যাবে হায়
কাজ কে করবে !
কতকাজ পেন্ডিং
কবে সেসব ধরবে?

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

কর্মীদের পেটে ক্ষুধা
গায়ে নেই শক্তি
বসবাবুর কথা শুনে
তবু করে ভক্তি |

গল্পে মজে কেউ
কেউ দেয় আড্ডা
মনের ঘুড়ি লাটাই উড়ায়
রমনা টু বাড্ডা |

কেউ দেখে ইউটিউব
ফেসবুক টুইটার
মাউস নাড়ায় কেউ কেউ
সময়টা কাটাবার |

কাজের গতি সবার
হয়ে আসে মন্হর
দ্রুত করে লাভ কি?
প্রশ্ন অবান্তর!

ধুর ধুর ঘুর ঘুর
মনে বড় কষ্ট
অযথা অবহেলায়
হয় সময় নষ্ট |

কাজের কাজ হয় না
গায়ে সবার ক্লান্তি
দুর হয় না তবু হায়
বসবাবুর ভ্রান্তি |

বসবাবু বের হোন
ঠিক রাত নয়টায়
কর্মীরা মঙ্গল খোঁজে
বসবাবুর জয়টায় |

পিছে পিছে বের হয়ে
ছাড়ে সবে নিঃশ্বাস
ছেলেমেয়ে ঘুমিয়েছে
সকলের বিশ্বাস |

সামাজিক প্রানী সে
ততক্ষণে বোঝে সে
বাজারে গিয়ে তাই
পঁচা বাসি খোঁজে সে |

বস যদি কখনো
থাকে ও ভাই ছুটিতে
কাজের গতি আসে
প্রতিটি জুঁটিতে |

দলে বলে সকলে
হয়ে এক আত্মা
ছয়টার আগেই কাজ
হয় লাপাত্তা |

কাজে কামে সকলেই
পায় মনে ছন্দ
ছয়টার সাথে সাথে
হয় অফিস বন্ধ |

সকলের হাতে যেন
আসে এক যাদু
লেট সিটিং ঠিক নয়
জানেন বস দাদু |

জেনে শুনেও বসবাবুদের
লেট সিটিং অভ্যাস
আজব যে দুনিয়াটা
আজব যে এই দ্যাশ |

লেখকঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button