কর্মসংস্থান ব্যাংক

কর্মসংস্থান ব্যাংক

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহী করার লক্ষ্যে। সরকারি/ বেসরকারি অন্যান্য বিশেষায়িত উদ্যোগের পাশাপাশি সরকার দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৯৯৮ সনের ৭ নং আইন বলে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠার পর হতে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে নিজেদেরকে নিয়োজিত রাখার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এক নজরে

নামKarmasangsthan Bank
কর্মসংস্থান ব্যাংক
লোগোকর্মসংস্থান ব্যাংক
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১৯৯৮
ধরনরাষ্ট্রায়ত্ত ব্যাংক
ক্যাটাগরিবিশেষায়িত ব্যাংক
উৎপত্তিদেশী ব্যাংক
ঠিকানাকর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা১০০০
টেলিফোন+৮৮-০২-৪৭১১১১৪১
ফ্যাক্স
+৮৮-০২-৯৫৫৭৫৯৪
ইমেইল[email protected]
ওয়েবসাইটwww.kb.gov.bd

দেশের নানাবিধ অর্থনৈতিক সমস্যার মধ্যে বেকার সমস্যা অন্যতম প্রধান। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি লোক বেকার। এ বিপুল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। তা সত্ত্বেও দেশের প্রতিটি পরিবারে একজন সদস্যের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক এ দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নে নিজেদেরকে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করতে বিগত অর্থ-বছরে দেশব্যাপী ৩৩টি আঞ্চলিক কার্যালয় ও ২৫১টি শাখার মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮০০ কোটি টাকা এবং প্রকৃত পরিশোধিত মূলধন ৪৯৯.৫০ কোটি টাকা। ৩০.০৬.২০২০ তারিখ পর্যন্ত পুঞ্জীভূতভাবে মোট ৬৮৭৮.৪৭ কোটি টাকা ঋণ বিতরণ এবং পুঞ্জিভুত ঋণ আদায় করা হয়েছে ৬০৬৭.৫৮ কোটি টাকা। এ ঋণ সহায়তার মাধ্যমে প্রত্যক্ষভাবে ২৩৫৬২৯৭ জন ঋণ গ্রহীতাসহ পরোক্ষভাবে ৮৫০৬২৩২ জনের কর্মসংস্থান হয়েছে। এছাড়া ব্যাংক আদায়যোগ্য ঋণ আদায়ের পাশাপাশি শ্রেণীকৃত ঋণের হারও সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে যা ৪% এবং এ শ্রেণীকৃত ঋণের বিপরীতে কোন প্রভিশন ঘাটতি নেই। মুনাফা অর্জন ব্যাংকের প্রাথমিক লক্ষ্য না হলেও নিয়ন্ত্রিত ব্যয় এবং নিবিড় তদারকীর মাধ্যমে ঋণ নগদে আদায় অব্যাহত রাখায় প্রতিষ্ঠার পর হতে প্রতি বছরই ব্যাংক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। বিগত ২০১৯-২০২০ অর্থ-বছরে ব্যাংক ১৮.৫৯ কোটি টাকা পরিচালনগত মুনাফা অর্জন করেছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ব্যাংক সরকারি কোষাগারে আয়কর বাবদ ৩০.০৬.২০২০ তারিখ পর্যন্ত সর্বমোট ১২.৭৫ কোটি টাকা পরিশোধ করেছে। ব্যাংকের আর্থিক অবস্থান সুদৃঢ় ও দায় পরিশোধের লক্ষ্যে প্রতি বছরই রিজার্ভ সংরক্ষণ করেছে। এ রিজার্ভের পরিমাণ ৫৯.২০ কোটি টাকা চলতি অর্থ-বছরের ৩০.০৬.২০২০ পর্যন্ত ব্যাংক ১০৭৮.২০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ৩০.০৬.২০২০ তারিখে ব্যাংকের জনবল ১৩৮৩ জন। প্রতিটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি তার দক্ষ জনবল। জনবলের দক্ষতা আনয়নে কর্মসংস্থান ব্যাংকে রয়েছে ১টি ট্রেনিং ইনস্টিটিউট। ট্রেনিং ইনস্টিটিউটে ২০১৯-২০২০ অর্থ-বছরে ব্যাংকের কর্মকর্তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কর্মী বাহিনীর সততা, একাগ্রতা ও নিষ্ঠাই অত্র প্রতিষ্ঠানের সাফল্য বয়ে এনেছে। প্রাথমিক পর্যায়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ কিছু আর্থিক সুবিধা হতে বঞ্চিত হলেও বর্তমানে অন্যান্য সরকারি ব্যাংকের ন্যায় প্রায় সকল সুযোগ সুবিধা পাচ্ছে। যার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল, উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ব্যাংকের নীতিমালা প্রণয়নের জন্য রয়েছে অভিজ্ঞ পরিচালনা বোর্ড এবং বোর্ডের সদস্যবৃন্দ মূলত: উচ্চ পদস্থ সরকারি অভিজ্ঞ কর্মকর্তা যাদের সহযোগিতায় ব্যাংকের নীতিমালা প্রণীত হয়ে থাকে এবং ব্যাংক পরিচলিনায় যথেষ্ট সহায়তা পাওয়া যায়। বোর্ড ব্যাংকের নীতি নির্ধারণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যথাযথ পরামর্শ প্রদান করে আসছে যা এ সাফল্যের মূল নিয়ামক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

সার্ভিস

কর্মসংস্থান ব্যাংক জামানত গ্রহণ করে অথবা জামানত ব্যতিরেকে সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম বিশেষ করে বেকার যুবদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় অর্থায়ণ করে। এছাড়াও সরকারের বিশেষ কর্মসূচীর আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে “ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্প“, “শিল্প কল-কারখানায় স্বেচ্ছা-অবসর/ কর্মচ্যুত শ্রমিক/ কর্মচারীদের পূনঃপ্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচী“ এবং অর্থ-মন্ত্রণালয়ের অধীনে “কৃষি ভিত্তিক শিল্পে ঋণ সহায়তা কর্মসূচী”-তে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

১। শাখা, আঞ্চলিক কার্যালয় ও প্রধান কার্যালয়ের মাধ্যমে নিম্নোক্ত সেবা প্রদান করছে।
ক) নিজস্ব কর্মসূচীঃ দেশের বেকার বিশেষ করে বেকার যুবদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচী।
খ) সরকারের বিশেষ কর্মসূচীঃ
১. কৃষি ভিত্তিক শিল্পে ঋণ প্রদান কর্মসূচী;
২. শিল্প কারখানা/ প্রতিষ্ঠানের স্বেচ্ছা-অবসর/ কর্মচ্যুত শ্রমিক/ কর্মচারীদের কর্মসংস্থানে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচী;
৩. বাঝুঁকানিশি-বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন কল্পে ঋণ প্রদান কর্মসূচী।
গ) কনজুমারস ক্রেডিট ও বিভিন্ন কর্মচারী ঋণঃ ব্যাংকে কর্মরত সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভোগ্যপন্য সামগ্রী ক্রয়ে/ মটর সাইকেল ক্রয়ে/ গৃহ নির্মাণে ঋণ প্রদান কর্মসূচী।

২। ঋণ পাওয়ার যোগ্যতাঃ
ক) উদ্যোক্তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
খ) শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে;
গ) বেকার/ অর্ধবেকার হতে হবে;
ঘ) বয়স সাধারণতঃ ১৮ হতে ৪৫ বছর হতে হবে। তবে পুরাতন ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;
ঙ) উদ্যোক্তাকে ইকুইটি বহনের ক্ষমতা থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে);
চ) প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ/ অভিজ্ঞতা থাকতে হবে;
ছ) ঋণ ব্যবহারের যোগ্যতাসহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে;
জ) অন্য কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও অথবা বেসরকারী প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপী হলে ঋণ পাওয়ার যোগ্য হবেন না;
ঝ) ঋণ নীতিমালার অন্যান্য নিয়মাবলী অনুসরণে সক্ষম হতে হবে।

৩। ঋণের আবেদন জমাদান ও নিষ্পত্তিকরণঃ
ক) ব্যাংকের নির্ধারিত ফরমে (১০০.০০ টাকা মূল্য) ঋণের আবেদন করতে হবে, কোন প্রসেসিং ফি নাই;
খ) ঋণের আবেদন গ্রহণের সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে এর নিষ্পত্তি করা হবে।

৪। ঋণের খাতঃ
মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, বিভিন্ন শিল্প-কারখানা, ক্ষুদ্র ও কুটির শিল্প, সেবা খাত, বাণিজ্যিক খাত ও অন্যান্য উৎপাদনশীল প্রকল্প।

৫। সুদের হারঃ
ক) উৎপাদনশীল ও সেবামূলক খাতের ঋণের ক্ষেত্রে সুদের হার বার্ষিক শতকরা ১১ টাকা (Flat Rate), ঋণটি মেয়াদোত্তীর্ণ হলে ১% যোগ করে সুদারোপযোগ্য;
খ) বাণিজ্যিক খাতের ঋণের ক্ষেত্রে বার্ষিক শতকরা ১৩ টাকা (Flat Rate), ঋণটি মেয়াদোত্তীর্ণ হলে ১% যোগ করে সুদারোপযোগ্য;
গ) কৃষি ভিত্তিক শিল্পখাতে বার্ষিক ৮%-৯%;
ঘ) ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ কর্মসূচী-১৩%।
*ব্যাংকের সুদের হার পরিবর্তন যোগ্য।

৬। ঋণের মেয়াদ ও পরিশোধসূচীঃ
ক) সাধারণত: ২ বছর। তবে প্রকল্পের প্রকৃতি, আকার, সম্ভাব্য মুনাফা ও ঋণ – পরিশোধের ক্ষমতা বিবেচনা করে ঋণের মেয়াদ ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর হতে পারে;
খ) উৎপাদিত পণ্য/ সেবার বিপণন/ বাজারজাতকরণের উপর ভিত্তি করে মাসিক/ ত্রৈমাসিক/ ষান্মাসিক/ এককালীন কিস্তির পরিশোধসূচী দেয়া হয়।

৭। মাসিক সঞ্চয় (বাধ্যতামূলক):

ঋণের পরিমাণমাসিক সঞ্চয়সঞ্চয়ের টাকা উত্তোলন
৫০০০০.০০ টাকা পর্যন্ত১০০.০০ টাকাঋণের হিসাব বন্ধ হলে এবং পুন: ঋণ না নিলে সঞ্চয়ের টাকা উত্তোলন করা যাবে।
৫০০০০১/-টাকা হতে ১০০০০০/-টাকা পর্যন্ত১৫০.০০ টাকা
১০০০০১/- টাকা হতে ৩০০০০০/-টাকা উপরে২০০.০০ টাকা
৩০০০০১/-টাকা হতে ৫০০০০০/-টাকা পর্যন্ত৩০০.০০ টাকা
৫০০০০০/-টাকার উর্দ্ধে৫০০.০০ টাকা

৮। বলবৎ ষ্ট্যাম্প এ্যাক্ট অনুযায়ী চার্জ ডকুমেন্টে নিম্নরূপ মূল্যমানের ষ্ট্যাম্প ব্যবহৃত হবে (ষ্ট্যাম্প এ্যাক্ট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনযোগ্য)।
ক) ডিপি নোট/ডবল পার্র্টি ডিপি নোটঃ
১. ২০০০.০০ টাকা মূল্যমানের জন্য ১০.০০ টাকা;
২. ২০০০.০০ টাকার ঊদ্ধে ১০,০০০.০০ টাকা পর্যন্ত মূল্যমানের জন্য ২০.০০ টাকা;
৩. ১০০০০.০০ টাকার ঊর্ধ্ব মূল্য মানের জন্য ৫০.০০ টাকা।
খ) ডিপিনোট ডেলিভারি লেটারঃ স্ট্যাম্প বিহীন;
গ) লেটার অব হাইপোথিকেশনঃ ৩০০.০০ টাকা মূল্যের Adhesive Stamp যুক্ত;
ঘ) মূল দলিল জমা রাখার স্মারক লিপিঃ ৩০০.০০ টাকা মূল্যের Adhesive Stamp যুক্ত;
ঙ) তৃতীয় পক্ষের গ্যারান্টিঃ ৩০০.০০ টাকা মূল্যের Adhesive Stamp ছাপানো ফরমে লাগাতে হবে;
চ) রেজিষ্টার্ড বন্ধকী দলিল ও আম মোক্তারনামাঃ বলবৎ রেজিষ্ট্রেশন আইন অনুসারে প্রযোজ্য।

৯। মৃত্যু ঝুঁকি আচ্ছাদন স্কীমঃ
ক) ব্যাংকের নিজস্ব কর্মসূচীর আওতায় প্রত্যেক ঋণ গ্রহীতাকে মৃত্যু ঝুঁকি আচ্ছাদন স্কীমের সদস্য হতে হবে।
খ) প্রত্যেক সদস্যকে মঞ্জুরীকৃত ঋণের মেয়াদ ০১ (এক) বছরের বেশি তবে ০২ (দুই) বছর পর্যন্ত ০.৫০% হারে এবং মঞ্জুরীকৃত ঋণের মেয়াদ ০২ (দুই) বছরের ঊর্ধ্বে হলে ০.৬০% হরে চাঁদা (অফেরতযোগ্য) নগদে পরিশোধ করতে হবে।
গ) ঋণের মেয়াদকালে ঋণ গ্রহীতার মৃত্যু হলে এবং হিসাবটি নিয়মিত থাকলে কর্মসংস্থান ব্যাংকের পাওনা এ স্কীম হতে সমন্বয় করা হবে। মুতের উত্তরাধিকারীগণকে কোন দায় বহন করতে হবে না, তবে তার নগদে কোন আর্থিক সুবিধা পাবেন না।

১০। সতর্কতাঃ
ক) ঋণের টাকা নগদে প্রদান করা হয় না। কেবলমাত্র ঋণ গ্রহীতার নামে Order চেক অথবা A/C Payee চেকের মাধ্যমে বিতরণ করা হয়। ঋণের টাকা সার্ভিস ব্যাংক থেকে বুঝে নিতে হবে;
খ) চেকের পিছনে স্বাক্ষর দিয়ে চেক নিজে নগদায়ন করতে হবে। অন্যের কাছে চেক হস্তান্তর করা যাবে না;
গ) রশিদ ছাড়া কোন প্রকার লেনদেন করা যাবে না;
ঘ) ঋণের জন্য সরাসরি ব্যাংকের ব্যবস্থাপক/ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। কোন তৃতীয় পক্ষ বা ব্যক্তির সাহায্য নেয়া যাবে না।

শাখা

দেশব্যাপী কর্মসংস্থান ব্যাংক এর ৩৩টি আঞ্চলিক কার্যালয় ও ২৫১টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। কর্মসংস্থান ব্যাংক এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে।

    • কর্মসংস্থান ব্যাংক শাখা লোকেশন জানতে ক্লিক করুন এখানে
    • অথবা কর্মসংস্থান ব্যাংক শাখা লোকেশন জানতে ক্লিক করুন এখানে
NameAddressMobileEmail
Main Branch1 Rajuk Avenue, Dhaka-100001708-397101[email protected]
Munshigonj BranchSadar Road, Munshigonj Bazar,Bani Market, Floor-03,Munshigonj01708-397102 [email protected]
Dohar BranchSouth Chor Joypara,Joypara One Bank Road,Dohar,Dhaka01708-397103 [email protected]
Keranigonj BranchHouse No. 14, Golam Bazar Road, Keraniganj, Dhaka01708-397104 [email protected]
Sirajdikhan BranchChistia Super Market (1st Floor), Sonali Bank Road, Shirajdikhan Bazar, Munshigonj.01708-397105 [email protected]
nobabgonj BranchMadina Bhabon, Bagmara Bazar, Nobabgonj, Dhaka01708-397106 [email protected]
Lalbag BranchAfjal Villa, 8,Nobabgonj Road( Near Boro Mosgid),Posta ,lalbag ,Dhaka01708-397107 [email protected]
Sreenagor BranchJhumur hall road,Seikh market, Sreenagr, Munshiganj.01708-397108 [email protected]
Uttara BranchPlot-02,Shajalal Avenue, Sector-04, Nowab Habibullah School & College, Azampur,Uttara, Dhaka01708-397109 [email protected]
Badda BranchPlot-815,post office Road,Middle Badda, Dhaka01708-397110 [email protected]
Mirpur BranchRoad No-01,House No-04,Section-07,Mirpur, Dhaka-121601708-397111 [email protected]
Mohamadpur Branch11/1 Kaderabad Housing Main Road, Block-D, Mohammadpur, Dhaka.01708-397112 [email protected]
Dhamrai BranchHouse No : A- 19/1, Bazar Road, Gopnagar, Dhamrai, Dhaka01708-397113 [email protected]
Savar BranchHolding no- 25/6, Majidpur Road, Majidpur, Savar, Dhaka01708-397114 [email protected]
Manikganj Branch208-209, Shahid Rafique Sharaq (Kali Bari More), Manikgonj01708-397115 [email protected]
Singair BranchHolding no- 432/1, College Road, Shingair, Manikgonj.01708-397116 [email protected]
Narayangonj BranchKarmasangsthan Bank, Narayangonj Branch, 152, B.B Road, Alhaz Benu Tower, (3rd Floor), Narayangonj.01708-397117 [email protected]
Demra BranchAmin tower shoping Comples, 2nd floor, Sarulia bazaar, Demra, Dhaka.01708-397120 [email protected]
Sonargaon BranchHazi Shahidullah Market, Uddobgonj, Sonargaon, Narayangonj01708-397119 [email protected]
Rupgonj BranchIsmail Bhaban (2nd Floor), Murapara Bazar(Beribadh)Rupgonj,Narayangonj.01708-397118 [email protected]
Narsingdi Branch304, Gazi Plaza, Upazila Moor,Narsingdi01708-397121 [email protected]
Monohordi Branch1st floor, Manik Manson, Monohordi Bazer, Monohordi, Narsingdi.01708-397122 [email protected]
Araihajar BranchMeherun Plaza, 3rd Floor, 673, General Hospital Road, Araihajar, Narayangonj01711-240276 [email protected]
Gazipur BranchAlmoti Plaza (2nd Floor) Gurpotti,Joydeppur Bazar, Gazipur01708-397123 [email protected]
Kaligonj BranchAnower Center,Kaligonj Bus Stand,Kaligonj,Gazipur01708-397124 [email protected]
Kaliakoir BranchSamata Super Market(2nd Floor),Kaliakoir,Gazipur01708-397125 [email protected]
Sreepur BranchBanalota Super Maket(2nd Floor),Station Road,Sreepur,Gazipur.01708-397126 [email protected]
Kapasia BranchAl Amin Babhon (2nd Flore) College Road, Kapasia,Gazipur01708-397127 [email protected]
Faridpur Branch50/A, Thana Road, Shikdar Tower(2nd Floor), Faridpur Sadar, Faridpur01708-397128 [email protected]
Damudda BranchSadar Road, Damudda Bazar, Damudda, Shariatpur01798-397134 [email protected]
Rajbari BranchKhalifa Potti, Rajbari Bazar,Rajbari Sadar, Rajbari01708-397131 [email protected]
Shariatpur BranchMajhi Aminuddin Complex(1st Floor), Shariatpur sadar, Shariatpur01708-397133 [email protected]
Pangsha BranchHaji Super Market (2nd Floor), Pangsha, Rajbari01708-397132 [email protected]
Alfadanga BranchCollege Road, Alfadanga, Faridpur01708-397129 [email protected]
Saltha BranchSaltha Bazar, Saltha, Faridpur01708-397130 [email protected]
Zajira BranchSiraj Super Market(1st Floor), Dubisaibor (kazir Hat), Zajira, shariatpur01792-496235 [email protected]
Bhanga BranchBhanga Bazar,Tinpotti(2nd Floor), Bhanga, Faridpur01708-397349 [email protected]
Tungipara BranchUpzila Road, Tungipara, Gopalgonj01708-397140 [email protected]
Gopalganj Branch241, Aminbeg Compiex, 3rd Flor, Udayan Road, Bottala, Gopalganj01708-397139 [email protected]
Madaripur BranchPuran bazar,Main Road,Madaripur Sadar,Madaripur.01708-397135 [email protected]
Shibchar BranchMolla Market, Sadar Road, Shibchar, Madaripur.01708-397136 [email protected]
Kotalipara BranchCollege Road, Motir Mor, Kotalipara, Gopalganj.01708-397141 [email protected]
Kashiani BranchKG School Mor (3rd flor), Kashiani, Gopalganj.01708-397142 [email protected]
Muksudpur BranchHaspatal Road, Tengrakhola, Muksudpur, Gopalganj.01708-397143 [email protected]
Rajoir BranchTekerhat Bondor, Rajoir, Madaripur.01708-397137 [email protected]
Kalkini BranchKalkini Puran Bazar (2nd Flor), Kalkini, Madaripur.01708-397138 [email protected]
Mymensingh BranchHasnain Plaza(1st Floor) 7, Modon Babu Road, Mymensing.01708-397144 [email protected]
Bhaluka BranchShahid Nazim Uddin Road, Bhaluka, Mymensingh01708-397145 [email protected]
Fulbaria BranchDegree College Road, Fulbaria, Mymensingh01708-397146 [email protected]
Gafargaon BranchMotaleb Plaza, College road, Gafargaon,Mymensingh01708-397147 [email protected]
Muktagcha BranchBorahissha Bazar, West Side of Powrasuper Market, Muktagacha,Mymensingh01708-397148 [email protected]
Fulpur BranchHolding No-110,Latif Plazza,Bus Stand,Phulpur,Mymensingh01708-397151 [email protected]
Ishwargonj BranchDattapara,Ishwargonj, Mymensingh.01708-397152 [email protected]
Netrokona BranchMia Hossain plaza,boro bazar,netrokona01708-397149 [email protected]
Barhatta branchGopalpur Bazar,Adjust to Sonali Bank ltd,Barhatta,Netrokona01708-397150 [email protected]
Gouripur.BranchBariwala,para Road, gouripur, mymensingh01708-397153 [email protected]
Mohongonj BranchDegree College Road, Tangapara,Mohongonj,Netrokona01708-397154 [email protected]
purbadhala Branchreba Villa.Thana Road,purbadhala,Netrokona01708-397155 [email protected]
Kishoreganj Branch1533,Rathkhula,Ishakha Road,Kishoreganj01708-397156 [email protected]
Bhairab BranchUpazillaRoad, Bhairab,kishoregonj01708-397157 [email protected]
Hossenpur BranchKofil Vaban, college road, Hossainpur, Kishoreganj.01708-397158 hossainpur@ kb.gov.bd
Kuliarchar BranchUpazzala Rood, Kuliarchar, Kishoregonj01708-397159 [email protected]
Pakundia BranchCollege Road, Pakundia, Kishoregonj01708-397160 [email protected]
Katiadi BranchMahila College Road, Katiadi, Kishoreganj01708-397161 [email protected]
Bajitpur BranchEast Bashantapur, T &T Road,Bajitpur, Kishoregonj01708-397162 [email protected]
Jamalpur Branch, Jamalpur.Jibon Mansion (4th Floor), Station Road, Jamalpur.01708-397163 [email protected]
Sherpur Branch, SherpurVasa Soinik, Sofiuddin Vobon, Holding No-187, Khorompur Mor, Sherpur Sador, Sherpur.01708-397169 [email protected]
Sharishabari Branch, Jamalpur.Shimla Bazar (Amtola), Sarishabari, Jamalpur01708-397164 [email protected]
Melandah Branch, JamalpurJoti super Merket High School Road,Melandah Bazar,Jamalpur01708-397165 [email protected]
Nakla Branch, Sherpur.Hasan Market, Nakla Bus Stand, Nakla, Sherpur01708-397170 [email protected]
Madergonj Branch, JamalpurBalijudi Bazar, Mullika Plaza ,Madergonj01708-397166 [email protected]
Dewangonj Branch, JamalpurHazi Market (2nd floor), Madrasha Road, Dewangonj Bazar, Jamalpur01708-397167 [email protected]
Islampur Branch, JamalpurGazi Market, Islampur, Jamalpur.01708-397168 [email protected]
Tangail Branch, TangailShaikot Vila, 2nd Floor, Zila Sadar Road, Bottala, Tangail.01708-397171 [email protected]
Ghatail Branch, Tangail.Janata Shoping Complex, Bazar Road, Ghatail, Tangail.01708-397172 [email protected]
Kalihati Branch, Tangail.Shatutia Upazila Gate, Kalihati, Tangail.01708-397173 [email protected]
Shakhipur Branch, Tangail.Main Road, Shakhipur, Tangail.01708-937174 [email protected]
Madhupur Branch, Tangail.Sabuj-Shadhin Complex, 1st Floor,Sathi Cinema Hall Road, Madhupur, Tangail.01708-391775 [email protected]
Mirzapur Branch, TangailChayna Tower, Dhaka-Tangail Highway Road, Mirzapur, Tangail01708-397347 [email protected]
Chattogram Branch, ChattogramHaji Soru Mia Market(1st Floor), 88/89, Sadarghat Road, Chattogram.01708-397176 [email protected]
Rangamati Branch, RangamatiBazar Fund Bhaban, Graund Floor, New Court Road Area, Rangamati.01708-397179 [email protected]
Khagrachari Branch, KhagrachariPress Club Bhaban (2nd Floor), adalat Road, Khagrachari.01708-397181 [email protected]
Shitakunda Branch,ChattogramSomobay bhavan, Bazar Road, Shitakunda, Chattogram.01708-397177 [email protected]
Kaptai Branch, RangamatiKamrul Complex (2nd Floor). Chattogram Kaptai Road. Baraichari, Kaptai, Rangamati.01708-397180 [email protected]
Rangunia Branch, ChattogramRubel Super Market (2nd Floor), Roajarhat, Rangunia, Chattogram01708-397178 [email protected]
Mirsharai Branch, ChattogramSolim Market (2nd Floor), College Road,Mirsharai, Chattogram01708-397345 [email protected]
Fatikchari Branch, ChattogramNazrul Shopping complex(2nd Floor), College Road, Bibirhat, Fatikchari, Chattogram.01792-496623 [email protected]
Cox’s bazar branch, Cox’s bazarAK Plaza, 3rd floor, Khurushkul road, Cox’sbazar.01708-397182 [email protected]
Chakaria Branch, Cox’sbazarHossain Market (2nd floor), Chakaria, Cox’sbazar01708-397184 [email protected]
Bandarban Branch, Bandarban.Islamia Shoping complex, 2nd Floor, Sadar, Bandarban.01708-397183 [email protected]
Patiya Branch, ChattogramPatiya Tower (2ndFloor), Club Road, Patiya, Chattogram.01708-397185 [email protected]
Anowara Branch, Chattogram.Goni Shoping Centre(1st Floor), Joykali Bazar, Anowara, Chattogram.01708-397186 [email protected]
Cumilla Branch, Cumillakhan tower ( 1st floor), goalputti,cumilla01708-397187 [email protected]
Chandina Branch, cumillaKarmasangsthan Bank, Chandina Branch, Comilla. 290, Saleha mansion (3rd Floor), Chandina West Bazar, Chandina, Comilla.01708-397188 [email protected]
Nangalkot Branch, ComillaHazi Ali Akbar Plaza (2nd floor), Nangalkot Bazar, Nangalkot, Comilla01708-397189 [email protected]
Chowddagram Branch,CumillaAmena Manjil, House Bilding Road,Chowddagram,Cumilla01708-397190 [email protected]
Laksam BranchLokman Complex (1st Floor). Chuddagram road, Laksam, Comilla01708-397191 [email protected]
Brahmanpara Branch, CumillaHazi Kashem Monjil, Brahmanpara, comilla01708-397192 [email protected]
Daudkandi Branch, CumillaBaitul Super Market (2nd Floor), Gouripur Bazar, Daudkandi, Cumilla01708-397334 [email protected]
Brahmanbaria Branch115 North Mouraile,Gokorno road,Kazipara, Brahmanbaria.01708-397193 [email protected]
Nabinagar BranchShodar road,Nabinagar,Brahmanbaria01708-397194 [email protected]
Muradnagar BranchMuhon Market, 3rd Floor,Thana road,Muradnagar,Comilla.01708-397195 [email protected]
Debidwar BranchFarid Mulla Compleze,2nd Floor,Chandina road,Debidwar,Comilla.01708-397196 [email protected]
Kashba BranchStation road,Poraton Bazar,Kashba,Branmanbaria.01708-397197 [email protected]
Chandpur Branch, ChandpurZinnath Mohal. 336, Alimpara (Near D.N School), Chandpur.01708-397198 [email protected]
Matlab Branch, ChandpurBismillah Market, Matlab Bazar, Chandpur.01708-397199 [email protected]
Shahrasty Branch, ChandpurShahrasty Shopping Complex, Kalibari Road, Shahrasty, Chandpur.01708-397200 [email protected]
Kachua Branch, ChandpurFaire Service Road, Palaspur, Kachua, Chandpur.01708-397201 [email protected]
Hajigonj Branch, ChandpurSakil Sakib Manjil. Aligonj, Hajigonj, Chandpur.01708-397202 [email protected]
Faridganj Branch, ChandpurCity Shopping Center (1st Floor), Faridganj Bazar, Faridganj, Chandpur01708-397348 [email protected]
Noakhali BranchAkashi Villa (1st Floor) Joykrishnopur, Maijdee court , Noakhali01708-397203 [email protected]
Feni BranchShikkok Samity Bhabon (3rd Floor), Banshapara Quarter Road, Feni01708-397206 [email protected]
Fulgazi BranchKazi Arafa Manzil(1st Floor), Fulgazi Bazar, Upzilla-Fulgazi, Zilla-Feni.01708-397207 [email protected]
Chowmuhani BranchModina Vhaban, Public Hall Gate. Chowmuhani, begumgong, Noakhali01708-397204 [email protected]
Bashurhat BranchRowsonara Market.First Floor, Kobirhat Road. Po.Bashurhat. Upazila-Companigonj. Dist-Noakhali01708-397205 [email protected]
Parshuram BranchKamal Chairman`s House,Ground Floor,Adjacent to the Parshuram Upazilla Parishad, Parshuram,Feni.01708-397208 [email protected]
Chhagalniya BranchAmir Plaza, Main Road (Picup Station, Feni.01708-397209 chhagalnaiya @kb.gov.bd
Lakshmipur Branch, Lakshmipur.Rasheda Manson, (1st Floor), In front of Alia Madrasha, Lakshmipur.01708-397210 [email protected]
Chatkhil Branch, Noakhali.Nur Plaza, (2nd Floor), Dokhin Bazar, Chatkhil, Noakhli.01708-397211 [email protected]
Ramgoj Branch, Lakshmipur.Janani Tower (2nd Floor), Ramgonj, Lakshmipur.01708-397212 [email protected]
Raipur Branch, Lakshmipur.Holding No.-3419 (1st Floor), Godaun Road, Raipur, Lakshmipur.01708-397213 [email protected]
Sonaimuri Branch, Noakhali.City Center School Road, Sonaimuri, Noakhali.01708-397214 [email protected]
Sylhet Branch, SylhetMozibur Rahman Complex, Kazitula, Sylhet01708-397215 [email protected]
Sunamgonj BranchDuja Shopping centre,Traffic point ,Sunamganj01708-397223 [email protected]
Companigonj BranchShahjalal Market, companigonj, Sylhet.01708-397216 [email protected]
Chhatak BranchLaunch Ghat, Poshim Bazar, Chhatak, Sunamganj01708-397224 [email protected]
Dakshin Surma BranchHumayun Rashid Square, Sylhet01708-397219 [email protected]
Jointa BranchKhander Manson (1st Floor) ,Jaflong Road, Jaintapur, Sylhet.01716-087936 [email protected]
Goainghat BranchPuraton Bus stand, Gowainghat, Sylhet.01708-397218 [email protected]
Bishownath BranchPuran Bazar, Bishwanath, Sylhet.01708-397220 [email protected]
Balagonj BranchHaji Abrus Ali Complex, Tajpur, Sylhet01708-397221 [email protected]
Golapgonj BranchChoumohony, Golapganj01708-397222 [email protected]
Dakshin Sunamgonj BranchShantigonj Bazar, South Sunamgonj01708-397225 [email protected]
Moulvibazar Branch,Purbo Gobindrosree (1st floor), Sreemongal Road, Moulvibazar. 01708-397227 [email protected]
Kulaura BranchS.A Shoping Market (2nd floor), Dakskhin bazar, kulaura,Moulvibazar01708-397226 [email protected]
Srimongol BranchElahee complex, Hobigonj Road, Sreemongal, Moulvibazar.01708-397228 [email protected]
Hobigonj BranchAl-Rafi Vaban (3rd Floor) 3376, kaleebari Road, Hobigonj.01708-397229 [email protected]
Nabigong BranchNatun Bazar (1st Floor), Nabigonj, Hobigonj.01708-397230 [email protected]
Baniachong BranchTaher Menson (2nd floor), tambolitula, borobazar, baniachong.01708-397231 [email protected]
Rajshahi Branch8/2, Faman Monjil, Kodomtola, Chondipur, Rajshahi-6000.01708-397232 [email protected]
Chapainawabganj BranchKathal Bagicha, Chapainawabgan01708-397238 [email protected]
Puthia Branch, Rajshahi.Karmasangsthan Bank, Puthia Branch, Six Building, Puthia, Rajshahi.01708-397233 [email protected]
Gomastapur BranchPoroshova gate, Rohanpur ,Gomastapur, Chapai Nawabgonj01708-397239 [email protected]
Mohanpur Branch Rajshahi.Hazi Market, Mohanpur Bazer, Mohanpur, Rajshahi.01708-397234 [email protected]
Bagmara BranchBangoBondhu Sriti Zadughar Complex, Chanpara, Bhabanigonj, Bagmara, Rajshahi01708-397235 [email protected]
Paba Branch,RajshahiKarmasangsthan Bank, Paba Branch, Nawhata, Rajshahi01708-397237 [email protected]
Durgapur Branch, Rajshahi.Karmasangsthan Bank, Durgapur Branch, Puratun Pulibulled, Durgapur Rajshahi.01708-397236 [email protected]
Pabna Branch, PbnaNurmohol Market, 1st Floor, Dilalpur , Fajlul Haque Road, Pabna01708-397240 [email protected]
Bera Branch, PabnaIschamoti Cinema Hall, 3rd Floor, Brishalika, Bera, Pabna01708-397241 [email protected]
Faridpur Branch, PabnaFatema Market,2nd Floor,Banawarinagar, Faridpur,Pabna01708-397243 [email protected]
Chatmahor Branch,PabnaS A Super Market, 1st Floor, Natun Bazar ,Kheyaghat, Chatmahor Pabna01708-397242 [email protected]
Santhia Branch,PabnaElahi Market,1st Floor, Kashinathpur,Santhia,Pabna .01708-397244 [email protected]
Natore Branch, Natore.Kanaikhali, Natore.(Behind Shahara Plaza)01708-397245 [email protected]
Baraigram Branch, NatoreHolding No: 1642, Bonpara Bazar, Baraigram, Natore.01708-397246 [email protected]
Singra Branch, NatoreAyesha Vila, Madaripur, Singra,Natore.01708-397247 [email protected]
Gurudaspur Branch,Natore.Chancoir Puran para,farniture Potti,Gurudaspur,Natore.01708-397248 [email protected]
Bogra Branch, Bogra Dr. Yeasin Plaza (3rd, Floor), Nawab Bari Road, Bogra Sadar, Bogra1708397249 [email protected]
Sariakandi Branch, Bogra 6/6 Azad Mansion, Sariakandi Bazer, Sariakandi Bogra.1708397250 [email protected]
Sonatola Branch Upazila South Gate, Upazila Road, Sonatola, Bogra.1708397251 [email protected]
Sirajgonj Branch, sirajgon Mondol Shoping Complex (2nd Floor), SS Road, Sirajgonj1708397252 [email protected]
Ullapara Branch, Sirajgong Chairman Bhaban, Joydev Road (Near Overbridge), Ullapara, Sirajgonj.1708397253 [email protected]
Belkuchi Branch, Sirajgonj M.M. Plaza, 2nd Floor, Chala Busstand, Belkuchi, Sirajgonj.1708397254 [email protected]
Shahjadpur Branch, Sirajganj Dariapur Bazer, BSCIC Road, Shahjadpur, Sirajganj.1708397255 [email protected]
Dupchanchia Branch, Bogra. Mail Bus Stand, Majhi Para, Dhaperhat Road, Dupchanchia, Bogra01708-397335 [email protected]
Sherpur Branch, BograMoon Irafi Graden City, Bikal Bazar Road, puraton Buspotti, Sherpur, Bogra1708397344 [email protected]
Naogaon Branch, NaogaonJR Super Market (1st Floor), Chalkdev, Naogaon.1708397256 [email protected]
Patnitala Branch, NaogaonSapahar Road, Nazipur, Patnitala, Naogaon.1708397259 [email protected]
Atrai Branch, NaogaonLiton Mansion, Biharipur, Atrai, Naogaon.01708397261 [email protected]
Mohadevpur Branch, NaogaonBok Chattor, Samsuddin Super Market (1st Floor), Mohadevpur, Naogaon.1708397262 [email protected]
Joypurhat Branch, JoypurhatC. O. Colony, Sadar Road, Joypurhat.1708397257 [email protected]
Kalai Branch, JoypurhatSamad Talukder Shoping Complex (1st Floor), Sadar Road, Kalai, joypurhat.1708397258 [email protected]
Khetlal Branch, JoypurhatTalukder Super Market (2nd Floor), Khetlal, Joypurhat.1708397260 [email protected]
Rangpur Branch, RangpurHouse- No-53, Road-01, New Senpara, Rangpur01708-397263 [email protected]
Nilphamari Branch, NilphamariKalibari More, Sadar, Nilphamari01708-397267 [email protected]
Mithapukur Branch, RangpurShatibari, Mithapukur, Rangpur01708-397264 [email protected]
Kishorganj Branch, NilphamariKishorganj Sadar, Kishorganj, Nilphamari01708-397268 [email protected]
Pirganj Branch, RangpurFatepur, Laldighi, Pirganj, Rangpur01708-397265 [email protected]
Pergachha Branch, RangpurStation Road, Pergachha Bazar, Pergachha, Rangpur01708-397266 [email protected]
Gaibandha Branch, GaibandhaV. Aid Road, Munshipara, Gaibandha01708-397270 [email protected]
Palashbari Branch, GaibandhaNuniagari, Palashbari, Gaibandha01708-397271 [email protected]
Jaldhaka Branch, NilphamariJaldhaka Sadar, Jaldhaka, Nilphamari01708-397269 [email protected]
Lalmonirhut Branch, LalmonirhutHouse#03,Main Road-1,Northbengal More, Lalmonirhut1708397275 [email protected]
Kurigram Branch, KurigramC&B More (Oposit of Alia Madrasa), Kurigram1708397272 [email protected]
Nageswari Branch, KurigramShahid Mizanur Rahman Sarak,West Nageswari(Bus stand More), Nageswari, Kurigram1708397273 [email protected]
Hatibandha Branch, LalmonirhutSouth Goddimari, Hatibandha, Lalmonirhut1708397276 [email protected]
Ulipur Branch, KurigramHayat Kha, Ulipur, Kurigram1708397274 [email protected]
Kaliganj Branch, LalmonirhutJomjom Bhabon,3rd floor, Tusvandar Bazar, Kaliganj, Lalmonirhut1708397277 [email protected]
Dinajpur Branch, DinajpurPuraton Bahadur Bazar, Post office Road, Sadar Dinajpur01708-397278 [email protected]
Birampur Branch, DinajpurPuraton Bazar, Sonali Bank More, Birampur,Dinajpur.01708-397279 [email protected]
Birol Branch, DinajpurBirol Bazar, Birol, Dinajpur01708-397280 [email protected]
Parbotipur Branch, DinajpurIbrahim Nagar (Beside of Girls School) Parbotipur, Dinajpur01708-397281 [email protected]
Thakurgan Branch, ThakurganNischintopur Opposite Side of Upazila Porisode Thakurgaon01702-397283 [email protected]
Ranisangkoil Branch, ThakurganVandara, College road Ranisonkoil01708-397284 [email protected]
Pirganj Branch, ThakurgaonBangobondhu road, Raghunathpur, Pirganj, Thakurgaon01708-397285 [email protected]
Panchagarh Branch, PanchagarhTatulia Road, Docropara, Panchagar01708-397286 [email protected]
Boda Branch, PanchagarhIslambag, Boda, Panchagarh01708-397287 [email protected]
kaharol Branch, DinajpurSundail, Moharajgonj, kaharol, dinajpur01708-397282 [email protected]
Khulna Branch, Khulna172 BK Roy Road, Shakpara, Khulna01708-397288 [email protected]
Bagerhat Branch, Bagerhat125 K Ali Road, Saltola. Bagerhat.01708-397291 [email protected]
Satkhira Branch, SatkhiraIslamic business Somiti Bhobon, Boro Bazar, Satkhira01708-397295 [email protected]
Phultala Branch, KhulnaUnion Dhamodor, Phultala, Khulna.01708-397283 [email protected]
Kaligonj Branch, SatkhiraEidga Shorok, Main Road, Kaligonj, Satkhira01708-397296 [email protected]
Mongla Branch, BagerhatSheikh Abdul Hai Shorok, Mongla, Bagerhat01708-397292 [email protected]
Morelgonj Branch, BagerhatAdarsho Para Road, Morelgonj, Bagerhat01708-397293 [email protected]
Chitalmari Branch, BagerhatShere Bangla College Road, Kharombari,Chitolmari,Bagerhat.01708-397294 [email protected]
Dumuria Branch, KhulnaR.R Plaza,Dumuria,Khulna.01708-397290 [email protected]
Jashore Branch, Jashore29/A-R.N Road, Jashore01708 397297 [email protected]
Jhenidah Branch, JhenidahKobi Golam Mostofa Road, Chuadanga Busstand, Jhenidah,01708 397303 [email protected]
Magura Branch, MaguraKeshob Mor, Magura01708 397301 [email protected]
Narail Branch, NarailAshrom road, Rupganj bazaar, Narail Sadar, Narail01708 397299 [email protected]
Avaynagar Branch, JashoreGreen Super Market (2nd floor), 628 Guakhola, Noapara Bus stand, Avaynagar, Jashore01708 397298 [email protected]
Kalia Branch, NarailKalia College Road, Kalia, Narail01708 397300 [email protected]
Shalikha Branch, MaguraKaligonj Road, Arpara, Shalikha, Magura01708 397302 [email protected]
Kotchandpur Branch, JhenaidahBazar Road, Kotchandpur, Jhenaidah01708 397304 [email protected]
Shailkupa Branch, JhenaidahAgrani Bank Vobon, Kabirpur Mor, Shailkupa, Jhenaidah01708 397305 [email protected]
Khajura Bazar Branch, JashoreMP Mor, Khajura Bazar, Bagharpara, Jashore01708 397337 [email protected]
Regional Office kushtia62, N.S. Road, Kushtia01708-397055 [email protected]
Kushtia branch62, N.S. Road, Kushtia01708-397306 [email protected]
Chuadanga BranchChuadanga Puraton Hospital para, court road, Chuadanga01708-397308 [email protected]
Mherpur BranchHaji belal-mukia complex (2nd Flor) boro bazer, Meherpur01708-397311 [email protected]
Kumarkhali BranchHarun Market, Sorno Potti, kumarkhali, Kushtia01708-397307 [email protected]
Gangni BranchKohinur Plaza, Khathulirmor, gangni, Meherpur01708-397312 [email protected]
Alamdanga BranchKrishi Bank Road, Garments potti, Alamdanga, Chuadanga01708-397309 [email protected]
Jibannagar BranchHospital Road, Jibannagar, Chuadanga01708-397310 [email protected]
Mirpur BranchHolding NO : 171/1, T&T Road, Mirpur, Kushtia01708-397336 [email protected]
Barishal Branch, Barishal87/84, Birprotik Plaza, Hospital Road, Natun Bazar, Barishal.01708-397313 [email protected]
Bhola Branch, BholaKalinath Rayer Bazar, Bhola Sador, Bhola 01708-397319 [email protected]
Gournadi Branch, BarishalAlauddin Plaza,Gournadi Bondor,2nd Floor,Gournadi.01708-397314 gouranadi@ kb.gov.bd
Charfasion, Branch, BholaNantu Plaza, Shadar Road , Charfassion01708-397320 [email protected]
Bakergonj Branch, BarishalSadar Road, Bakergonj,Barishal01708-397315 bakergonj@ kb.gov.bd
Uzirpur Branch, BarishalT&T Road,uzirpur01708-397316 [email protected]
Banaripara Branch, BarishalFolpattri Bazar, Banaripara, Barisal.01708-397317 [email protected]
Muladi Branch, BarishalSadar Road, Muladi, Barishal01708-397318 [email protected]
Babuganj Branch, Barishal322, Agarpure, Babuganj, Barishal01708-397321 [email protected]
Patuakhali Brance, PatuakhaliKarmasangsthan Bank, Patuakhali Brance. Rimi Plaza, Holding No-169, 1st floor. Sador Road Patuakhali.01708-397327 [email protected]
Barguna Brance, BargunaKarmasangsthan Bank, Barguna Brance. 195, Jannat Mansion, Ukil Potty, 1st floor. Sador Road Barguna.01708-397328 [email protected]
Bauphal Branch, PatuakhaliKarmasangsthan Bank, Bauphal Branch. Hason Dalal Market, Bismillah Complex, 2nd floor.01708-397329 [email protected]
Pathorghata Branch, BargunaKarmasangsthan Bank, Pathorghata Branch. 2319 Sador Road, Pathorghata, Borguna01708-397332 [email protected]
Kolapara Branch, PatuakhaliKarmasangsthan Bank, Kolapara Branch. 140, Kumar Potty, Kolapara Pourasova, Kolapara, Patuakhali.01708-397330 [email protected]
Golachipa Branch, PatuakhaliKarmasangsthan Bank, Golachipa Branch. Girls School Road, Golachipa, Patuakhali.01708-397331 [email protected]
Betagi Branch, BargunaKarmasangsthan Bank, Betagi Branch. Word No-07, Holding No-296/461, Station Road, 2nd floor. Betagi, Borguna.01708-397333 [email protected]
Pirojpur Branch,PirojpurParerhat Road, Opposit of Women’s College,Pirojpur01708-397322 [email protected]
Jhalokathi Branch,Jhalokathi58 College Road, Jhalokathi01708-397324 [email protected]
Nesarabad Branch, PirojpurJogonnath Kathi,Club Road Nesarabad, Pirojpur01708-397325 [email protected]
Kathalia Branch,JhalokathiBank Para, Kathalia Sadar, Jhalokathi01708-397326 [email protected]
Nazirpur Branch, PirojpurCollege Road, Nazirpur Sadar, Pirojpur01708-397323 [email protected]

মিশন ও ভিশন

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহী করার লক্ষ্যে। প্রতিষ্ঠার পর হতে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী দেশের বেকার যুবদের আত্মকর্মসংস্থানে নিজেদেরকে নিয়োজিত রাখার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের ভিশন
• দেশের বেকার বিশেষ করে বেকার যুবদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ।

কর্মসংস্থান ব্যাংকের মিশন
• সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা;
• ঋণ গ্রহীতাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা;
• কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের অনুমোদন সাপেক্ষে কোন দাতা সংস্থা বা প্রতিষ্ঠান হতে ঋণ অথবা অনুদান গ্রহন এবং প্রাতিষ্ঠানিক সঞ্চয় সংগ্রহ;
• দেশের সকল অঞ্চলে সুষম উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল উপজেলায় শাখা খোলা;
• ডিজিটাল বাংলাদেশ গঠন এবং এক্সেস টু ইনফরমেশন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকের যাবতীয় কার্যাবলী কম্পিউটারাইজেশন এর আওতায় আনায়ন;
• বেকারদের প্রশিক্ষণ, কল্যাণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরিচালনা করা;

• বেকার কর্মশক্তিকে বিনিয়োগ বিশেষ করে কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ কুটির শিল্পে বিনিয়োগে উৎসাহিত করে বেকার যুব সমাজকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা;
• যুবদের মূল্যবান সম্পদ নিরাপদ হেফাজতে সংরক্ষণপূর্বক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণ;
• ঋণ গ্রহীতাদের ব্যবস্থাপনা, বিপণন, কারিগরী ও প্রশাসনিক সহায়তা প্রদান করে কম খরচে পণ্য ও সেবা প্রদান করা;
• ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে এজেন্ট হিসাবে কার্যক্রম পরিচালনাপূর্বক আর্থিক লেনদেন এর পরিধি বিস্তৃতকরণ;
• দেশের অভ্যন্তরে অর্থ এবং সিকিউরিটিজ গ্রহণ, সংগ্রহ, প্রেরণ ও পরিশোধ করে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য সৃষ্টি করা;
• দেশে কর্মসংস্থান, বিশেষ করে, আত্ম-কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, গবেষণা এবং প্রকাশনার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ করা;
• সকল ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ।

কেবি আইন

কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮
(১৯৯৮ সনের ৭ নং আইন)
[৬ মে, ১৯৯৮]
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷

যেহেতু বেকার, বিশেষ করিয়া বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ
১৷ (১) এই আইন কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে৷
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবত্ হইবে৷

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২ এর দফা (খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান;
(খ) “তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 37(1) এর অধীন ঘোষিত scheduled bank;
(গ) “ব্যাংক” অর্থ কর্মসংস্থান ব্যাংক;
(ঘ) “বোর্ড” অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড;
(ঙ) “বাংলাদেশ ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক;
(চ) “চেয়ারম্যান” অর্থ বোর্ড এর চেয়ারম্যান;
(ছ) “পরিচালক” অর্থ ব্যাংকের পরিচালক;
(জ) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ ধারা ১১ এর অধীনে নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক;
(ঝ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঞ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ট) “ব্যাংক কোম্পানী আইন” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন)৷

আইনের প্রাধান্য
৩৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর থাকিবে৷

কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি
৪৷ (১) এই আইন বলবত্ হইবার পর, যতশীঘ্র সম্ভব, কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হইবে৷
(২) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধির বিধানাবলী সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর উভয়বিধ সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা করা যাইবে৷
(৩) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, ব্যাংক কোম্পানী আইন এবং ব্যাংক কোম্পানী সম্পর্কিত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷
(৪) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংক কোম্পানী আইন অথবা ব্যাংক কোম্পানী সংক্রান্ত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের কোন বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া নির্দেশ জারী করিলে উক্ত বিধান ব্যাংকের ক্ষেত্রে কার্যকর হইবে৷

ব্যাংকের প্রধান কার্যালয়, ইত্যাদি
৫৷ (১) ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে৷
(২) ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, বোর্ড কর্তৃক নির্ধারিত স্থানে উহার আঞ্চলিক অফিস, অন্যান্য অফিস এবং শাখা স্থাপন করিতে পারিবে৷

অনুমোদিত মূলধন
৬৷ (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে তিনশত কোটি টাকা৷
(২) অনুমোদিত মূলধন একশত টাকা মূল্যমানের তিন কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকিবে৷
(৩) সরকার, সময়ে সময়ে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ বৃদ্ধি করিতে পারিবে৷

পরিশোধিত মূলধন
৭৷ (১) ব্যাংকের প্রারম্ভিক পরিশোধিত মূলধন হইবে একশত কোটি টাকা, যাহার মধ্যে ৭৫% গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিশোধ করা হইবে এবং ২৫% রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, তফসিলি ব্যাংক, বীমা কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করা যাইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন নির্দিষ্টকৃত মূলধন ব্যাংকের শেয়ার ক্রয়ের মাধ্যমে পরিশোধ করা যাইবে৷
(৪) সরকার, সময়ে সময়ে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ বৃদ্ধি করিতে পারিবে৷

পরিচালনা ও প্রশাসন
৮৷ (১) ব্যাংকের পরিচালনা ও প্রশাসন এই আইনের অধীন গঠিত পরিচালনা বোর্ড এর উপর ন্যস্ত থাকিবে এবং ব্যাংক যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷
(২) যে কোন নীতিগত প্রশ্নে ব্যাংক সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করিবে এবং কোন বিষয় নীতিগত কি না সেই সম্পর্কে প্রশ্ন দেখা দিলে উহাতে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে৷
(৩) ধারা ৯ এর অধীন প্রথম বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিবে৷

বোর্ড
৯৷ (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে ব্যাংকের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:-
(ক) চেয়ারম্যান;
(খ) সরকার কর্তৃক মনোনীত চারজন পরিচালক;
(গ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর কর্তৃক মনোনীত একজন নির্বাহী পরিচালক;
(ঘ) সরকার ব্যতীত অন্যান্য শেয়ার মালিক, যদি থাকে, কর্তৃক মনোনীত দুইজন পরিচালক;
(ঙ) ব্যবস্থাপনা পরিচালক৷
(২) যদি ধারা ৭(১) এর অধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তফসিলি ব্যাংক, বীমা কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্টকৃত মূলধন অনুরূপ কোন প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করা হয় সেই ক্ষেত্রে উক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উহার শেয়ার সংখ্যা অন্যুন ১০% হওয়া সাপেক্ষে, একজন পরিচালক মনোনীত করিতে পারিবে৷
(৩) কোন মনোনীত পরিচালক তাঁহার পদের কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বত্সর পর্যন্ত স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি পরিচালক পদে বহাল থাকিবেন৷
(৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার যে কোন সময় কোন মনোনীত পরিচালকের মনোনয়ন বাতিল করিতে পারিবে৷

চেয়ারম্যান
১০৷ (১) চেয়ারম্যান সরকার কর্তৃক নিযুক্ত হইবেন৷
(২) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন পরিচালক চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন৷

ব্যবস্থাপনা পরিচালক
১১৷ (১) ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন৷
(২) ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্যাংকের সহিত পরামর্শক্রমে, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷
(৩) ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন৷
(৪) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদন করিবেন৷

পরিচালকের দায়িত্ব
১২৷ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকগণ প্রবিধান দ্বারা বা বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যবস্থা মোতাবেক ব্যাংকের দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদন করিবেন৷

পদত্যাগ
১৩৷ চেয়ারম্যাান, ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত কোন পরিচালক সরকারের নিকট তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

সভা
১৪৷ (১) বোর্ড এর সকল সভা, উহার চেয়ারম্যানের নির্দেশে এতদুদ্দেশ্যে নির্ধারিত ব্যাংকের কোন কর্মকর্তা কর্তৃক আহূত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক স্থিরকৃত হইবে৷
(২) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ড এর সভার কার্যধারা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে৷
(৩) বোর্ড এর সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷
(৪) চেয়ারম্যান বোর্ড এর সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকদের মধ্য হইতে তাঁহাদের দ্বারা নির্বাচিত, ব্যবস্থাপনা পরিচালক বাদে অন্য, একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন৷
(৫) শুধুমাত্র কোন পরিচালক পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷
(৬) সভার কোন আলোচ্যসূচীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন পরিচালকের ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকিলে তিনি বোর্ড এর সভায় উক্ত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবেন না৷

কমিটি
১৫৷ বোর্ড উহার কাজের সহায়তার জন্য প্রয়োজনবোধে এক বা একাধিক কমিটি নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপ কমিটির সদস্য সংখ্যা ও উহার দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ করিতে পারিবে৷

ব্যাংকের কার্যাবলী
১৬৷ ব্যাংক জামানত লইয়া বা জামানত ব্যতিরেকে, নগদে বা অন্য কোন প্রকারে, সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম, বিশেষ করিয়া, বেকার যুবদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করিবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় আরোপিত শর্তাবলী সাপেক্ষে নিম্নবর্ণিত সকল বা যে কোন কার্য করিতে পারিবে, যথা:-
(ক) সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানী, ব্যাংকের ঋণ গ্রহীতা এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত একক ব্যক্তি নহেন এমন অন্য কোন ব্যক্তি হইতে আমানত গ্রহণ করা;
(খ) ব্যবসা পরিচালনার জন্য উহার সম্পদ বা অন্য কিছু জামানত রাখিয়া ঋণ গ্রহণ করা;
(গ) ব্যাংক প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জামানত হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্লেজ (pledge), বন্ধক, হাইপোথিকেশন (hypothecation) বা স্বত্বনিয়োগ (assignment) গ্রহণ করা;
(ঘ) কোন সংবিধিবদ্ধ সংস্থার শেয়ার খরিদ করা;
(ঙ) সেভিংস সার্টিফিকেট, মালিকানা দলিল বা অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদ হেফাজতে রাখিবার জন্য গ্রহণ করা;
(চ) যে কোন ধরনের তহবিল বা ট্রাষ্ট গঠন, উহাদের পরিচালন ও নিয়ন্ত্রণ এবং উক্তরূপ তহবিল বা ট্রাষ্টের শেয়ার ধারণ ও বিলিবণ্টন করা;
(ছ) ঋণের অর্থ বিনিয়োগের ব্যাপারে ব্যাংকের ঋণ গ্রহীতাগণকে পরামর্শ প্রদান করা;
(জ) সরকার কর্তৃক অনুমোদিত খাতে ব্যাংকের তহবিল বিনিয়োগ করা;
(ঝ) বেকারদের প্রশিক্ষণ, কল্যাণ ও উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরিচালনা করা;
(ঞ) দেশের অভ্যন্তরে অর্থ এবং সিকিউরিটিজ গ্রহণ, সংগ্রহ, প্রেরণ ও পরিশোধ করা;
(ট) ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে বাসস্থানসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন, ব্যবস্থাপনা ও হস্তান্তর করা;
(ঠ) বেকারদের বিনিয়োগ সম্পর্কে পরামর্শদান করা;
(ড) বেকার কর্মশক্তিকে কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ কুটির শিল্পে বিনিয়োগে উত্সাহ প্রদান করা;
(ঢ) ঋণ গ্রহীতাদের ব্যবস্থাপনা, বিপণন, কারিগরী ও প্রশাসনিক সহায়তা প্রদান করা;
(ণ) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলা বা উহাদের সহিত চুক্তি সম্পাদন করা অথবা উহাদের এজেন্ট হিসাবে কার্য সম্পাদন করা;
(ত) ব্যাংক কর্তৃক অর্জিত সকল সম্পত্তি বিক্রয় ও ব্যবস্থাপনা;
(থ) কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের অনুমোদন সাপেক্ষে কোন দাতা সংস্থা বা প্রতিষ্ঠান হইতে ঋণ অথবা অনুদান গ্রহণ করা;
(দ) দেশে কর্মসংস্থান, বিশেষ করিয়া, আত্ম-কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, গবেষণা এবং প্রকাশনার ব্যবস্থা গ্রহণ করা;
(ধ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অন্য যে সব কার্য ব্যাংক কর্তৃক করা যাইতে পারে বলিয়া নির্দিষ্ট করা হয় সেই সকল কার্য করা;
(ন) এই আইনের উদ্দেশ্যের সহিত সংগতিপূর্ণ অন্য যে কোন প্রয়োজনীয় ও প্রাসংগিক কার্য করা৷

বন্ড এবং ঋণপত্র
১৭৷ (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বন্ড এবং ঋণপত্র (debenture) জারী এবং বিক্রয় করিতে পারিবে এবং সরকার কর্তৃক নির্ধারিত সুদের হারই হইবে উক্ত বন্ড ও ঋণপত্রের সুদের হার৷
(২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত এবং বিক্রিত বন্ড এবং ঋণপত্রে সরকারী নিশ্চয়তা থাকিবে৷

হিসাব-নিকাশ
১৮৷ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশাবলী সাপেক্ষে আয় ও ব্যয়ের হিসাব ও ব্যালেন্সশীটসহ ব্যাংক যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷

নিরীক্ষা
১৯৷ (১) বোর্ড কর্তৃক নিযুক্ত Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1)(b) তে সংজ্ঞায়িত দুইজন chartered accountant দ্বারা ব্যাংকের হিসাব প্রত্যেক বত্সর নিরীক্ষা করা হইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত নিরীক্ষককে ব্যাংকের বার্ষিক ব্যালেন্সশীট ও অন্যান্য হিসাবের কপি সরবরাহ করা হইবে এবং তাঁহারা ব্যাংকের সকল রেকর্ড, দলিল, দাপ্তরিক ও অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে ব্যাংকের যে কোন পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷
(৩) নিরীক্ষকগণ এই ধারার অধীন কৃত নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন এবং উক্ত প্রতিবেদনে এই মর্মে উল্লেখ করিতে হইবে যে, তাঁহাদের মতে বার্ষিক ব্যালেন্সশীটে এমন প্রয়োজনীয় বিবরণাদি সন্নিবেশিত করা হইয়াছে এবং উহা এমনভাবে প্রস্তুত করা হইয়াছে যাহাতে ব্যাংকের কার্যক্রমের সত্য এবং সঠিক চিত্র প্রদর্শিত হয় এবং এই সকল ব্যাপারে ব্যাংকের নিকট হইতে তাঁহারা কোন ব্যাখ্যা বা তথ্য চাহিয়া থাকিলে উহার সরবরাহ সন্তোষজনক ছিল কিনা তাহাও উল্লেখ করিবেন৷
(৪) সরকার এবং ব্যাংকে অর্থ জমাকারীদের স্বার্থরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে কিনা তাহা নিরীক্ষিত প্রতিবেদনে উল্লেখ করিতে হইবে৷
(৫) ব্যাংকের কার্যক্রম নিরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট বিধি-বিধানের পর্যাপ্ততা সম্পর্কে নিরীক্ষকগণের নিকট প্রতিবেদন চাহিয়া সরকার যে কোন সময় নির্দেশ জারী করিতে পারিবে এবং যে কোন সময় সরকার নিরীক্ষার বিষয়াদি সম্প্রসারণ অথবা নিরীক্ষার পদ্ধতি পরিবর্তন করার জন্য নিরীক্ষকগণকে নির্দেশ প্রদান করিতে পারিবে৷

প্রতিবেদন
২০৷ (১) সরকার বা বাংলাদেশ ব্যাংক প্রয়োজনমত ব্যাংকের নিকট হইতে ব্যাংকের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক প্রতিবেদন বা বিবরণী প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷
(২) প্রত্যেক আর্থিক বত্সর শেষ হইবার তিন মাসের মধ্যে ব্যাংক ধারা ১৯ এর অধীন নিরীক্ষা প্রতিবেদনের একটি কপি সরকারের নিকট প্রেরণ করিবে এবং উহাতে নিরীক্ষকের মন্তব্য, যদি থাকে, তত্ভিত্তিতে ব্যাংকের মতামত প্রদান করিবে৷

সংরক্ষিত তহবিল
২১৷ ব্যাংক একটি সংরক্ষিত তহবিল গঠন করিবে, যাহাতে ব্যাংকের বার্ষিক আয় হইতে বোর্ড কর্তৃক নির্ধারিত পরিমাণ টাকা জমা হইবে৷

লভ্যাংশ বিলি-বণ্টন
২২৷ ধারা ২১ এর অধীন সংরক্ষিত তহবিলে জমা করার এবং পরিশোধ বন্ধ হইয়াছে বা উহা সন্দেহজনক পর্যায়ে আছে এমন ঋণ, সম্পদের ঘাটতি এবং সচরাচর ব্যাংক কর্তৃক নির্দিষ্টকৃত অনুরূপ অন্যান্য ঘাটতির ব্যবস্থা করার পর ব্যাংকের লভ্যাংশ বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বিলি-বণ্টন করা যাইবে৷

কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
২৩৷ (১) ব্যাংক উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে৷
(২) ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷

ব্যাংকের পাওনা আদায়
২৪৷ (১) ব্যাংকের পাওনা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে:
তবে শর্ত থাকে যে, ঋণ গ্রহীতা বা ঋণ পরিশোধে বাধ্য এমন ব্যক্তিকে পনের দিনের নোটিশ প্রদান ব্যতিরেকে কোন টাকা উক্তরূপে আদায় করা যাইবে না:
আরো শর্ত থাকে যে, ব্যাংক ঋণ গ্রহীতা বা ঋণ পরিশোধে বাধ্য এমন ব্যক্তিকে নোটিশে উল্লিখিত কিস্তিতে টাকা পরিশোধের বিষয় অবগত করিবে এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হইবার পূর্ব পর্যন্ত কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ অব্যাহত রাখিবে৷
(২) ব্যাংকের পাওনা আদায়ের ক্ষেত্রে Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 7, 9, 10 এবং 13 এর বিধান প্রযোজ্য হইবে না এবং উক্ত Act এর section 6 এর অধীন জারীকৃত সার্টিফিকেটে উল্লিখিত টাকা ব্যাংকের পাওনার ব্যাপারে চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে৷
(৩) শুধুমাত্র ব্যাংকের পাওনা টাকা আদায়ের জন্য ব্যাংকের কোন কর্মকর্তা তাহার অধিক্ষেত্রের মধ্যে উক্ত Act এর অধীন সার্টিফিকেট কর্মকর্তার ন্যায় ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন৷

ক্ষমতা অর্পণ
২৫৷ ব্যাংকের দক্ষতা নিশ্চিতকরণকল্পে এবং দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন কার্যক্রম সহজতর করার জন্য বোর্ড উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক অথবা ব্যাংকের অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷

শাস্তি ইত্যাদি
২৬৷ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন ঋণ বা অন্য কোন সুবিধা নেওয়া বা মঞ্জুর করানোর জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ প্রদান করিলে বা কাহাকেও মিথ্যা বিবরণ প্রদানে বা জামানত হিসাবে ব্যাংকে জমাকৃত দলিলে মিথ্যা বিবরণ রাখার সুযোগ প্রদান করিলে, তিনি অনুর্ধ্ব এক বত্সর কারাদণ্ড বা দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(২) কোন ব্যক্তি ব্যাংকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোন বিজ্ঞাপন বা প্রসপেক্টাসে ব্যাংকের নাম ব্যবহার করিলে, তিনি অনুর্ধ্ব ছয় মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

অপরাধ বিচারার্থে গ্রহণ
২৭৷ বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতিরেকে কোন আদালত এই আইনের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করিবে না৷

সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
২৮৷ ব্যাংকের কোন পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷

আনুগত্য ও গোপনীয়তা
২৯৷ (১) ব্যাংকের প্রত্যেক পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী তাহার দায়িত্ব গ্রহণের পূর্বে ব্যাংক কর্তৃক বা বিধি দ্বারা নির্ধারিতভাবে ব্যাংকের আনুগত্য ও গোপনীয়তা রক্ষার ঘোষণা প্রদান করিবেন৷
(২) কোন পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী উপরোক্ত আনুগত্য ও গোপনীয়তার প্রতিশ্রুতি ভংগ করিলে তিনি অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

ব্যাংকের অবসায়ন
৩০৷ ব্যাংক কোম্পানীসহ যে কোন কোম্পানীর ক্ষেত্রে প্রযোজ্য অবসায়ন সংক্রান্ত আইনের বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং সরকারের নির্দেশ ও সিদ্ধান্ত ব্যতিরেকে ব্যাংকের অবসান ঘটিবে না৷

ব্যাংক দোকান ইত্যাদি বলিয়া গণ্য হইবে না
৩১৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন ব্যাংক Factories Act, 1965 (E.P. Act IV of 1965), Shops and Establishments Act, 1965 (E.P. Act VII of 1965) এবং Industrial Relations Ordinance, 1969 (XXIII of 1969)-এর মর্মানুসারে “কারখানা (factory)” “দোকান (shop)” বাণিজ্যিক প্রতিষ্ঠান “(commercial establishment)” বা “শিল্প প্রতিষ্ঠান (Industry)” বলিয়া গণ্য হইবে না৷

বিধি প্রণয়নের ক্ষমতা
৩২৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷

প্রবিধান প্রণয়নের ক্ষমতা
৩৩৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷

সোর্সঃ লজ অব বাংলাদেশ

হিসাব

কর্মসংস্থান ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যেমন- সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট, স্পেশাল ডিপোজিট স্কীম ইত্যাদি। নিম্নে কর্মসংস্থান ব্যাংক এর হিসাবসমূহ তুলে ধরা হলো-

কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাব

কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাব

কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাবটি সাধারণ লেনদেনকারীদের জন্য একটি হিসাব। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাব একটি ...
কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস)

কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস)

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতা, ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারী ও তাদের পোষ্য (স্বামী/ স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের সন্তান) এবং ...
কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম হিসাব

কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম হিসাব

কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবটি ভবিষ্যতে সুদসহ অর্থ জমাকারীদের জন্য একটি হিসাব। কর্মসংস্থান ব্যাংকের টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) ...

লোন

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহী করার লক্ষ্যে। কর্মসংস্থান ব্যাংক নিম্নোক্ত কর্মসূচীতে লোন বা ঋণ সুবিধা প্রদান করে থাকে-

কর্মসংস্থান ব্যাংক ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহী ...
কর্মসংস্থান ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহী ...
কর্মসংস্থান ব্যাংক নিজস্ব ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক নিজস্ব ঋণ কর্মসূচী

কর্মসংস্থান ব্যাংক দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করতে তুলতে চালু করেছে নিজস্ব ঋণ কর্মসূচী। এর মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক দেশের বেকার বিশেষ ...
কর্মসংস্থান ব্যাংক 'বঙ্গবন্ধু যুব ঋণ'

কর্মসংস্থান ব্যাংক ‘বঙ্গবন্ধু যুব ঋণ’

আপনি কি সরকারি/ সরকার অনুমোদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহন করে সংশ্লিষ্ট ট্রেডের কোন কাজ করছেন বা করার চেষ্টা ...

বিস্তারিত জানতে
কর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✆ টেলিফোনঃ ০২-৪৭১১১১৪১
ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৫৭৫৯৪
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.kb.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button