জনতা ব্যাংক পিএলসিবিনিয়োগ ও লোন

জনতা ব্যাংক ট্যানারী ট্রেডিং (কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়)

জনতা ব্যাংক লিমিটেড ট্যানারী ট্রেডিং (কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়) এর মাধ্যমে চামড়া ব্যবসায়ীদের ৯% সুদ হারে লোন দিয়ে থাকে।

এই লোনের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর ট্যানারী ট্রেডিং (কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়) এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)- চলমান ব্যবসা ও পর্যাপ্ত সহজামানত।
ঋণসীমা (Limit)- সীমাহীন।
সুদের হার (Rate)- ৯% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
কিস্তির ধরণ (Installment Type)- চলমান ঋণ।
লোনের মেয়াদ (Period of loan)- ০১ (এক) বছর।
জামানাত (Security)- স্থায়ী সম্পদ ও ফাইনান্সিয়াল অবলিগেশন। প্রস্তাবিত ঋণের ১.৫০ গুন।
অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)- সকল শাখা।
প্রয়োজনীয় কাগজপত্র- ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

❏ বিস্তারিত জানতে
জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
সুইফট কোডঃ JANBBDDH
ইমেইলঃ [email protected]; [email protected]
ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button