এজেন্ট ব্যাংকিং

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট দ্বিগুণ হবে

ইসলামী ব্যাংক ২০২০ সালের মধ্যে এজেন্ট আউটলেটের সংখ্যা দ্বিগুণের বেশি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব আবু রেজা মো. ইয়াহিয়া। যার মাধ্যমে দেশের পল্লি, পাহাড়, হাওর ও দ্বীপাঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি এসব অঞ্চলের সাধারণ মানুষকে আর্থিক শিক্ষা দেওয়া হবে। তাতে সহজে বিতরণ করা যাবে প্রবাসী আয়। এ ছাড়া ১০০টি অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য যেসব এলাকায় উন্নয়ন কার্যক্রম চলছে, সেখানকার মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ইসলামী ব্যাংক ‘এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রম দ্রুত প্রসারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ২০১৯ সালে ৭০৭টি নতুন আউটলেট খোলা হয়েছে। ফলে বর্তমানে আমাদের এজেন্ট আউটলেট বেড়ে হয়েছে ১ হাজার ১৭টি। এরই মধ্যে আমাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে ৪ লাখ ৬১ হাজার গ্রাহক তৈরি হয়েছে। আমানত জমা হয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা।

গত ১৪ জানুয়ারি পর্যন্ত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৪১ কোটি টাকা। ২০১৮ সালের এজেন্টদের মাধ্যমে প্রবাসী আয় বিতরণ হয় ৩৬৫ কোটি টাকা, ২০১৯ সালে যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৬১ কোটি টাকা। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের ক্ষেত্রে ২০১৯ সালে ইসলামী ব্যাংকের অবস্থান প্রথম।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button