ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংক মুদারাবা পে-রোল অ্যাকাউন্ট

মোঃ খায়রুল হাসানঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, বৃহৎ ও মাঝারি প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানি’র এমপ্লয়ীদের জন্য ওয়ান-স্টপ ব্যাংকিং সলিউশন প্রদানের লক্ষ্যে মুদারাবা পে-রোল অ্যাকাউন্ট (এমপিএ) সেবা চালু করেছে। এই প্রোডাক্টের মাধ্যমে এমপ্লয়ী ব্যাংকিং ভ্যালু প্যাকের আওতায় প্রতিষ্ঠানগুলো পে-রোল অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড ও বিনিয়োগ সুবিধাসহ শরি’আহভিত্তিক ব্যাংকিংয়ের নানা সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

মুদারাবা পে-রোল অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য
✓ নতুন গ্রাহক তৈরি ও রিকারিং ভিত্তিতে স্বল্পব্যায়ী আমানত বৃদ্ধির সুযোগ।
✓ সিঙ্গেল ইনস্ট্রাকশন সলিউশনের মাধ্যমে বেতনভাতা পরিশোধের সুবিধা।
✓ এমপ্লয়ীদের জন্য পার্সনাল ব্যাংকিং সলিউশন প্রাপ্তির সুযোগ।
✓ প্রতিষ্ঠানিক সম্পর্কের মাধ্যমে একসাথে বিপুল অ্যাকাউন্ট খোলার সুযোগ।
✓ চাকুরীজীবীদের মাঝে রিটেইল বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ।

আরও দেখুন:
◾ আইবিবিএল মুদারাবা প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্ট (এমপিএসএ)

মুদারাবা পে-রোল অ্যাকাউন্টের টার্গেট গ্রুপ
✓ ব্যাংকের অর্থায়ণে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান।
✓ দেশীয় বিভিন্ন কর্পোরেট হাউস ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
✓ বৃহৎ ও মাঝারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
✓ বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি।
✓ বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

মুদারাবা পে-রোল অ্যাকাউন্টের বৈশিষ্ট্য
✓ সিঙ্গেল পেমেন্ট ইনস্ট্রাকশন সুবিধা।
✓ কোনো সার্ভিস চার্জ নেই।
✓ জিরো ব্যালান্সে অ্যাকাউন্ট খোলার সুযোগ।
✓ স্থিতির উপর মুদারাবা ভিত্তিতে মুনাফা প্রাপ্তির সুযোগ।
✓ ডেবিট কার্ডের চার্জ প্রথম বছর ফ্রি, পরবর্তী বছর থেকে মাত্র ১০০ টাকা।
✓ ফ্রি অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
✓ খিদমাহ ক্রেডিট কার্ড সুবিধা, প্রথম বছর সার্ভিস চার্জ ফ্রি।
✓ গৃহনির্মাণ ও গাড়ি বিনিয়োগসহ প্রচলিত বিনিয়োগ সুবিধা প্রাপ্তির সুযোগ।
✓ ডুয়েল কারেন্সি ডেবিট-ক্রেডিট কার্ড সুবিধা।
✓ ব্যাংকের নিজস্ব এটিএম/ সিআরএম-এ ফ্রি এবং লেনদেনের সুযোগ।
✓ ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন, এমক্যাশ সহ ব্যাংকের সকল ফিনটেক সুবিধা।

মুদারাবা পে-রোল হিসাবের উপযুক্ততা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর মুদারাবা পে-রোল অ্যাকাউন্ট (এমপিএ) সেবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, বৃহৎ ও মাঝারি প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানি’র এমপ্লয়ীদের জন্য ওয়ান-স্টপ ব্যাংকিং সলিউশন গ্রহনের জন্য নিম্নোক্ত যোগ্যতাসমূহ থাকতে হবে-

প্রতিষ্ঠানের জন্য
✓ বাংলাদেশে বৈধভাবে কর্মরত যেকোনো প্রতিষ্ঠান এ সেবা লাভ করতে পারবেন।
✓ এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০টি অ্যাকাউন্ট খুলতে হবে।
✓ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এমপ্লয়ীদের পে-রোল অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে।

এমপ্লয়ীদের জন্য
✓ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ী হতে হবে।
✓ প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ প্রদত্ত নিয়োগপত্র/এমপ্লয়ী কার্ড।
✓ বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স।
✓ বিদেশী নাগরিকদের জন্য বৈধ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট।
✓ হিসাবধারীর দুই কপি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

মুদারাবা পে-রোল হিসাব খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ধাপ-১: প্রথমে ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বরাবর পে-রোল অ্যাকাউন্ট খোলার অফার লেটার পাঠাবে। জবাবে প্রতিষ্ঠান লিখিতভাবে ব্যাংকে তাদের এমপ্লয়ীদের স্যালারি অ্যাকাউন্ট খোলার আনুষ্ঠানিক সম্মতি জানাবে। এর ভিত্তিতে ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্বারক (MoU) স্বাক্ষিরত হবে।
ধাপ-২: ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যেক এমপ্লয়ীর জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলবে। অন্যান্য কাগজপত্রের সাথে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত Letter of Introduction সার্টিফিকেট নিতে হবে।
ধাপ-৩: হিসাবধারীকে ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড ও বিনিয়োগ সুবিধা অফার করার ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত নিয়মে সংশ্লিষ্ট ফরম পূরণ ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিতে হবে।

ডিলিং শাখা
✓ ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখায় এ সুবিধা পাওয়া যাচ্ছে।

সময়সীমা
✓ ব্যাংকের বিদ্যমান ও প্রচলিত নিয়ম ও শর্ত অনুযায়ী সময়সীমা প্রযোজ্য হবে।

নূন্যতম আমানত
✓ শূন্য স্থিতি।

প্রোফিট ক্যালকুলেশন
✓ মুদারাবা নীতি অনুযায়ী মুনাফা প্রদান করা হবে।
ক) মুনাফা ভাগাভাগি: প্রচলিত মুদারাবা নীতি অনুযায়ী শুধুমাত্র বিনিয়োগ আয়ের ৬৫% মুনাফা দেওয়া হবে।
খ) ওয়েটেজ ০.৯০ এবং প্রাক্কলিত মুনফা হার ৩.৪০%।

অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ
✓ ফ্রি।

সিঙ্গেল পেমেন্ট ইনস্ট্রাকশন
✓ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এমপ্লয়ীদের অ্যাকাউন্টে বেতন-ভাতাসহ অন্যান্য প্রদেয় অর্থ ক্রেডিট করার জন্য ব্যাংক বরাবর সিঙ্গেল পেমেন্ট ইনস্ট্রাকশন প্রদান করবে।

এটিএম/ ডেবিট কার্ড
✓ প্রত্যেক হিসাবধারী একটি করে এটিএম কার্ড পাবে। প্রথম বছর এটিএম কার্ডের চার্জ ফ্রি। পরবর্তী বছর ১০০ টাকা চার্জ প্রয়োজ্য হবে।

ফিনটেক ও এডিসি সুবিধা
✓ ফ্রি অনলাইন সুবিধা, ইন্টারনেট ব্যাংককিং, সেলফিন সুবিধা পাওয়া যাবে।

ডেডিকেটেড সার্ভিস অফিসার
ক) প্রত্যেক শাখা/উপশাখায় ডেডিকেটেড সার্ভিস অফিসার থাকবে।
খ) বিদেশ ভ্রমনের জন্য ফরেন কারেন্সি প্রাপ্তির সুবিধা পাবে।
গ) যেকোনো ব্যাংকিং সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
ঘ) মাঝে মাঝে প্রতিষ্ঠান চত্ত্বরে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সেবা যেমন- খিদমাহ কার্ড, ফরেণ এক্সচেঞ্জ সংক্রান্ত সেবা, বিনিয়োগ সুবিধা ইত্যাদি নিয়ে ক্যাম্পের আয়োজন করা হবে।

ট্যাক্স ও এক্সাইজ ডিউটি
✓ সরকারি বিধি মোতাবেক প্রযোজ্য হবে।

অ্যাকাউন্ট মাইগ্রেশন ও স্থানান্তর
✓ এমপ্লয়ীর ট্রান্সফার, পোস্টিং, ডেপুটেশন, ট্রেইনিং প্রভৃতি কারণে এ অ্যাকাউন্ট বিনা মূল্যে মাইগ্রেশন ও স্থানান্তর করা যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিখিত অনুমতি লাগবে।

অন্যান্য শর্তাবলী
ক) ডেইলি প্রোডাক্ট হিসাবে মুনাফা প্রদান করা হবে।
খ) প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত নির্দেশনার ভিত্তিতে পে-রোল অ্যাকাউন্ট MSA অ্যাকাউন্টে পরিবর্তন করা যাবে।
গ) খিদমাহ ক্রেডিট কার্ড ও বিনিয়োগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে।
ঘ) অতিরিক্ত কোনো সুবিধা পেতে হলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পূর্ব অনুমোদন লাগবে।

এ প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে ব্যাংকের নিকটস্থ শাখা ও উপশাখায় যোগাযোগ করা যেতে পারে। অথবা ভিজিট করুন- এখানে

সংকলনে: মোঃ খায়রুল হাসান, সিএসএএ, বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রধান কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button