ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিব্যাংক হিসাব

ইসলামী ব্যাংক মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক জমা হিসাব (MMPDSA)

নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা করে, মুল টাকা অপরিবর্তিত রেখে, মাসে মাসে মুনাফা পেতে আগ্রহীদের জন্য ইসলামী ব্যাংক চালু করেছে মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় প্রকল্প৷ মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক জমা হিসাব (MMPDSA) ইসলামী ব্যাংকের একটি বিশেষ মেয়াদি আমানত হিসাব। এ হিসাবের সাথে প্রচলিত ব্যাংকের মিল থাকলেও লাভ-লোকসানের ভিত্তিতে হওয়ার কারণে এটি সম্পূর্ণ ভিন্ন। এর বিপরীতে কোন চেক ইস্যু করা হয় না। তবে এই হিসাবের বিপরীতে রিসিপ্ট ইস্যু করা হয়ে থাকে।

• সঞ্চয়ের পরিমাণ
– কমপক্ষে ১ লক্ষ টাকা বা এর গুণিতক যেকোন পরিমাণ।

• সঞ্চয়ের মেয়াদ
– সাধারণত ৩ বছর ও ৫ বছর মেয়াদে এ হিসাব খোলা হয়ে থাকে।

• হিসাব খোলার যোগ্যতা
– ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের সুস্থ মস্তিষ্কের বাংলাদেশী নাগরিক।
– অপ্রাপ্তবয়স্কদের নামেও পিতা-মাতা অথবা আইনগত অভিভাবক এ হিসাব খুলতে পারবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• মুনাফার হার
– মুনাফার হার ব্যাংক অর্জিত মুনাফার ওপর নির্ভরশীল।
– গ্রাহক সাময়িক হারে মাসিক মুনাফা গ্রহণ করবেন।
– বছর শেষে চূড়ান্ত হিসাবের সাথে মুনাফা সমন্বয় করা হবে।
– বর্তমানে মুনাফার হার ৩ বছর মেয়াদি ৭.২০% ও ৫ বছর মেয়াদি ৮% (সম্ভাব্য)।

• এই হিসাব খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঘ. গ্রাহকের TIN সার্টিফিকেট (যদি থাকে)।
ঙ. জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।

• নমিনি মনোনয়ন
গ্রাহক এক বা একাধিক নমিনি মনোনীত করতে পারেন, যা পরবর্তীতে পরিবর্তনযোগ্য।

• অন্যান্য নিয়মাবলী
– প্রকল্পের মুনাফা পেতে সংশ্লিষ্ট শাখায় হিসাবধারীর মুদারাবা সঞ্চয়ী অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকতে হবে।
– ৩ বছর মেয়াদী হিসাব তিন বছর পূর্ণ হওয়ার পূর্বে বন্ধ করা হলে উক্ত সময়ের জন্য গ্রাহককে মুদারাবা সঞ্চয়ী হিসাবের প্রদত্ত হারে মুনাফা প্রদান করা হবে।
– ৫ বছর মেয়াদী হিসাব তিন বছর অতিক্রান্তের পর বন্ধ করা হলে কেবল প্রথম তিন বছরের জন্য তিন বছর মেয়াদী প্রকল্পের হারে মুনাফা প্রদান করা হবে এবং বাকি সময়ের জন্য মুদারাবা সঞ্চয়ী হিসাবের প্রদত্ত হারে মুনাফা দেয়া হবে।
– তবে মুদারাবা সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা প্রদানের ক্ষেত্রে উক্ত মেয়াদী হিসেবের অনুকূলে মাসে মাসে যে মুনাফা প্রদান করা হয়েছে তা সমন্বয় করা হবে। এবং
– গ্রাহকের হিসাবে স্থিতির উপর ব্যাংক কোন যাকাত প্রদান করে না।

• ইসলামী ব্যাংক মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক জমা হিসাব (MMPDSA) আবেদন ফরম পেতে ক্লিক করুন
ব্যক্তিক হিসাব অথবা অ-ব্যক্তিক হিসাব

• বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০

আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।

৫ মন্তব্য

  1. আমি কি প্রথমে ১ লক্ষ টাকা দিয়ে তিন বছরের জন্য একটা একাউন্ট খুলতে পারি? এবং আস্তে আস্তে টাকার পরিমাণ বৃদ্ধি করবো ঐ অনুযায়ী কি লাভ পাবো? আর যে কোন মুহূর্তে চাইলেই কি আমার সব টাকা উঠানো যাইবে?

    1. আপনি ১ লক্ষ টাকা দিয়ে তিন বছরের জন্য একটা একাউন্ট খুলতে পারবেন। পরবর্তীতে টাকা আবার রাখতে চাইলে আলাদাভাবে আবার একটি একাউন্ট খুলে রাখতে হবে। এক্ষেত্রে লাভের পরিমাণ যখন টাকা রাখবেন সেই সময়ের রেট অনুযায়ী পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button