ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংক মুদারাবা সঞ্চয়ী হিসাব (MSA)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আলোচনা করবো ইসলামী ব্যাংক মুদারাবা সঞ্চয়ী হিসাব বা Islami Bank Savings Account (MSA) সম্পর্কে।

মুদারাবা সঞ্চয়ী হিসাব ইসলামী ব্যাংকের সঞ্চয়ী আমানত হিসাব। এ হিসাবের সাথে প্রচলিত ব্যাংকসমূহের সঞ্চয়ী হিসাবের মিল থাকলেও লাভ-লোকসানের ভিত্তিতে হওয়ার কারণে এটি সম্পূর্ণ ভিন্ন।

মুদারাবা সঞ্চয়ী হিসাব ইসলামী শরিয়াহ এর মুদারাবা প্রিন্সিপালের আলোকে খোলা হয়ে থাকে। মুদারাবা প্রিন্সিপালের অধীনে গ্রাহক হলো সাহেব আল মাল এবং ব্যাংক হলো মুদারীব। মুদারাবা সঞ্চয়ী হিসাব মূলত নন-ট্রেডিং গ্রাহকদের জন্য। যাদের ছোট ছোট সঞ্চয় রয়েছে।

একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান মুদারবা সঞ্চয়ী হিসাব খুলতে ও পরিচালনা করতে পারে। নাবালকের পক্ষে একজন অভিভাবক মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলতে পারেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলার নিয়মাবলী
১. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
২. আবেদনপত্র, KYC, TP পূরণ করতে হয়।
৩. গ্রাহকের দুই কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
৪. জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সার্টিফিকেট/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি।
৫. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
৬. নমিনীরজাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সার্টিফিকেট/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি।
৭. Student ID Card (হিসাবধারী Student হলে)।
৮. পেশাগত আইডি কার্ড/ ট্রেড লাইসেন্স।
৯. প্রাথমিক জমার পরিমাণ ৳ ৫০০/-
১০. পরিচয়দানকারীর স্বাক্ষর।
১১. এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য কাগজপত্র।

• মুদারাবা সঞ্চয়ী হিসাবের সুবিধা
• এই হিসাবের বিপরীতে চেক ইস্যু করা হয়।
• এই হিসাবে এটিএম কার্ড ইস্যু করা হয়।
• ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে।
• এম ক্যাশ সুবিধা পাওয়া যাবে।
• অনলাইন সুবিধা পাওয়া যাবে।
• RTGS ও BEFTN সুবিধা পাওয়া যাবে।
• অন্য শাখায় হিসাব স্থানান্তর করা যায়।

• ইসলামী ব্যাংক মুদারাবা সঞ্চয়ী হিসাব (MSA) খোলার আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন
ব্যক্তিক হিসাব অথবা অ-ব্যক্তিক হিসাব

• বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০

আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button