আইপিডিসি ফাইন্যান্সের বই কেনার ঋণ
এবার অমর একুশে গ্রন্থমেলায় বই কেনার জন্য পাওয়া যাচ্ছে স্বল্প মেয়াদি ঋণ। এতদিন শিল্প-কারখানা, ছোট বড় উদ্যোগ, ঘর-বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয় করতে ঋণ পাওয়া যেত। তবে এ প্রথম কোনো প্রতিষ্ঠান ঋণ দিয়ে বই কেনার সুযোগ করে দিচ্ছেন বইপ্রেমীদের। যদিও এটা পরিশোধ যোগ্য।
আইপিডিসি ফাইন্যান্সের বই কেনার ঋণ প্রডাক্ট ‘সুবোধ’। বাস্তবে রূপ দিয়ে যাত্রা শুরু করল তারা। সোমবার অমর একুশে বইমেলায় ‘নতুন বই-এর ঘ্রাণে সুবোধ জাগুক প্রাণে’ স্লোগানে নতুন প্রাডাক্টটি চালুর ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।
এটি প্রথমবারের মতো দেশে বই কেনার জন্য সুদমুক্ত ঋণ। ১৮ বছর বা তার বেশি বয়সের সব নাগরিক (ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী) এ ঋণ নিতে পারছেন।
ঋণ গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র এবং স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি আর বাকিদের জন্য অফিসিয়াল আইডি/ভিজিটিং কার্ড লাগবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এ ঋণগ্রহিতারা পুরো বই মেলা জুড়ে বই কিনতে পারবেন। তারপর পরের মাস থেকে তিন কিস্তিতে টাকা শোধ করতে হবে। বই কেনার প্রথম ঋণ গ্রহণ করেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া।
বইমেলার শেষদিন পর্যন্ত মেলায় আইপিডিসি ফাইন্যান্সের স্টল থেকে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে ঋণ গ্রহণ করা যাবে। একজন সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পরিশোধ করা যাবে পরবর্তী তিন মাসে।