আইএফআইসি ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

আইএফআইসি ব্যাংক সুপার সেভিং প্লাস একাউন্ট

নিয়মিত সঞ্চয়ী অ্যাকাউন্টের একটি আপগ্রেড, আইএফআইসি সুপার সেভিংস প্লাস অতিরিক্ত বৈশিষ্ট্য সরবরাহ করে যাতে গ্রাহকরা তাদের সঞ্চয় থেকে আরও বেশি কিছু পেতে পারেন। আকর্ষণীয় সুদের হার, দৈনিক ভিত্তিতে সুদের গণনা, কোন অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি নেই এবং ৫ লক্ষ টাকা অবধি বীমা কভারেজ সহ, সুপার সেভিংস প্লাস আপনার সঞ্চয়ের প্রয়োজনীয় সংযোজন সরবরাহ করে।

হিসাবের বৈশিষ্ট্য
❏ এই হিসাবে লেনদেনের ভিত্তিতে সুদ দেয়া হয়।
❏ সর্বনিম্ন প্রাথমিক আমানত।
❏ বিনিয়োগের উপর আকর্ষণীয় রিটার্ন।
❏ দৈনিক ভিত্তিতে সুদের গণনা এবং মাসিক ভিত্তিতে প্রদান।
❏ কোন অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জ নেই।
❏ এই হিসাবে চেক বই ইস্যু করা হয়।
❏ ভিসা ডেবিট কার্ড সুবিধা।
❏ এটিএম বুথে ২৪ ঘন্টা অ্যাক্সেস। Q-cash এটিএম এ ফি ছাড়াই অ্যাক্সেস সুবিধা।
❏ এসএমএস ব্যাংকিং সুবিধা।
❏ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
❏ বীমা কভারেজ দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ৫,০০,০০০ টাকা এবং সাধারণ মৃত্যুর জন্য ৫০,০০০ টাকা।

ফি এবং চার্জ
❏ চেক বইয়ের ফি: ৪ টাকা/ পাতা।
❏ ডেবিট কার্ড ফি: ৫০০ টাকা।
❏ হিসাব ক্লোজিং চার্জ: ২০০ টাকা।

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
❏ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
❏ আবেদনপ্রার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
❏ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
❏ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
❏ নমিনীর আইডি কার্ডের কপি।
❏ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
❏ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button