ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিব্যাংক হিসাব

ইসলামী ব্যাংক মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব (MHSA)

হজ্জ বা হজ্জ্ব (حج‎‎) আরবি শব্দ। অর্থ নিয়ত করা, দর্শন করা, সঙ্কল্প করা, এরাদা করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করাসহ, কোনো মহৎ কাজে ইচ্ছা করা। আর শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা।

মহান আল্লাহ তায়ালা বলেন-
وَ لِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا ؕ وَ مَنۡ کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡنَ
অর্থাৎ ‘এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয। আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী’। (সূরা আলে ইমরান-৯৭)

ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার মধ্যে হজ্ব ইসলামের অন্যতম প্রধান ভিত্তি। যা সক্ষম ব্যক্তির জীবনে একবারই ফরজ। হজ্জ অস্বীকারকারী ব্যক্তি ইসলামের ভিতর থাকতে পারে না। যারা তা অস্বীকার করবে তারা ইসলাম থেকে সম্পূর্ণরুপে খারিজ হয়ে যায়।

• ইসলামে হজ্জের গুরুত্ব
আবু হোরায়রা বর্ণিত এক হাদিসে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করে এবং অশ্লীল ও গোনাহের কাজ থেকে বেঁচে থাকে, সে হজ্জ থেকে এমতাবস্খায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের পর শিশু যেমন নিষ্পাপ থাকে, সেও তদ্রূপই হয়ে যায়।” আরেকটি হাদিসে তিনি বলেছেনঃ “শয়তান আরাফার দিন হতে অধিক লজ্জিত ও অপদস্থ আর কোনো দিন হয় না, কেননা ওই দিন আল্লাহ তায়ালা স্বীয় বান্দার প্রতি অগণিত রহমত বর্ষণ করেন ও অসংখ্য কবিরা গুনাহ ক্ষমা করে দেন।” তিনি আরো বলেছেনঃ “একটি বিশুদ্ধ ও মকবুল হজ্জ সমগ্র পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তুর চেয়ে উত্তম। বেহেস্ত ব্যতীত অন্য কোনো বস্তু তার প্রতিদান হতে পারে না।”

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

পবিত্র হজ্জ পালনে আগ্রহী ব্যক্তিগণ যাতে সঞ্চয়ের মাধ্যমে যথাসময়ে হজ্জ পালন করতে পারেন, সেজন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “মুদারাবা হজ্জ সঞ্চয় প্রকল্প” চালু করেছে।

• মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্যসমূহ
নিম্নে মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-
– ব্যক্তি একক নামে মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
– এই হিসাবে ১ (এক) হতে ২৫ (পচিশ) বছরের মধ্যে হজ্জ পালনে আগ্রহী ব্যক্তিগণ মাসিক কিস্তিতে হজ্জের টাকা জমা করতে পারবেন।
– হিসাব খোলার সময় এই কিস্তির হার ও মেয়াদ নির্ধারণ করতে হবে। পরবর্তীতে তা পরিবর্তন করা যাবেনা।
– জমাকৃত টাকার উপর দৈনিক স্থিতির ভিত্তিতে সর্বোচ্চ ওয়েটেজে মুনাফা দেয়া হয়।
– কোন জমাকারী যদি পূর্ব নির্ধারিত সময়ের পূর্বেই হজ্জ সম্পাদনে আগ্রহী হন তাহলে তিনি তার মুদারাবা হজ্জ্ব সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকার সাথে ওই বছর নির্ধারিত হজ্জের টাকার অবশিষ্টাংশ জমা করে হজ্জ পালন করতে পারেন।
– কোন জমাকারী পরবর্তীতে হজ্জ সম্পানে আগ্রহী না হলে এবং তার জমাকৃত টাকা উঠিয়ে নিতে চাইলে তিনি জমার উপর মুদারাবা সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন।
– আমানতকারী গ্রহণযোগ্য কারণ দেখিয়ে আবেদন করে মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব অন্য শাখায় স্থানান্তর করতে পারবেন।
– এই হিসাবের বিপরীতে কোন চেক ইস্যু করা হয় না।

মাসিক কিস্তির হার

• মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব খুলতে যা লাগবে
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।

• মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাবের সুবিধা সমূহ
১. ঝামেলা কম।
২. মুনাফার হার বেশি।
৩. এর বিপরীতে ৮০% কর্জ গ্রহন করা যায়।
৪. মেয়াদ পূর্ণ হলে টাকা উত্তোলন না করলে সেভিংস এর রেটে অতিরিক্ত মুনাফা পাওয়া যায়।
৪. iBanking বা mCash এর মাধ্যমে কিস্তির টাকা জমা দেয়া যায়।
৫. ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাব থাকলে তা হতে অটোম্যাটিক কিস্তির টাকা স্থানান্তরের সুবিধা ও
৬. অন্য শাখা থেকে অনলাইনের মাধ্যমে বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে কিস্তির টাকা জমা দেয়া যায়।

• ইসলামী ব্যাংক মুদারাবা হজ্জ সেভিংস একাউন্ট (MHSA) আবেদন ফরম পেতে ক্লিক করুন
ব্যক্তিক হিসাব অথবা অ-ব্যক্তিক হিসাব

• বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০

আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button