ব্যাংকিং প্রফেশনাল এক্সাম

আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা সিলেবাস

ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের প্রমোশনে এর ভূমিকা অনস্বীকার্য। ব্যাংকে যারা জব করেন তাদের জন্য প্রমোশনের ক্ষেত্রে মার্ক রয়েছে।

ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) পরিক্ষার্থীদের জন্য The Institute of Bankers, Bangladesh (IBB) একটি সিলেবাস বা কারিকুলাম প্রনয়ন করেছে। যা ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) পরিক্ষার্থীদের পরিক্ষায় পাশের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। এই সিলেবাসে বিষয় ভিত্তিক আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি কোর্সের পরিকল্পনা দেয়া আছে। ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) এর সাবজেক্ট সমুহ আপনাদের সুবিধার্থে তুলে ধরা হলো৷ সিলেবাস পেতে প্রত্যেকটি বিষয়ের উপর ক্লিক করুনঃ

JUNIOR ASSOCIATE OF THE INSTITUTE OF BANKERS, BANGLADESH (JAIBB) এর সাবজেক্ট সমুহ (সকল বিষয় বাধ্যতামুলক)
Rules & Regulations (JAIBB)
1. Principles of Economics and Bangladesh Economy
2. Business Communication
3. Organization and Management
4. Laws and Practice of Banking
5. Accounting for Financial Services
6. Marketing of Financial Services

DIPLOMAED ASSOCIATE OF THE INSTITUTE OF BANKERS, BANGLADESH (DAIBB) এর সাবজেক্ট সমুহ
Rules & Regulations (DAIBB)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Compulsory Subjects (5)
1. Management of Financial Institutions
2. Lending Operations and Risk Management
3. International Trade and Foreign Exchange
4. Information Technology in Financial Services
5. Management Accounting

Optional Subjects (6)
In addition to the aforesaid compulsory subjects, any one of the following optional subjects shall be chosen by a candidate for passing DAIBB
6(a) Central Banking and Monetary Policy
6(b) Agriculture and Microfinance
6(c) SME and Consumer Banking
6(d) Islamic Banking
6(e) Investment Banking and Lease Financing
6(f) Treasury Management

আরও দেখুন:
◾ ডিপ্লোমা সার্কুলার, সময়সূচি, রেজাল্ট, সালের প্রশ্ন ও সাজেশন
◾ আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে
◾ আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা মার্কশিট উত্তোলন করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button