ব্যাংকার

ব্যাংকারদের এতগুলো গ্রুপ থাকতেও এক হতে পারছেনা কেন?

পৃথিবীতে বিভিন্ন ধরনের পেশায় বহু মানুষ কর্মরত রয়েছেন। উন্নত কিংবা অনুন্নত সকল দেশের প্রত্যেক পেশাতেই সমস্যা এবং সম্ভাবনা দুটি সমানভাবেই আছে। কর্মরত অবস্থায় তাদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা সংগঠিত হয়, তারা একসাথে ঐক্যবদ্ধ হয় তাদের সমস্যা সমাধানের জন্য। তারা নিজেদের তাগিদ থেকেই সংঘটিত হয়- তাদের কর্মপরিবেশের নিরাপত্তার জন্য, আপন অধিকার রক্ষার জন্য, আদায়ের জন্য, সর্বোপরি নিজের পরিবার ও সমাজ এবং দেশের জন্য।

আমাদের সমাজে বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে, যেমন- শিক্ষক সমিতি, চিকিৎসক পরিষদ, আইনজীবী সমিতি, প্রকৌশলী সমিতি, গার্মেন্টস শ্রমিক সংগঠন ইত্যাদি। এ সকল পেশাজীবীদের সংগঠন নিজেদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলে। যেখানে পেশাজীবীদের পক্ষে দর কষাকষি বা বার্গেনিং এজেন্টের ভূমিকা পালন করে পেশাজীবী সংগঠনগুলো।

আরও দেখুন:
ব্যাংকাররাই ব্যাংকারদের ক্ষতি করছে
ব্যাংকারদের লেন‌দেন সময় ও টা‌র্গেট ক‌মা‌নো উচিত

ব্যাংক মালিকদের সংগঠন রয়েছে, সকল ব্যাংকের এমডিদেরকে নিয়ে একটি সংগঠন রয়েছে। অথচ সরকারি-বেসরকারি মিলে আমরা এত এত ব্যাংক অফিসার আজও পর্যন্ত নিজেদেরকে একটি সংগঠনের আওতায় আনতে পারলাম না। অথচ ফেকবুকে আমাদের ব্যাংকারদের অগণিত প্ল্যাটফর্মের (গ্রুপ) রয়েছে। আমাদের দেশের ব্যাংকারদের কতগুলো প্ল্যাটফর্মের (গ্রুপ) নাম জানেন আপনি?

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আসুন ব্যাংকারদের কতগুলো প্ল্যাটফর্মের (গ্রুপ) নাম জেনে নেই-
1. Banker-ব্যাংকার
2. Banker Forum-ব্যাংকার ফোরাম
3. BD B@nkers
4. BANKS (Bankers Amity for next Generation Knowledge Sharing)
5. ব্যাংকার্স ফ্যামিলি
6. BANKERS CLUB
7. Bankers and Customers Forum
8. BD BANKER’S FORUM
9. Bangladeshi Bankers Club
10. Bank Officers Welfare Association of Bangladesh

11. BD Banker Club
12. Association of Bankers of Bangladesh
13. Bankers Welfare Association Bangladesh
14. Bankers Community of Bangladesh
15. Bankers of Bangladesh
16. Banker
17. Largest Banking Family
18. Association of Bank Officers, Bangladesh
19. Banker’s Voice Bangladesh
20. Banking Community of Bangladesh

21. Bangladeshi Bankers
22. Banker’s Diary
23. Banker’s Reading
24. Bankers of Bangladesh (BOB)
25. ব্যাংকিং টুকিটাকি
26. We The Bankers of Bangladesh
27. Bankers’ Club of Bangladesh
28. BANKERS & CUSTOMERS FORUM (ব্যাংকার্স এন্ড কাস্টমারস ফোরাম)
29. Mybankbd Banking & Bankers
30. Bankers and Customers Forum of Bangladesh

31. Bankers Family
32. Bankers Association (Only For Banking Professional)
33. Banker’s Club
34. বাংলাদেশ ব্যাংকারস ফোরাম Bangladesh Bankers Forum
35. S Alam Group Bankers Unity
36. Bankers and Customers (ব্যাংকার্স এবং কাস্টমারস)
37. SONALI BANKERS
38. ABL Expert
39. অগ্রণী ব্যাংক পরিবার
40. Janata Bank (A Group of Banker)

এর বাইরে আরো শতাধিকের বেশি গ্রুপ রয়েছে। আমাদের তো মনে হয় প্রত্যেক ব্যাংকারের একটা করে গ্রুপ রয়েছে! কিন্তু এখন প্রশ্ন হলো এতগুলো গ্রুপ থেকে লাভটা কি? এই সবগুলোকে একত্র করে যদি একটা সংগঠন বানানো যেত তাহলে মনে হয় খুব ভালো হতো।

আজ যদি ব্যাংকাররা তাদের নিজেদের ভিতর বিভক্তি ও বিভ্রান্তি দূর করে সকলেই একত্রিত হতে পারে তবে নিজ তথা দেশের জন্য হবে মঙ্গল জনক এবং ব্যাংকারদের দাবি দাওয়াগুলো ব্যাংক ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে তুলে ধরে তা আদায় করে নেয়া যাবে নচেৎ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button