বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলির জন্য ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা (RBCA) নির্দেশিকা

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি সার্কুলার, যা হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো-

প্রিয় মহোদয়,

Guidelines on Risk Based Capital Adequacy (RBCA) for Banks পরিপালন প্রসঙ্গে।

   উপরোক্ত বিষয়ে অত্র বিভাগের বিআরপিডি সার্কুলার নং ১৮, তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৪ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত সার্কুলারের সাথে সংযুক্ত গাইডলাইন্সটির Annex 4: Criteria for Inclusion of Instruments in Regulatory Capital এর ৯ নং অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন/প্রতিস্থাপন করা হলোঃ

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

   9. Reserve requirements:
The surplus amount of subordinated debt is to be reckoned as liability for the calculation of net demand and time liabilities for the purpose of determining CRR/SLR. The surplus amount of subordinated debt is the amount that was raised from issuing such bond(s) after deducting the amount bank invested in the similar bond(s) of other banks. If the figure is ‘negative’ then it will not be considered as net liability for determining CRR/SLR.

   এতদ্ব্যতীত, বিআরপিডি সার্কুলার নং ১৮, তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৪ এর সাথে সংযুক্ত গাইডলাইন্সটির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আপনাদের বিশ্বস্ত,

(আবু ফরাহ মোঃ নাছের)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০২৫২

• সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
• এ সংক্রান্ত গাইডলাইনটি দেখতে ক্লিক করুন এখানে

সূত্রঃ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক
বিআরপিডি সার্কুলার লেটার নং-১৫/২০১৮, তারিখ: ২৬ জুলাই, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button