ইন্টারনেট ব্যাংকিংইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

GP Wallet Refill করুন IBBL iBanking এর মাধ্যমে

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। ব্যাংকিং নিউজ বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম IBBL iBanking এর মাধ্যমে GP Wallet Refill করার পদ্ধতি।

• ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড GP Wallet Refill সেবা চালু করেছে। ইসলামী ব্যাংকের গ্রাহকেরা IBBL iBanking এর মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন।

কিভাবে GP Wallet Refill করতে হয় তা নিম্নে আলোকপাত করা হলোঃ
• প্রথমে IBBL iBanking এ লগ ইন করুন এই লিঙ্ক থেকে www.ibblportal.islamibankbd.com
এরপর যে পেজ আসবে সেখান থেকে উপরে বার এ GP Wallet Refill এ ক্লিক করুন।
• GP Wallet Refill তে ক্লিক করে I have read the feature detail and agree to SUBSCRIBE এ টিক দিয়ে Subscribe এ ক্লিক করুন।
• এবার বাম সাইড এর মেনু থেকে Wallet Refill এ ক্লিক করুন।
• এরপর যে পেজ আসবে সেখান থেকে Wallet Refill তে ক্লিক করুন।
• এরপর একাউন্ট সিলেক্ট করে সাবমিট দিন।
• এরপর GP Wallet No. ও টাকার পরিমাণ দিয়ে সাবমিট দিন।
• এরপর আপনার iBanking এর TPIN ও মোবাইলে প্রাপ্ত OTP বা পিন দিয়ে সাবমিট করুন।
• আপনার GP Wallet Refill সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
• GP Wallet Refill এর ভাউচার পেতে বাম সাইড এর মেইন মেনু থেকে Wallet Refill এ ক্লিক করুন।
• তারপর Date Wise Wallet Refill Request এ ক্লিক করুন।
• এরপর Wallet No. দিয়ে সাবমিট করুন।
• প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষন করে রাখতে পারেন।

আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• পিডিএফ ম্যানুয়ালটি পেতে ক্লিক করুন। এখানে

• আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন।

২ মন্তব্য

Leave a Reply to চাদের আলো Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button