বাংলাদেশ ব্যাংকব্যাংকিং

কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা

দুই-একটি ব্যতিক্রম ছাড়া পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংকই সাধারণত সরকারি মালিকানায় থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ নামে পরিচিত। ১৯৭১ সালে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ সৃষ্টি হয়। সার্বভৌমের প্রতীক হিসেবে এবং অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য একটি কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা উপলব্ধি করা থেকে ১৯৭২ সালের ৩১ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ ১২৭ অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকাস্থ আঞ্চলিক ডেপুটি গভর্নরের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে। যদিও এই অধ্যাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের একটি স্থায়ী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানায় পরিচালিত এবং একটি পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত, যার নির্বাহী প্রধান গভর্নর। ৪জন ডেপুটি গভর্নর, ১২জন নির্বাহী পরিচালক এবং ১জন অর্থনৈতিক উপদেষ্টা নির্বাহী প্রধানকে সহায়তা করে থাকেন। এছাড়া অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়ে থাকে। নিম্নে চিত্রের বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনার সাংগঠনিক কাঠামো সমূহ তুলে ধরা হলো-

গভর্নর
ডেপুটি গভর্নর (৪জন)
নির্বাহী পরিচালক (১২জন) – অর্থনৈতিক উপদেষ্টা
মহাব্যবস্থাপক – সিস্টেম ব্যবস্থাপক
সহকারী মহাব্যবস্থাপক – সিনিয়র সিস্টেম বিশেষজ্ঞ – প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
যৌথ পরিচালক – যৌথ ব্যবস্থাপক – সিস্টেম বিশেষজ্ঞ – প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী – পরিচালন ব্যবস্থাপক – প্রধান চিকিৎসক
সহকারী পরিচালক – সহ-ব্যবস্থাপক – প্রোগ্রামার – রক্ষণাবেক্ষণ প্রকৌশলী – চিকিৎসক
অন্যান্য সহযোগী কর্মকর্তা ও কর্মচারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button