বাংলাদেশ ব্যাংকব্যাংক

এক নজরে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশের আর্থিক খাত মানে মূলত ব্যাংকিং খাত। বর্তমানে ৫৮টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাত আর্থিক সেবা প্রদান করছে। বাংলাদেশের আর্থিক ব্যবস্থা তিন স্তরে বিভক্ত। যথা-

ক) Formal Sector বা নিয়ন্ত্রিত সেক্টর;
খ) Semi-formal Sector বা আধা-নিয়ন্ত্রিত সেক্টর; ও
গ) Informal Sector বা অনিয়ন্ত্রিত সেক্টর।

ক) Formal Sector বা নিয়ন্ত্রিত সেক্টর
নিয়ন্ত্রিত সেক্টরে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (FIs), বীমা কোম্পানি, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী যেমন- ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউট (MFIs) ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

Formal Sector বা নিয়ন্ত্রিত সেক্টর দুইভাগে বিভক্ত
➡ Financial Market বা আর্থিক বাজার;
➡ Regulator & Institutions বা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠান।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Financial Market এর আবার তিনটা বিভাগে বিভক্ত
➡ Money Market বা অর্থ বাজার;
➡ Capital Market বা পুঁজি বাজার; ও
➡ Foreign Exchange Market বা বৈদেশিক মুদ্রা বাজার।

Money Market বা অর্থ বাজারে থাকছে
➡ Bank বা ব্যাংক;
➡ Non-Bank Financial Institutions বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ (NBFI); ও
➡ Primary Dealers বা প্রাথমিক ডিলার।

Capital Market বা পুঁজি বাজারে থাকছে
➡ Investment Banks বা বিনিয়োগ ব্যাংক;
➡ Credit Rating Companies বা ক্রেডিট রেটিং কোম্পানি; ও
➡ Stock Exchange বা স্টক এক্সচেঞ্জ।

Foreign Exchange Market বা বৈদেশিক মুদ্রা বাজারে থাকছে
➡ Authorized Dealer বা অনুমোদিত ডিলার।

Regulator & Institutions বা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানে থাকছে
➡ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক রেগুলেট করে (৫৮ তফসিলী + ৫টি অ-তফসিলী) ব্যাংক ও ৩৪টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্টান (NBFIs)।
➡ IRDA (Insurance Development & Regulatory Authority) এটি নিয়ন্ত্রণ করে ১৮টি জীবন বীমা ও ৪৪ টি অ-জীবন (Non-Life) বীমা কোম্পানি।
➡ BSEC (Bangladesh Securities & Exchange Commission) এটি নিয়ন্ত্রণ করে স্টক এক্সচেঞ্জ, স্টক ডিলার ও ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা সংস্থা (AMCs), ক্রেডিট রেটিং এজেন্সি ইত্যাদি।
➡ MRA (Microcredit Regulatory Authority) এটি ৫৯৯টি ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান (MFIs) নিয়ন্ত্রণ করে থাকে।

খ) Semi-Formal Sector এর বর্ণনা
আধা নিয়ন্ত্রিত সেক্টরে সেই সকল সংস্থা অন্তর্ভুক্ত যেগুলো সেন্ট্রাল ব্যাংক, বীমা কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন বা অন্য কোনও কার্যকর আর্থিক নিয়ন্ত্রকের অধীন নয়। এ সেক্টরটি মুলত কয়েকটা বিশেষায়িত আর্থিক প্রতিষ্টান নিয়ে গঠিত যথা-
১) Bangladesh House Building Finance Corporation বা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (HBFC);
২) Palli Karma Sahayak Foundation বা পল্লী কর্মা সহায়িক ফাউন্ডেশন (PKSF);
৩) Grameen Bank বা গ্রামীণ ব্যাংক;
৪) Samabay Bank বা সমবায় ব্যাংক; ও
৫) NGOs and Discrete Government Programs বা এনজিও ও বিচ্ছিন্ন সরকারি প্রোগ্রাম।

গ) Informal Sectors বা অনিয়ন্ত্রিত সেক্টর
অনিয়ন্ত্রিত সেক্টরে এমন কিছু ব্যক্তিগত মধ্যস্থতাকারী প্রতিষ্টান রয়েছে যেগুলোর প্রায় সবগুলোই অনিয়ন্ত্রিত। এই সেক্টরে সাধারণত সরকার দ্বারা কোনও কর বা নজরদারি আরোপ করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button