এক্সিম ব্যাংক লিমিটডব্যাংক হিসাব

এক্সিম ব্যাংক আল ওয়াদিয়া চলতি হিসাব

আল ওয়াদিয়া চলতি হিসাব ইসলামী শরীয়াহ নীতি অনুযায়ী পরিচালিত হয় যেখানে ব্যাংক রক্ষক এবং ট্রাস্টী রূপে আল-আমানাহ হিসাবে তহবিল সংরক্ষন করে। এই ক্ষেত্রে সঞ্চয়কারীর অনুমতি সাপেক্ষে ইসলামী শরীয়াহ অনুযায়ী তহবিল ব্যবহার করা হয় এবং সঞ্চয়কারী কোন ধরনের মুনাফা ভোগ করতে পারেন না। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের চাহিদা মোতাবেক সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। টাকা উত্তোলনের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ গ্রাহক এক কর্মদিবসে যত বার প্রয়োজন টাকা উত্তোলন করতে পারেন।

হিসাবের মূল বৈশিষ্ট্য
● এক্সিম ব্যাংক ইসলামী শরীয়াহ্ মোতাবেক আল ওয়াদিয়া নীতির আলোকে আল ওয়াদিয়া চলতি হিসাব পরিচালনা করে।
● এই হিসাবে জমাকৃত অর্থ চাওয়া মাত্র গ্রাহককে দেয়া হয় এবং গ্রাহকের কাছ থেকে ব্যাংক তার টাকা ব্যবহারের অনুমতি নেয়।
● এই হিসাবে গ্রাহক তার ইচ্ছে মাফিক লেনদেন করতে পারেন। অর্থাৎ যেকোন পরিমান জমা বা উত্তোলন করা যায়।
● এই হিসাবে কোন মুনাফা দেয়া হয় না এবং জমাকারীকে কোন লোকসানও বহন করতে হয় না।
● হালাল পন্থায় বা সুদ ব্যতীত লেনদেন।
● চেক বই সুবিধা।
● এটিএম কার্ড সুবিধা।
● ফ্রি অনলাইন ব্যাংকিং সুবিধা।
● একাউন্টে কোন ওভার ড্রাফট গ্রহণযোগ্য হয় না।
● কোন প্রকার নোটিশ ছাড়াই গ্রাহক তার সম্পূর্ন অথবা আংশিক তহবিল উত্তোলন করতে পারেন।
● ব্যালান্স অনুসন্ধান/ মিনি স্টেটমেন্ট।
● মোবাইল ফোনে এস এম এস ব্যাংকিং সুবিধা।
● ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।

নির্বাচিত হওয়ার যোগ্যতা
● নূন্যতম বয়স: ১৮ বছর।
● বাংলাদেশী নাগরিক হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
● একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
● আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
● জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
● নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
● নমিনীর আইডি কার্ডের কপি।
● ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
● টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
● একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাবের অতিরিক্ত শর্তাবলী/নিয়মাবলী
১. আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাবের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ করা হবে-
(ক) আল-ওয়াদিয়াহ্ নীতিসমূহ অনুসরণ করে আল-ওয়াদিয়াহ্ চলতি আমানত হিসাবের আমানত গ্রহণ করা হবে যার ওয়েটেজ শূন্য এবং কোন মুনাফা প্রদান করা হবে না। ব্যাংক আল-ওয়াদিয়াহ্ চলতি আমানত হিসাবের আমানত ব্যবহারের অধিকার সংরক্ষণ করে।
২. চেক পরিশোধ বন্ধ রাখার নির্দেশ (Stop payment Instruction), চেক বই ইস্যু, ব্যাংক সচ্ছলতার সার্টিফিকেট, হিসাব বিবরণী, অন-লাইন লেনদেন, স্থিতি অনুসন্ধান (Balance Enquiry) সম্পর্কিত সকল নির্দেশনা ব্যাংককে লিখিত আকারে দিতে হবে। ব্যাংক গ্রাহকের অনুরোধে তার অনুমোদিত কোন ব্যক্তিকে চেক বই, সচ্ছলতার সার্টিফিকেট (Solvency Certificate), হিসাব বিবরণী ইত্যাদি বন্ধ খামে সরবরাহ করতে পারবে। কোন চেক/ইন্সট্রুমেন্ট পরিশোধের পর কোন চেক পরিশোধ বন্ধ রাখার নির্দেশ (Stop payment Instruction) আসলে তা বাতিল বলে গণ্য হবে।
৩. কোনরূপ অনিয়ম অথবা প্রতারণা পরিলক্ষিত হলে ব্যাংক গ্রাহকের যে কোনো হিসাবের যে কোনো লেনদেন প্রক্রিয়াকরণে অসম্মতি জ্ঞাপন করতে পারবে।
৪. ব্যাংকে হিসাব খোলার পূর্বেই গ্রাহককে সব দলিলাদি সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে। সকল নিয়মাবলীর পূর্ণাঙ্গ অনুসরণ না হওয়া পর্যন্ত কোন চেক বই ইস্যু করা হবে না।
৫. (এক) বছর কোনরূপ লেনদেন না হলে আল-ওয়াদিয়াহ্ চলতি আমানত হিসাব সুপ্ত (Dormant) হিসাবে রূপান্তরিত হবে।
৬. যদি কোন হিসাবের লেনদেন এক বছর বা তার অধিক কাল বন্ধ থাকে তাহলে ব্যাংক শূন্য স্থিতি সম্বলিত যে কোনো হিসাব বন্ধ করে দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
৭. ১৯৯১ সালের ব্যাংক কোম্পানী আইনানুযায়ী ১০ (দশ) বছর ও তদূর্ধ্ব মেয়াদ পর্যন্ত কোন হিসাবে লেনদেন না হলে সংশিষ্ট হিসাবটি অদাবীকৃত (Unclaimed) হিসেবে গণ্য করে উক্ত হিসাবের স্থিতি বাংলাদেশ ব্যাংকে স্থানান্তর করে দেয়া হবে।

বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button