বিকল্প ব্যাংকিং

ই-ব্যাংকিং কী?

ইলেকট্রনিক ব্যাংকিং shortly সকলের নিকট ই-ব্যাংকিং নামে অধিক সমাদৃত। ইলেকট্রনিক ব্যাংকিং হলো অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সকল গ্রাহকদের নিকট ব্যাংকিং কার্যক্রমের সেবা পৌছে দেয়া। গতানুগতিক ব্যাংকিং সেবার মান ও নির্ভুলতা দূর করে গ্রাহক চাহিদা পূরণ করছে ইলেকট্রনিক ব্যাংকিং। নিবন্ধটি আপনি পড়ছেন ব্যাংকিং নিউজ বিডি ডটকম-এ। ই- ব্যাংকিং হলো কম্পিউটার তথা Online সম্পৃক্ত যুগোপযোগী কার্যক্রম দ্বারা অনুধাবনযোগ্য।

ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে International Journal of Research in Business Management (IJRBM) এর অভিমত হলো, “E-Banking Implies provision of banking products and services through electronic delivery channels.” অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিং হলো ইলেকট্রনিক ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং পণ্য ও সেবা পৌছে দেয়ার বিধান।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

বর্তমানে আধুনিক যুগে সারিবদ্ধভাবে লাইনে না দাঁড়িয়ে বরং যখনই প্রয়োজন তখনই সেবা প্রাপ্তির Virtual transaction হলো ইলেকট্রনিক ব্যাংকিং। এর ফলে অধুনিকায়ন তথা দ্রততম সময়ে নির্ভুলভাবে ব্যাংকিং সেবা গ্রাহক পেতে পারে। নিবন্ধটি আপনি পড়ছেন ব্যাংকিং নিউজ বাংলাদেশ-এ। গ্রাহক এবং ব্যাংকিং কার্যক্রমের শক্তিশালী সেতুবন্ধন হলো ইলেকট্রনিক ব্যাংকিং যা নির্দিস্ট সময়ের মাঝে সীমাবদ্ধ নয়।

ইলেকট্রনিক ব্যাংকিং হলো ইলেকট্রনিক কমার্সের একটি কার্যকর শাখা যা দ্বারা বহুবিধ সেবা প্রদান হয়ে থাকে। যেমন:
১. ইলেকট্রনিক পদ্ধতিতে দ্রত অর্থ জমাদান ও উত্তোলন কার্যক্রম।
২. এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা।
৩. নগদ চেক ব্যতীত কেনাকাটা করা।
৪. বিভিন্ন প্রকার বিল পরিশোধ: যথা- গ্যাস, পানি, টেলিফোন বিল পরিশোধ ইত্যাদি।
৫. বৈদেশিক লেনদেনে অংশগ্রহণ করা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button