ইস্টার্ন ব্যাংক পিএলসিকার্ড সার্ভিসক্রেডিট কার্ড

ইবিএল ভিসা আর্মি প্লাটিনাম ক্রেডিট কার্ড

আপনার বেতন যদি নূন্যতম ৩০,০০০ টাকা হয়, তাহলে আপনি পেতে পারেন আকর্ষনীয় সব ফিচারসহ Eastern Bank এর ভিসা আর্মি প্লাটিনাম ক্রেডিট কার্ড।

ইবিএল ভিসা আর্মি প্লাটিনাম ক্রেডিট কার্ড এর সুবিধা
• ঝুঁকি এসিউর‍্যান্স প্রোগ্রাম;
• ভ্রমণ দুর্ঘটনা বীমা;
• বিশেষ ইস্যু ফি;
• কার্ড নবায়ন ফি ফ্রি;
• প্রথম কার্ড চেক বই ফ্রি;
• ৪৫ দিন ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড;
• গ্রেট ডিসকাউন্ট;
• সম্পূরক কার্ড ফ্রি;
• ইবিএল জিপ সুবিধা; ইবিএল জিপ সুবিধা দেখতে ক্লিক করুন এখানে;
• ইবিএল HiPO সুবিধা;
• কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু;
• ২৪X৭ কন্ট্যাক্ট সেন্টার;
• সুবিধাজনক পেমেন্ট অপশন-
» শাখা বা ইবিএল ড্রপবক্সে ক্যাশ পেমেন্ট;
» ইবিএল অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধা;
» ইবিএল স্কাইবাকিং/ আই-ব্যাংকিং এর মাধ্যমে প্রদান;
• পার্টনার হোটেলে সর্বোচ্চ ৫৫% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে;
• সকল ফ্যাশন সাজ-সজ্জার উপর সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা এবং জুয়েলারির দোকানে ডায়মন্ড জুয়েলারির উপরে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা;
• সকল পার্টনার স্বাস্থ্য এবং বিউটি কেয়ারে সর্বোচ্চ ১৫% পর্যন্ত;
• টার্মস এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে;
• ইবিএল ভিসা আর্মি প্লাটিনাম ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

এছাড়া আরো যে সকল সুবিধা পাওয়া যায়-
১. ফ্রী SMS এলার্ট।
২. ফ্রী Priority Pass সুবিধা।
৩. সারা দেশে ৩০০০+ Discount পার্টনার এবং ইএমআই সুবিধা।
৪. ফ্রী ইন্টারনেট ব্যাংকিং এবং E-Statement সুবিধা।
৫. হযরত শাহ্‌জালাল এবং শাহ্‌-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী স্কাই লাউঞ্চ সুবিধা।

প্রয়োজনীয় কাগজপত্র
১) ব্যক্তিগত ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে
• পূরণকৃত আবেদন ফরম;
• বৈধ পাসপোর্ট;
• জাতীয় ভোটার আইডি কার্ডের কপি;
• টিআইএন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন জমা স্লিপ কপি;
• পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি;
• আবেদনকারী কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত নমিনীর ছবি;
• B/S যাচাইকরণের জন্য স্বাক্ষরিত অনুমোদন পত্র;
• সম্পূর্ণ সিআইবি ফর্ম।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

২) চাকুরীজীবীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
• সর্বশেষ বেতনের সার্টিফিকেট/ পে স্লিপ এর সাথে DOJ এবং চাকরির সর্বশেষ বেতনের সার্টিফিকেট অনুমোদিত ব্যক্তির নাম, সীল দ্বারা স্বাক্ষরিত হতে হবে (লাইন ম্যানেজার/এইচআর/অ্যাকাউন্টস/ফাইন্যান্স এর নাম এবং বিভাগ উল্লেখ থাকতে হবে);
• সর্বশেষ তিন মাসের ব্যাংক বিবরণী (যাদের বেতন নগদে দেয়া হয় তাদের সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী)।

৩) স্ব-নিযুক্ত পেশাজীবীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ক) মালিকানা
– সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ব্যক্তিগত/ফার্ম);
– ট্রেড লাইসেন্স (সর্বশেষ ২ বছরের পুরনো)।

খ) অংশীদারিত্ব
– সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ব্যক্তিগত/ফার্ম);
– পার্টনারশিপ ডিড কপি;
– ট্রেড লাইসেন্স (সর্বশেষ ২ বছরের পুরনো);
– অংশীদারী দলিল (নিবন্ধিত/নোটরাইজড)।

গ) লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
– সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ব্যক্তিগত এবং কোম্পানি উভয়েরই)
– স্মারকলিপি এবং আর্টিকেল অফ এসোসিয়েশনের কপি
– সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি;
– সর্বশেষ সিডিউল X কপি (অবশ্যই MOA ২ বছরের পুরানো হতে হবে)।

৪) ডাক্তার, পেশাজীবী এবং বাড়িওয়ালাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
• যাদের কেবল এমবিবিএস ডিগ্রী এর সার্টিফিকেট আছে তাদের বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কপি;
• বাড়ির মালিকানার দলিল (হোল্ডিং ট্যাক্স পরিশোধের প্রমাণ/বিদ্যুত বিলের কপি ইত্যাদি) এবং ভাড়ার চুক্তি।

ফি এবং চার্জসমূহ
• কার্ড/পিন পুনঃইস্যু ফী ৫০০ টাকা;
• ই-স্টেটম্যান্টের অনুলিপির কপি প্রতিটি অনুরোধের জন্য ১০০ টাকা;
• লিমিটের অতিরিক্ত পরিমাণের ফী ৩০০ টাকা বা ৫ ডলার;
• সার্টিফিকেট ফী ৪০০ টাকা;
• ঝুঁকির নিশ্চয়তার ফী ০.৩৫%;
• প্রথম চেক বই ফ্রী এবং দ্বিতীয় ও পরবর্তী চেক বই থেকে ২৫০ টাকা;
• লেনদেনের সতর্কতার (অ্যালার্ট) ফী ২০০ টাকা প্রতি বছর।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ cardsteam@ebl.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button