ইস্টার্ন ব্যাংক পিএলসিকার্ড সার্ভিস

ইবিএল পেরোল কার্ড

ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিভিন্ন কোম্পানির সদস্যদের জন্য ইবিএল ভিসা পেরোল কার্ড সরবরাহ করে থাকে। ইবিএল পেরোল প্যাকেজের তিনটি ধাপ-
• ইবিএল এক্সিকিউটিভ স্যালারি অ্যাকাউন্ট;
• ইবিএল ইজি অ্যাকাউন্ট;
• ইবিএল ভিসা পেরোল কার্ড।

ইবিএল পেরোল প্যাকেজ এর উপকারিতা
• নিয়োগকর্তার উপকারিতা;
• বেতন বিতরণ;
• EBL এর সাথে আপনার বর্তমান অ্যাকাউন্ট থেকে আপনার কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি বেতন জমা/ফেরত পাঠান;
• একক বেতন ক্রেডিট, EBL এর সাথে কর্পোরেট অ্যাকাউন্ট থাকা সংস্থার জন্য একই দিনে বেতন ক্রেডিট।

ইবিএল এক্সপ্রেস প্রিপেইড কার্ড এর বৈশিষ্ট্য
• ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জিরো ব্যালেন্স প্রিপেইড কার্ড;
• এক ঘন্টার মধ্যে কার্ডে স্থানান্তর নিশ্চিতকরণ (ডেবিট নির্দেশ প্রাপ্তির পরে);
• ব্যাংক দ্বারা নিশ্চিতকরণ এসএমএস;
• ব্যাংক দ্বারা লেনদেন সতর্কতা- চাহিদা মোতাবেক;
• সব সদস্যদের বার্ষিক ব্যয় এর সংক্ষিপ্ত বিবরণ;
• ভ্রমণ দুর্ঘটনা বীমা ১,০০,০০০ টাকা পর্যন্ত @ প্রিমিয়াম- চাহিদা মোতাবেক;
• চেকবই সুবিধা- চাহিদা মোতাবেক;
• সারা দেশে নগদ টাকা প্রত্যাহার সুবিধা;
• সাধারণ উত্তোলন সীমা: ৫০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত।

* ইবিএল এক্সপ্রেস প্রিপেইড কার্ড সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button