ইবিএল ওয়েল এন্ড গ্যাস কার্ড
আপনার যদি একটি গাড়ি থাকে, তাহলে এই কার্ডটি আপনার জন্য। চলে এলো ইবিএল ওয়েল এন্ড গ্যাস কার্ড। প্রতিদিন তেল/গ্যাস কেনার জন্য টাকা দেবার ঝামেলা এড়াতে আপনার ড্রাইভারকে ওয়েল এন্ড গ্যাস সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করে দিন আর বিভিন্ন সুবিধা উপভোগ করুন।
ইবিএল ওয়েল এন্ড গ্যাস কার্ড এর সুবিধা
• ১০০টিরও বেশি ফুয়েল ষ্টেশনে কার্ড গ্রহণ;
• জ্বালানী ক্রয়ের জন্য কোন নগদ অর্থের প্রয়োজন নেই;
• সম্পূরক কার্ড এ সর্বোচ্চ খরচ সীমা সেটকরণ;
• জ্বালানী ব্যয় ট্র্যাক বিবৃতি;
• প্রতিটি লেনদেনের জন্য লেনদেন সতর্কতা;
• গাড়ী সম্পর্কিত সেবার জন্য বিনামূল্যে VROOM সিলভার সদস্যপদ কার্ড;
• কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু;
• ২৪X৭ কন্ট্যাক্ট সেন্টার;
• সুবিধাজনক পেমেন্ট অপশন-
» শাখা বা ইবিএল ড্রপবক্সে ক্যাশ পেমেন্ট;
» ইবিএল অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধা;
» ইবিএল স্কাইবাকিং/ আই-ব্যাংকিং এর মাধ্যমে প্রদান;
• টার্মস এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে
• ইবিএল ওয়েল এন্ড গ্যাস কার্ড সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।
এছাড়া আরো যে সকল সুবিধা পাওয়া যায়-
১. ফ্রী SMS এলার্ট।
২. ফ্রী Priority Pass সুবিধা।
৩. সারা দেশে ৩০০০+ Discount পার্টনার এবং ইএমআই সুবিধা।
৪. ফ্রী ইন্টারনেট ব্যাংকিং এবং E-Statement সুবিধা।
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ cardsteam@ebl.com.bd
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |