ইস্টার্ন ব্যাংক পিএলসিবিনিয়োগ ও লোন

ইবিএল হোম ক্রেডিট

ইবিএল হোম ক্রেডিট বাড়ী পুনর্নবীকরণ/সম্প্রসারণ/নির্মাণ/ক্রয়ের উদ্দেশ্যে যোগ্য ব্যক্তিদের জন্য একটি (EMI ভিত্তিক) ঋণ সুবিধা।

ইবিএল হোম ক্রেডিট লোনের বৈশিষ্ট্য
• প্রতিযোগিতামূলক সুদের হার। সুদের হার দেখতে ক্লিক করুন এখানে;
• বাড়ি/ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট সংস্কার;
• বাড়ি নির্মাণ;
• নতুন সম্পত্তি ক্রয়;
• ফিনিশিং কাজ ইত্যাদি;
• এছাড়া যে কোন বৈধ উদ্দেশ্যে।

নির্বাচিত হইবার যোগ্যতা
• বয়স:
» নূন্যতম: (অ্যাপ্লিকেশনের সময়) ২৫ বছর।
» বেতনভোগীর ক্ষেত্রে: ৬৫ বছর বা অবসরকালীন বয়স।
• অভিজ্ঞতা
» বেতনভোগী কর্মকর্তা: বর্তমান নিয়োগকর্তা কর্তৃক ৬ মাসের কর্মসংস্থান সহ ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা (প্রবেশন সময় সহ)। আবেদনকারীর আবেদনপত্রের সময় স্থায়ী কর্মচারী হিসেবে নিশ্চিত করতে হবে।
» পেশাদার: BMDC/পেশাগত সার্টিফিকেশন অনুযায়ী পেশায় ন্যূনতম ৩ বছর অনুশীলন।
» ব্যবসায়ী: ট্রেড লাইসেন্স অনুযায়ী ব্যবসায়ে কমপক্ষে ৩ বছর জড়িত থাকা।
• মাসিক আয়:
» বেতনভোগী কর্মকর্তা: ৩০,০০০ টাকা
» পেশাদার/স্বনিযুক্ত: ৪০,০০০ টাকা
» ব্যবসায়ী: ৫০,০০০ টাকা।

আবেদনকারীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
• বেতনভোগী কর্মচারীদের জন্য
– জাতীয় আইডি/পাসপোর্ট এর কপি;
– সাম্প্রতিক তোলা রঙীন ছবি ২ কপি;
– ইবিএল ফরম্যাট অনুযায়ী ভূমিকা (LOI) পত্র;
– চাকুরীতে কর্মরত প্রমাণ করার জন্য নিয়োগকর্তা থেকে চিঠি এবং রিলিজ চিঠি;
– ৩ বছর ‘সার্ভিস অভিজ্ঞতা (যদি বর্তমান চাকুরির আবেদনকারীর চাকুরির মেয়াদ ৩ বছরের কম হয়);
– সর্বশেষ ৩ মাসের বেতন স্লি প (যদি থাকে);
– সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট;
– টিআইএন সনদ এবং সর্বশেষ ট্যাক্স রিটার্ন দাখিল কপি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• স্ব-নিযুক্ত/পেশাদারদের জন্য
– জাতীয় আইডি/পাসপোর্ট এর কপি;
– সাম্প্রতিক তোলা রঙীন ছবি ২ কপি;
– পেশাদার ডিগ্রি এবং পেশাদার বডি থেকে সদস্যতা সার্টিফিকেট (৩ বছরের অনুশীলন প্রমাণসহ);
– অনুশীলন/Practice আয়ের ঘোষণা;
– সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট;
– টিআইএন সনদ এবং সর্বশেষ ট্যাক্স রিটার্ন দাখিল কপি।

• ব্যবসায়ীদের জন্য
– জাতীয় আইডি/পাসপোর্ট এর কপি;
– সাম্প্রতিক তোলা রঙীন ছবি ২ কপি;
– ট্রেড লাইসেন্স এর কপি (সর্বশেষ ৩ বছর);
– সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন (লিমিটেড কোম্পানীর জন্য);
– পরিমেল স্মারকলিপি, সাম্প্রতিক সিডিউল X ও XII (লিমিটেড কোম্পানীর জন্য);
– পার্টনারশীপ ডিড (অংশীদারী ব্যবসায়ের জন্য);
– সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট (কোম্পানী ও নিজের);
– টিআইএন সনদ এবং সর্বশেষ ট্যাক্স রিটার্ন দাখিল কপি।

• জমি/বাড়ির মালিকদের ক্ষেত্রে
– জাতীয় আইডি/পাসপোর্ট এর কপি;
– সাম্প্রতিক তোলা রঙীন ছবি ২ কপি;
– ভাড়া দেওয়া সম্পত্তির টাইটেল ডিড;
– বৈধ ভাড়া ডিড কপি;
– সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ভাড়া আদায় প্রমাণের জন্য);
– টিআইএন সনদ এবং সর্বশেষ ট্যাক্স রিটার্ন দাখিল কপি;
– ভাড়াটে সম্পত্তির জন্য আবেদনকারীর নামে ইউটিলিটি বিল কপি;
– সম্পত্তির ক্ষেত্রে সিটি জরিপ মিঊটেশন;
– সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিল্ডিং প্ল্যান অনুমোদন পত্র;
– আইনি পরীক্ষা এবং মূল্যায়নের জন্য এক সেট সম্পত্তির ডকুমেন্টেশন;
– এছাড়া প্রয়োজনীয় প্রাসঙ্গিক ডকুমেন্টে।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button