ইস্টার্ন ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

ইবিএল ফিক্সড ডিপোজিট

ইবিএল এফডি শুধুমাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য পৃথক মেয়াদে আমানত হিসাব।

হিসাবের মূল বৈশিষ্ট্য
• যেকোন EBL শাখায় এই হিসাব খোলা যাবে।
• আকর্ষণীয় সুদের হার। সুদের হার দেখতে ক্লিক করুন এখানে
• প্রাথমিক আমানতের পরিমাণ- ৫০০০০ টাকা বা তার গুনীতক।
• গ্রাহক একাধিক ইবিএল এফডি হিসাব খুলতে পারবেন।
• মেয়াদ ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর এবং ৩ বছর।
• যদি কোন ব্যক্তি মেয়াদপূর্তির পূর্বেই তার আমানতকৃত অর্থ উত্তোলন করতে চায়, তবে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করা হবে-
১) তিন মাসের পূর্বে হলে কোন সুদ প্রদান করা হবে না।
২) তিন মাসের পরে হলে সঞ্চয়ী হিসাবের ভিত্তিতে সুদের হার উপভোগ করতে পারবেন।

নির্বাচিত হওয়ার যোগ্যতা
• বাংলাদেশি নাগরিক হতে হবে।
• কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
• সম্পূর্ণ আবেদন ফরম।
• আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
• জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
• নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
• ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
• টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য বৈশিষ্ট্য ও সুবিধা
• ইবিএল ফিক্সড ডিপোজিট একটি পুনঃনবায়নযোগ্য সুদসহ/সুদবিহীন হিসাব।
• আমানতকারী তার ইচ্ছামত এই হিসাব খুলতে পারবেন।
• আমানতকৃত অর্থের উপর সর্বোচ্চ ৯০% ঋণ সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button