ইন্টারনেট ব্যাংকিংডাচ্-বাংলা ব্যাংক পিএলসি

ডাচ-বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং

আপনাদের যাদের ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট আছে তারা খুব সহজেই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য এপ্লাই করে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা ব্যবহার করতে পারেন।

ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট সার্ভিস পেতে হলে আপনাকে ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট করতে হবে। নিকটস্থ ফাস্ট ট্র‍্যাক থেকে অথবা আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখায় গিয়ে একাউন্ট করা যাবে। আর একাউন্ট করা থাকলে আপনি যদি ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট সার্ভিস পেতে চান তাহলে যে শাখায় একাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু করার জন্য একটি দরখাস্ত করতে হবে। দরখাস্তটি ডিবিবিএলের ওয়েবসাইট থেকে অথবা এখান থেকে পাওয়া যায়। ফরম ফিলাপ করে জমা দিলে ব্যাংক আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে লগইন করার জন্য।

এরপর আপনি ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অথবা এই লিংক থেকে ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করার অপশন পাবেন। সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

এখানে আপনি ইচ্ছে করলে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে পারেন। আর না চাইলে ভার্চুয়াল কিবোর্ড থেকে চেকমার্কটা আনচেক করে আপনার ডিভাইসের কিবোর্ড ব্যবহার করতে পারেন। লগইন করার পর আপনি প্রথমে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন আপনার একাউন্ট সিকিউর রাখার জন্য। ব্যাংক থেকে যে পাসওয়ার্ড দিবে সেটা আপনি ব্যবহার না করে আপনি নিজের দেয়া পাসওয়ার্ড ব্যবহার করবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং লগইন করার পর আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। কবে কত ট্রানজেকশন হয়েছে তাও দেখতে পারবেন।

আপনি আপনার একাউন্টের টাকা থেকে টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেই। ব্যাংকে যাওয়া ছাড়াই আপনি এখান থেকে আপনার একাউন্টের মিনি এস্টেটমেন্ট জেনারেট করতে পারবেন।

ডাচ-বাংলা ব্যাংক 2FA টোকেন
আপনি চাইলে ডাচ-বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার একাউন্ট থেকে টাকা অন্য একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনাকে ডাচ-বাংলা ব্যাংকের শাখা অফিসে গিয়ে একটা দরখাস্ত করতে হবে। দরখাস্তটা হচ্ছে এরকম যে, আমি ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর পুরোপরি সার্ভিস পাওয়ার জন্য 2FA টোকেন নিতে চাই। 2FA টোকেন নিতে ক্লিক করুন এখানে

এই 2FA মানে টু ফ্যাক্টর অথ্যেন্টিকেশন। এই টোকেনটা দুই ধরনের হয়ে থাকে।
• সফটওয়্যার টোকেন।
• হার্ডওয়্যার টোকেন।

তবে আমি ব্যক্তিগতভাবে হার্ডওয়্যার টোকেনটাই নিতে বলব। কারন এটা যেকোনো ডিভাইসেই ব্যবহার করা যাবে। ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার সময় আপনার এই 2FA সফটওয়্যার টোকেন অথবা হার্ডয়্যার টোকেনটা লাগবে। এই টোকেন থেকে পাসওয়ার্ড নিতে হয়। আর এই টোকেন আপনি দরখাস্ত করার ২-৩ দিন পর পাবেন।

ডাচ-বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা
• হিসাবের সার সংক্ষেপ জানা
• হিসাবের বিস্তারিত জানা
• তহবিল স্থানান্তর করা
• অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করা
• বিল পরিশোধ করা
• স্থায়ী নির্দেশাবলী প্রদান
• টার্ম ডিপোজিট খোলা/সংশোধন করা
• ঋণ পরিশোধ করা
• বিবৃতির অনুরোধ করা
• চেক বই এর অনুরোধ করা
• চেক স্ট্যাটাস অনুসন্ধান করা
• চেক পেমেন্ট বন্ধ করা
• সুদের হার অনুসন্ধান করা
• বৈদেশিক মুদ্রার হার অনুসন্ধান করা
• পাসওয়ার্ড পরিবর্তন করা।

ডাচ-বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর অসুবিধা
• একাউন্ট খোলার পর ৩ দিন লাগে একাউন্ট একটিভ হতে।
• রিসিট নিলে ৩ টাকা চার্জ কাটে।
• কাস্টমার কেয়ার স্ট্রং না।

বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
অথবা ✆ কল সেন্টারঃ ১৬২১৬ এ কল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button