ব্যাংকিং

CRR এবং SLR এর মধ্যে পার্থক্য

CRR এবং SLR উভয়ই আর্থিক নীতির উপাদান। তবে, তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে CRR এবং SLR এর মধ্যকার পার্থক্য সমূহ তুলে ধরা হলো-

১) এসএলআরের ক্ষেত্রে, ব্যাংকগুলোকে তরল সম্পদের রিজার্ভ রাখতে বলা হয়, যার মধ্যে নগদ অর্থ এবং স্বর্ণ উভয়ই অন্তর্ভুক্ত।
অন্যদিকে সিআরআরের ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের সাথে নগদ অর্থ রিজার্ভ হিসেবে রাখতে হয়।
২) SLR এর ক্ষেত্রে ব্যাংক এসএলআর হিসাবে জমাকৃত টাকা থেকে আয় করে।
অন্যদিকে ব্যাংকগুলো সিআরআর হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে লাভ পায় না।

৩) ঋণ সম্প্রসারণের ক্ষেত্রে ব্যাংকের লিভারেজ নিয়ন্ত্রণ করার জন্য এসএলআর ব্যবহার করা হয়।
সেন্ট্রাল ব্যাংক ব্যাংকিং সিস্টেমে সিআরআর এর সাহায্যে তারল্য নিয়ন্ত্রণ করে।
৪) এসএলআরের ক্ষেত্রে, ব্যাংকগুলোর তরল সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য সিকিউরিটিজগুলো নিজেদের কাছে রাখতে হয়।
অন্যদিকে সিআরআরের ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকের সাথে নগদ অর্থ রিজার্ভ হিসেবে রক্ষণাবেক্ষণ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button