ইসলামী ব্যাংকিংঢাকা ব্যাংক পিএলসি

ঢাকা ব্যাংক ইসলামিক ব্যাংকিং

ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং দেশে ও বিদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স ইতিমধ্যেই ব্যাংকিং ব্যবসায়ের প্রায় ৩০% জুড়ে রয়েছে। ইসলামী মূল্যবোধ ও সততা মেনে চলার মাধ্যমে ঢাকা ব্যাংক তার দুইটি শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা সরবরাহ করছে। ২২ জুলাই ২০০৩ তারিখে ঢাকা ব্যাংক তাদের প্রথম ইসলামী ব্যাংকিং শাখা মতিঝিল, ঢাকায় উদ্বোধন করে এবং ২০০৪ সালের ২২ মে ইসলামী ব্যাংকিং শাখা মুরাদপুর, চট্টগ্রাম খোলে।

Objectives of Dhaka Bank Islamic Banking (ঢাকা ব্যাংক ইসলামিক ব্যাংকিং এর উদ্দেশ্য)
• অর্থনৈতিক ক্ষেত্রে নিপীড়ন ও বৈষম্য দূর করে সম্পদের ন্যায় সঙ্গত বন্টন নিশ্চিত করা।
• সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
• সম্পদের সুষ্ঠ ব্যবহার দ্বারা কল্যাণ অর্জন।
• ব্যক্তিগত ও সামাজিক কল্যাণ ও অনিশ্চয়তা এড়াতে সম্পদের সঠিক বিনিয়োগ।
• সমাজের কল্যাণ ও প্রয়োজনীয়তা শুধুমাত্র লাভের পরিবর্তে।
• তুলনামূলকভাবে কম উন্নত ও বঞ্চিত এলাকায় বিনিয়োগ যেমন- কৃষি, শিল্প ও বাণিজ্য সহ সাধারণ বিনিয়োগে অগ্রাধিকার।
• অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন।
• মানব সম্পদ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মৌলিক চাহিদা মেটানো এবং মানুষের জীবনের অবস্থার বিকাশ।
• রিবা মুক্ত পণ্য লেনদেনের পাশাপাশি বৈধ ব্যবসা এবং আর্থিক লেনদেন সহায়তা।
• সমাজের সুষম উন্নয়নে সহায়তা করা।
• ছোট ও বড় ব্যবসায়ে মূলধন নিয়োজিত করা এবং অর্থনীতিতে দৃঢ়তা তৈরি করা।
• সমাজে অনিশ্চয়তা এড়ানোর জন্য দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের আর্থিক শক্তি উন্নত করে ইসলামী আর্থিক ব্যবস্থার উপর আরো আস্থা তৈরি করা।
• সমাজ থেকে দারিদ্র্যতা দূর করতে ভূমিকা পালন করা।

ইসলামী ব্যাংকিং এর অধীনে ইসলামী শরীয়াহ এর আলোকে আল ওয়াদিয়াহ ও মুদারাবা নীতির অধীনে ঢাকা ব্যাংক নিম্নোক্ত আমানত হিসাব খুলে থাকে-

Deposit Products (আমানত পণ্য)
• Al-Wadeeah Current Account- আল-ওয়াদিয়াহ চলতি হিসাব
• Mudaraba Savings Account- মুদারাবা সঞ্চয়ী হিসাব
• Mudaraba Term Deposit Account- মুদারাবা টার্ম ডিপোজিট হিসাব
• Mudaraba Special Notice Deposit Account- মুদারাবা বিশেষ নোটিশ জমা হিসাব
• Mudaraba Pension Scheme Account- মুদারাবা পেনশন স্কিম হিসাব
• Mudaraba Special Deposit Scheme Account- মুদারাবা বিশেষ আমানত প্রকল্প হিসাব
• Mudaraba Foreign Currency Deposit Account- মুদারাবা বিদেশি মুদ্রা আমানত হিসাব
• Tawfeer Mudaraba Deposit Pension Scheme (TMDPS)- তাওফির মুদারাবা ডিপোজিট পেনশন স্কিম (টিএমডিপিএস)
• Tawfeer Mudaraba Savings Bond Account (TMSBA)- তাওফির মুদারাবা সঞ্চয় বন্ড হিসাব (টিএমএসবিএ)
• Tawfeer Mudaraba Foreign Remittance Account (TMFRA)- তাওফির মুদারাবা ফরেন রেমিট্যান্স হিসাব (টি-এমএফআরএ)
• Mudaraba Gold Deposit Account- মুদারাবা গোল্ড ডিপোজিট হিসাব
• Mudaraba Platinum Deposit Account- মুদারাবা প্ল্যাটিনাম ডিপোজিট হিসাব
• Mudaraba Silver Deposit Account- মুদারাবা সিলভার ডিপোজিট হিসাব
• Mudaraba Residence Foreign Currency Account- মুদারাবা রেসিডেন্স ফরেন কারেন্সি হিসাব
• Mudaraba Ratib (Salary) Account- মুদারাবা রতিব (বেতন) হিসাব।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Investment products (বিনিয়োগ পণ্য)
• Murabaha Purchase Order- মুরাবাহা ক্রয় আদেশ
• Bai-Muazzal Industrial- বাই-মুয়াজ্জাল ইন্ডাস্ট্রিয়াল
• Bai-Muazzal Others- বাই-মুয়াজ্জাল অন্যান্য
• Murabaha Post Import Trust Receipt- মুরাবাহা পোস্ট ইমপোর্ট ট্রাস্ট রসিদ
• Murabaha Term Finance Industrial- মুরাবাহা টার্ম ফাইন্যান্স ইন্ডাস্ট্রিয়াল
• Murabaha Term Finance Others- মুরাবাহা টার্ম ফাইন্যান্স অন্যান্য
• Hire Purchase Shirkatul Meelk- হায়ার পার্চেজ শিরকাতুল মেলক
• Ijarah Transport- ইজারাহ ট্রান্সপোর্ট
• Ijarah Machinary & Equipment- ইজারাহ মেশিনারি ও সরঞ্জাম
• Quard against MTDR- এমটিডিআর এর বিপরীতে কোয়ার্ড।

এছাড়া পেমেন্ট অর্ডার, ডিমান্ড ড্রাফট, ব্যাংক গ্যারান্টি প্রদান, পারফরমেন্স গ্যারান্টি, বিড বন্ড, গ্রাহক সলভেনসি সার্টিফিকেট, বিদেশী এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা ঢাকা ব্যাংকের ইসলামী ব্যাংকিং এর শাখায় পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button