প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ডিবিএইচ ফাইন্যান্স
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (DBH Finance PLC) বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামেও পরিচিত। সম্প্রতি ডিবিএইচ ফাইন্যান্স চাকরিপ্রার্থীদের জন্য “প্রবেশনারি অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ২৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নামঃ প্রবেশনারি অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স (এমবিএ) ডিগ্রী থাকতে হবে।
✓ প্রার্থীদের S.S.C এবং H.S.C উভয় স্তরে জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং BBA এবং MBA স্তরে ন্যূনতম সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
✓ ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে তবে যেকোন ব্যাংক/ ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনে CRM ফাংশনে কাজের অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
✓ প্রার্থীদের ভাল নেতৃত্ব এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ প্রার্থীদের কম্পিউটার দক্ষতার সাথে লিখিত ইংরেজির উপর চমৎকার কমান্ড থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ অসামান্য পারফর্মারদের জন্য দ্রুত ক্যারিয়ার বৃদ্ধি সহ আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন সুবিধা।
✓ এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ ও সুবিধা দেয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২৬ জানুয়ারি, ২০২৩।
সোর্সঃ বিডি জবস
About Delta Brac Housing Finance Corporation Limited:
DBH Finance PLC formally known as Delta Brac Housing Finance Corporation Limited is the pioneer, largest, and specialist Housing Finance Institution in the private sector of the country. After commencing operation in 1996 the company has registered commendable growth in creating home ownership in Dhaka and other major cities of the country. At the same time, the company has been playing an active role in promoting the real estate sector to the large cross-sections of prospective clients who had but yet unfulfilled dream of owning a home.
Among all Banks and Financial Institutions of Bangladesh, only DBH has been rated the highest ‘AAA’ credit rating for 17th consecutive years. The level of credit rating provides a very important indication of the financial safety, security and strength of the concerned Bank or Financial Institution and is particularly relevant to its depositors and other investors such as shareholders and lenders.