কার্ড সার্ভিসক্রেডিট কার্ডডাচ্-বাংলা ব্যাংক পিএলসি

ডিবিবিএল ভিসা গোল্ড লোকাল ক্রেডিট কার্ড

ডিবিবিএল ভিসা গোল্ড লোকাল ক্রেডিট কার্ড ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা সম্বলিত একটি কার্ড।

মূল বৈশিষ্ট্য
  • মুনাফার হার- ১৫.০০%, মাসিক ১.২৫% এবং প্রথম ৫০ দিন কোন সুদ ধার্য হবে না
  • সর্বনিম্ন মাসিক আয়- ২০,০০০ টাকা
  • ব্যালেন্স ট্রান্সফার- কার্ড হোল্ডার তার ডিবিবিএল অ্যাকাউন্টের কার্ড লিমিটের সর্বোচ্চ ৯০% ট্রান্সফার করতে পারবেন
    বার্ষিক ফি- ১ম বছর ফ্রী এবং ২য় বছর থেকে বার্ষিক ফি ৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা
  • ক্রেডিট লিমিট- ন্যূনতম: ১,০০,০০০ টাকা এবং সর্বোচ্চ: ৫,০০,০০০ টাকা
  • ন্যূনতম বয়স- ২১ বছর
  • আবেদনপ্রার্থীর যোগ্যতা- চাকুরীজীবী হতে হবে।
কার্ডের সেবাসমূহ
  • সর্বনিম্ন সুদের হার
  • বীমার জন্য কোন ফি নেই
  • রিওয়ার্ড পয়েন্ট উপার্জনের বিনিময়ে শূন্য বার্ষিক/নবায়ন ফি প্রাপ্তির সুবিধা
  • দেরীতে পরিশোধের জন্য কোন ফি নেই
  • নগদ উত্তোলনের কোন ফি নেই
  • বিশ্বজুড়ে ১০০% নগদ উত্তোলনের সুবিধা
  • প্রথম ৫০ দিন কোন সুদ ধার্য হবে না
  • যেকোন ডিবিবিএল ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৯০% তহবিল স্থানান্তরের সুবিধা
  • ২টি সম্পূর্ণ ফ্রী পরিপূরক (সাপ্লিমেন্টারি) কার্ড
    যেকোন লেনদেনের জন্য ফ্রী এসএমএস সতর্কবার্তা
  • দেশজুড়ে শাখা, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এবং ফাস্ট ট্র্যাকের সাহায্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ।
প্রয়োজনীয় কাগজপত্র
চাকুরীজীবীদের জন্য
  • ই-টিআইএন সার্টিফিকেট
  • নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি
  • বেতনের সনদপত্র/পে-স্লিপ/সর্বশেষ বৃদ্ধি/ডিবিবিএল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সর্বশেষ তিন মাসের ব্যাংক হিসাব (যেকোন একটি)
  • অফিস আইডি কার্ডের ফটোকপি
  • জাতীয় আইডি কার্ডের ফটোকপি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (যেকোন একটি)
  • যেকোন বিলের ফটোকপি (ওয়াসা/বিদ্যুৎ/গ্যাস ইত্যাদি)।
ব্যবসায়ীদের জন্য
  • ই-টিআইএন সার্টিফিকেট
  • নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি
  • বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি
  • স্মারকলিপির ফটোকপি
  • সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী
  • বিজনেস কার্ড।
ফি ও চার্জ
  • কার্ড পুনঃ ইস্যু ফি: ৫০০ টাকা+ভ্যাট
  • পিন পুনঃইস্যু ফি: ২০০ টাকা
  • বিলম্বিত সুদ: ২%
  • নগদ অগ্রীম (ক্যাশ অ্যাডভান্স) ফি: ১০০ টাকা বা ৩% যেটি বেশি
  • ক্রেডিট লিমিট: ৫০%
  • নগদ অগ্রীম (ক্যাশ অ্যাডভান্স) এর সুদ: মাসিক ১.২৫% হারে
  • ক্রয়ে সুদের হার: ১.২৫%
  • সর্বনিম্ন বকেয়া পরিশোধ: ৫০০ টাকা বা ৫% যেটি বেশি
  • চেক ফেরত ফি: ৫০ টাকা বা ৫ ডলার
  • বাইরের চেক সংগ্রহ ফি: ১০০ টাকা বা ১০ ডলার
  • নকল বিবৃতির ফি: প্রতি প্রতিবেদনের জন্য ৫০ টাকা বা ৩ ডলার
  • তহবিল স্থানান্তর: স্থানান্তরকৃত পরিমাণের উপর ১% প্রসেসিং ফি
  • ব্যালেন্স স্থানান্তর সুদ: ১.৫%
  • সার্টিফিকেট ফি: ১৫০ টাকা বা ৫ ডলার
  • চেক বই: প্রতি ২০ পেজ ২০০ টাকা (প্রথম চেক বই ফ্রী)
  • কার্ড চেক প্রসেসিং ফি: ১%।
  • ডিবিবিএল ভিসা গোল্ড লোকাল ক্রেডিট কার্ড এর জন্য আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button