ইন্টারনেট ব্যাংকিংডাচ্-বাংলা ব্যাংক পিএলসিমোবাইল ব্যাংকিং

ডাচ-বাংলা ব্যাংক নেক্সাস-পে

NexusPay মানেই সবকিছু। মোবাইলে NexusPay অ্যাপ ডাউনলোড করুন Google Play Store থেকে। তারপর অ্যাড করুন DBBL এর সব কার্ড, রকেট, এজেন্ট ব্যাংকিং কার্ড ও অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ড। শুরু হোক কার্ডলেস জীবনের…

নেক্সাস-পে হল ডাচ-বাংলা ব্যাংকের এডভান্স লেভেলের একটি অ্যাপলিকেশন। যার মাধ্যমে আপনি অনেক ধরনের সুবিধা পেতে পারেন। এর সকল সেবাসমুহ একদম ফ্রি। বলা চলে এটা একটা ভাল মানের ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে নির্ভরযোগ্য এবং নিরাপদভাবে আপনার গচ্ছিত অর্থসমূহে প্রবেশাধিকার থাকবে এবং ইচ্ছে অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি ইন্সটল করতে এবং চালু করতে হলে আপনাকে ডিবিবিএল এর হিসাব থাকতে হবে তা কিন্তু নয়। এমনকি রকেট হিসাবও থাকার দরকার নেই। তবে নানাবিধ সুবিধা পেতে হলে আপনাকে ডিবিবিএল এর নেক্সাস ডেবিট কার্ড সংযুক্ত করতেই হবে।

নেক্সাস-পে এর সুবিধা
নেক্সাস-পে এর মাধ্যমে আপনি যে সকল সুবিধাসমূহ পাবেন তা নিম্নে তুলে ধরা হলো-
১. এই অ্যাপের মাধামে আপনি টাকা প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।
২. মাসে দশ হাজার টাকা পর্যন্ত 2FA টোকেন অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়ার টোকেন ছাড়ায় পাঠাতে পারবেন।
৩. তালিকাভুক্ত শপ এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
৪. বিল পে করতে পারবেন।
৫. সংযুক্ত কার্ডগুলোর ব্যালেন্স চেক এবং জমা-খরচের বিবরণী দেখতে পারবেন।
৬. মোবাইল ফোনের ব্যালেন্স টপ আপ করতে পারবেন।
৭. অন্য কাউকে টাকা পাঠানের জন্য অনুরোধ পাঠাতে পারবেন।
৮. রকেট হিসাবে টাকা পাঠাতে পারবেন।
৯. যে কোন লোকাল মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে। তবে রকেট হিসাব একটিভ করলে টাকা উত্তোলন করা যাবে। না হলে টাকা ফেরত চলে যাবে।
১০. দেশের বাইরে থেকেও আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

লয়্যাল্টি পয়েন্ট (Loyalty Point) কার্ড
নেক্সাস-পে অ্যাপ ইন্সটল করে সচল করলে লয়্যাল্টি পয়েন্ট কার্ড” ডিফল্ট আকারে তৈরি হয়। এই কার্ড থেকে আপনি অন্য কোন কার্ড বা হিসাবে টাকা পাঠাতে পারবেন না। তবে অ্যাপে সংযুক্ত করা অন্য যে কোন কার্ড থেকে এই কার্ডে টাকা সেন্ড করতে পারবেন। সমস্ত বোনাস এবং ক্যাশব্যাক এই কার্ডে জমা হয়। আপনি এই টাকা দিয়ে কেনাকাটা, মোবাইল ফোন টপ আপ, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

নেক্সাস-পে এর কিছু অফার
NexusPay ইউজাররা যদি পরিচিত কাউকে NexusPay অ্যাপ ডাউনলোড করতে রেফার করেন এবং রেফার অনুযায়ী NexusPay অ্যাপ ডাউনলোড হলেই ইউজাররা পাবেন ৫০ টাকা বোনাস।

১. লয়্যাল্টি পয়েন্ট কার্ড প্রোগ্রামের মাধ্যমে ডিস্কাউন্ট এবং ক্যাশব্যাক।
২. নিজের মোবাইল ফোনে টপ-আপ করে ৫% ক্যাশব্যাক।
৩. প্রতি রেফারেলের জন্য ৫০ টাকা উপার্জন (আনলিমিটেড)।
৪. যে কোন জায়গায় কেনা-কাটা করে আকর্ষণীয় ক্যাশব্যাক এবং বোনাস অফার গ্রহণ।
৫. ১০,০০০ এর বেশি শপিং পয়েন্টে নেক্সাস-পে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
৬. বিভিন্ন কার্ড ডাউনলোড করা যায় এবং বিনা খরচে সেই কার্ডগুলো ব্যবহার করে টাকা পাঠানো যায়।
৭. যে কোন মোবাইল ফোন নম্বরে বিনা ফি তে টাকা পাঠান যায়।
৮. অ্যাপে সংযুক্ত করা ডিবিবিএল ছাড়া অন্য যে কোন ব্যাংকের কার্ড থেকে লয়্যাল্টি পয়েন্ট কার্ডে টাকা পাঠালে ১ম বার ডিপোজিটের জন্য ১০% ক্যাশব্যাক পাওয়া যায়।
৯. অনলাইন ডিসকাউন্ট এর সুবিধা।
১০. নেক্সাস-পে এর ডিসকাউন্ট এবং যে কোন অফারের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে জানানো হয়।

NexusPay অ্যাপের আকর্ষণীয় ফিচার
নিম্নে NexusPay অ্যাপের আকর্ষণীয় ফিচারসমূহ তুলে ধরা হলো-

১. যেকোন DBBL Card / রকেট একাউন্ট সংযুক্ত করা
NexcusPay অ্যাপে ডাচ-বাংলা ব্যাংকের যেকোন কার্ড/রকেট হিসাব সংযুক্ত করে সরাসরি নিজ হিসাব হতে কেনাকাটা, মোবাইল টপ-আপ সহ অ্যাপের সবধরনের সেবাসমুহ উপভোগ করা যায়। আলাদাভাবে ক্যাশ ইনের কোন ঝামেলা নেই।

২. যেকোন VISA/MasterCard থেকে ফান্ড ট্রান্সফার
অন্য ব্যাংকের VISA/MasterCard হতে Loyalty Points Card এ ফান্ড ট্রান্সফার করে NexusPay অ্যাপের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা।

৩. QR কোডের মাধ্যমে কেনাকাটা
অ্যাপ হতে সরাসরি QR কোড স্ক্যানের মাধ্যমে ১০, ০০০ এর বেশি দোকানে কেনাকাটার সুবিধা।

৪. মোবাইল টপ-আপ
NexusPay অ্যাপের মাধ্যমে যেকোন প্রি-পেইড/পোষ্ট-পেইড মোবাইল নাম্বারে ইন্সট্যান্ট মোবাইল টপ-আপের সুবিধা।

৫. সেন্ড মানি/ফান্ড ট্রান্সফার
ডাচ-বাংলা ব্যাংকের যেকোন ডেবিট/ক্রেডিট/রকেট/এজেন্ট ব্যাংকিং হিসাবে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধা।

৬. রিকোয়েস্ট মানি
NexusPay অ্যাপ ব্যবহার করে সরাসরি অ্যাপ হতে QR কোড স্ক্যানের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা গ্রহনের সুবিধা।

৭. বিল পে
ডেসকো, ডেসা, টিউশন ফি ও ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডসহ ১,০০০ এর বেশী কোম্পানির বিল পেমেন্টে সুবিধা।

৮. ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট
ডাউনলোডকৃত যেকোন কার্ডের তাৎক্ষণিক ব্যালেন্স দেখার সুবিধা এবং শেষ ২০টি লেনদেনের মিনি স্টেটমেন্ট দেখার সুবিধা।

  • বিস্তারিত জানতে ভিজিট করুন- এখান থেকে
  • NexusPay ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
  • এছাড়া বিস্তারিত জানতে কল করুন- ১৬২১৬ নম্বরে।

৫ মন্তব্য

  1. নেক্সাস পে অ্যাপস থেকে কি অন্য কোনও ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়?
    যেমন ইসলামী এজেন্ট ব্যাংকিং, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ইত্যাদি।
    টাকা ট্রান্সফার করলে কি কোনও ফি দিতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button