কার্ড সার্ভিসডাচ্-বাংলা ব্যাংক পিএলসিডেবিট কার্ড

ডিবিবিএল মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

ডাচ-বাংলা ব্যাংক মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, গ্রাহকের বিদেশী মুদ্রা আমানত (RFCD) অ্যাকাউন্ট, বিদেশী মুদ্রা (FCD) অ্যাকাউন্ট বা এক্সপোর্টার রিটেনশন কোটা (ERQ) অ্যাকাউন্টের মতো গ্রাহক বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিপরীতে একটি আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যেতে পারে। এই কার্ডটি EMV চিপ এবং ম্যাগনেটিক স্ট্রিপ উভয়ভাবেই পাওয়া যায় এবং স্থানীয়ভাবে ব্যবহার করা যাবে না।

এই কার্ডটি যেকোন মাস্টারকার্ড গ্রহণকারী POS টার্মিনাল বা এটিএমের জন্য ইস্যু করা হয় এবং এটি ই-কমার্স লেনদেনের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এই কার্ডটি ইএমভি চিপ ভিত্তিক কার্ড, তাই এই কার্ডের লেনদেন অনেক নিরাপদ। যা কার্ডের তথ্য অনুলিপি প্রতিরোধ করে কার্ডহোল্ডারদের রক্ষা করে।

ডিবিবিএল মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এর বৈশিষ্ট্য
  • কার্ড ইস্যু ফি (প্রথম বছর): ১৭.২৫ ডলার (ভ্যাট সহ)
  • বার্ষিক ফি (দ্বিতীয় বছর পর): ১৭.২৫ ডলার (ভ্যাট সহ)
  • এটিএম নগদ উত্তোলন সীমা প্রতিদিন- ৫০,০০০ টাকা
  • শাখা POS থেকে নগদ উত্তোলন সীমা- ৫০,০০০ টাকা
  • ওভারড্রাফ্ট/ক্রেডিট সুবিধা- ৫০,০০১ থেকে ২০,০০,০০০

* এই কার্ড এটিএম থেকে প্রতিদিন ৫টি চলমান লেনদেন সম্পন্ন করে থাকে। এটি আপনাকে সুরক্ষা দান করে এবং এটিএম মেশিনে অপব্যবহার থেকে আপনার কার্ডকে রক্ষা করে থাকে।

প্রয়োজনীয় কাগজাদি
আবেদন ফরম পূরণ করে যেকোন ডাচ-বাংলা ব্যাংক শাখাতে জমা দিতে হবে। সাথে নিম্নোক্ত কাগজাদি লাগবে-
ক) ছবি এক কপি
খ) টিআইএন সার্টিফিকেট এর ফটোকপি
গ) পাসপোর্টের ফটোকপি (পৃষ্ঠা ১-৬ নবায়ন পৃষ্ঠা)
ঘ) জাতীয় আইডি কার্ডের ফটোকপি

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
  • আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে

৩ মন্তব্য

  1. ডুয়েল কারেন্সি প্রিপেইড মাস্টারকার্ড আমরা কীভাবে সংগ্রহ করতে পারি। আমাদেরকে একটু হেল্প করা যাবে, প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button