কোভিড-১৯ পজিটিভ গ্রাহকের কান্ড কারখানা

কোন এক ব্যাংক শাখায় ইউটিলিটি বিল পরিশোধ করতে স্বশরীরে উপস্থিত হয়েছেন জনৈক কোভিড-১৯ পজিটিভ গ্রাহক। তিনি শাখায় প্রবেশ করে দেখলেন বিল গ্রহণ কাউন্টারে যথেষ্ট ভিড় রয়েছে। তো, তিনি ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে সোজা গিয়ে ঢুকলেন শাখা প্রধানের কাচ ঘেরা কক্ষে।
শাখা প্রধান যথারীতি তাকে স্বাগত জানিয়ে বসতে বলে, তার জন্য কি করতে পারেন জিজ্ঞেস করলেন। তিনি তার প্রয়োজনের কথা জানালে, তার বিলটি আলাদাভাবে দেওয়ার সুযোগ নেই বলে শাখা প্রধান উত্তর দিলেন।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
এ কথা সে কথায়, তখন গ্রাহক বললেন, আমার কোভিড-১৯ পজিটিভ হয়েছে বলে আমি লাইনে দাঁড়িয়ে সকলের মাঝে কোভিড ভাইরাস ছড়ানোর ঝুঁকি নিতে তো পারি না। তাই আসলাম আপনার রুমে। বুঝেন অবস্থা!
শুরু হয়ে গেল হৈচৈ হট্টগোল। ফলশ্রুতিতে, লকডাউনে ঐ শাখা। শাখার ৮৫% লোকবলের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এসেছে তাদের পরিবারের সদস্যদেরও। মৃত্যুর মিছিলে শামিল হলেন তাদের কেউ কেউ।
'ব্যাংকিং নিউজ'-এর প্রিয় পাঠকঃ ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, বিনিয়োগ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ' এবং ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন'-এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন। |
তাদের থেকে আরও কতজনের কাছে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯, আল্লাহই জানেন। তো ক্ষতিগ্রস্থ হলো তো ব্যাংকার ও তাদের পরিবারের সদস্যরা। তাতে কার কি এসে যায়?
লেখকঃ মোঃ মারুফুল হক, ব্যাংকার